ETV Bharat / state

নিউ মার্কেট থেকে কেনা কিমা করার মেশিনে কাটা হয় বাংলাদেশ সাংসদের দেহ ! - Bangladesh MP Murder Case - BANGLADESH MP MURDER CASE

Bangladesh MP Murder Case: অনলাইনে মাংসের কিমা করার মেশিন দেখে সেই মেশিন নিউ মার্কেট থেকে কিনেছিল ধৃত সিয়াম ৷ সেই মেশিন দিয়েই সে কাটে বাংলাদেশের সাংসদের দেহ ৷ সিআইডিকে এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছে অভিযুক্ত ৷

ETV BHARAT
বাংলাদেশের সাংসদ হত্যার তদন্তে সিআইডি-র হাতে এল বিস্ফোরক তথ্য (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 12:32 PM IST

Updated : Jun 19, 2024, 1:05 PM IST

কলকাতা, 19 জুন: মাংস কিমা করার মেশিন অনলাইনে দেখে প্রথমে পছন্দ হয়েছিল ৷ এরপর নিউ মার্কেট থেকে মাংসের কিমা করার সেই মেশিন কিনে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ কার্যত কিমা করেছিল সিআইডির হাতে গ্রেফতার হওয়া সিয়াম । সিআইডির জেরায় সে নিজেই এ কথা স্বীকার করে নিয়েছে ৷

এখনও পর্যন্ত সেই মেশিন উদ্ধার হয়েছে কি না, সেই বিষয়ে সিআইডির তরফ থেকে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি । এছাড়াও অনলাইনে কোন প্ল্যাটফর্ম থেকে এমন অভিনব যন্ত্র খুঁজে বের করল অভিযুক্ত, সেই বিষয়টিতেও আলোকপাত করার চেষ্টা করছেন সিআইডির গোয়েন্দারা ।

সিআইডির দাবি, জেরায় সিয়াম দাবি করেছে, টমেটো ও মাংস কিমা করার মেশিন সে অনলাইনে দেখে পছন্দ করে ৷ এরপর সেই মেশিন নিউ মার্কেটের একটি দোকান থেকে 2200 টাকায় কিনেছিল সে । সিয়াম গোয়েন্দাদের কাছে একপ্রকার স্বীকার করে নিয়েছে যে, আনোয়ারুল আজিমকে ঠান্ডা মাথায় খুন করার পর তাঁর দেহ মেঝেতে রেখে, মাংসের কিমা করার ওই মেশিন দিয়ে কাটা হয়েছিল দেহটি ।

সিআইডির কাছে সিয়াম স্বীকার করে নিয়েছে যে, প্রথম পর্যায়ে দেহের খণ্ডগুলি একটু বড় থেকে গিয়েছিল । ফলে পুলিশের হাত থেকে বাঁচার জন্য সেই বড় টুকরোগুলি নিউটাউনের সংশ্লিষ্ট ফ্ল্যাটের সেপটিক ট্যাংকে ফেলা হয়েছিল । দেহের বাকি খণ্ডগুলি অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র করে নিপুণ দক্ষতার সঙ্গে কাটা হয়েছিল । পরে সেগুলি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের একটি জলাশয়ে ফেলে দেওয়া হয় । ক্ষুদ্র করে কিমা করা দেহাংশগুলির খোঁজ এখনও পর্যন্ত পাননি সিআইডির গোয়েন্দারা ।

সম্প্রতি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বাংলাদেশের আনোয়ারুল আজিম । উত্তর 24 পরগনার বরাহনগর থানা এলাকায় তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হয়ে যান । নিউটাউনের একটি ফ্ল্যাটে তাঁকে খুন করা হয় বলে জানা যায় । এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি । পরে এই ঘটনায় বাংলাদেশ পুলিশের জালে এক মহিলা-সহ অপর এক অভিযুক্ত গ্রেফতার হয় । এদিকে, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের জালে ধরা পড়ে কসাই জিহাদ । তাকে জেরা করে পুলিশ জানতে পারে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়াম নেপালে আশ্রয় নিয়েছে । পরে নেপাল পুলিশের সাহায্য নিয়ে তাকেও গ্রেফতার করা হয় ।

কলকাতা, 19 জুন: মাংস কিমা করার মেশিন অনলাইনে দেখে প্রথমে পছন্দ হয়েছিল ৷ এরপর নিউ মার্কেট থেকে মাংসের কিমা করার সেই মেশিন কিনে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ কার্যত কিমা করেছিল সিআইডির হাতে গ্রেফতার হওয়া সিয়াম । সিআইডির জেরায় সে নিজেই এ কথা স্বীকার করে নিয়েছে ৷

এখনও পর্যন্ত সেই মেশিন উদ্ধার হয়েছে কি না, সেই বিষয়ে সিআইডির তরফ থেকে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি । এছাড়াও অনলাইনে কোন প্ল্যাটফর্ম থেকে এমন অভিনব যন্ত্র খুঁজে বের করল অভিযুক্ত, সেই বিষয়টিতেও আলোকপাত করার চেষ্টা করছেন সিআইডির গোয়েন্দারা ।

সিআইডির দাবি, জেরায় সিয়াম দাবি করেছে, টমেটো ও মাংস কিমা করার মেশিন সে অনলাইনে দেখে পছন্দ করে ৷ এরপর সেই মেশিন নিউ মার্কেটের একটি দোকান থেকে 2200 টাকায় কিনেছিল সে । সিয়াম গোয়েন্দাদের কাছে একপ্রকার স্বীকার করে নিয়েছে যে, আনোয়ারুল আজিমকে ঠান্ডা মাথায় খুন করার পর তাঁর দেহ মেঝেতে রেখে, মাংসের কিমা করার ওই মেশিন দিয়ে কাটা হয়েছিল দেহটি ।

সিআইডির কাছে সিয়াম স্বীকার করে নিয়েছে যে, প্রথম পর্যায়ে দেহের খণ্ডগুলি একটু বড় থেকে গিয়েছিল । ফলে পুলিশের হাত থেকে বাঁচার জন্য সেই বড় টুকরোগুলি নিউটাউনের সংশ্লিষ্ট ফ্ল্যাটের সেপটিক ট্যাংকে ফেলা হয়েছিল । দেহের বাকি খণ্ডগুলি অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র করে নিপুণ দক্ষতার সঙ্গে কাটা হয়েছিল । পরে সেগুলি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের একটি জলাশয়ে ফেলে দেওয়া হয় । ক্ষুদ্র করে কিমা করা দেহাংশগুলির খোঁজ এখনও পর্যন্ত পাননি সিআইডির গোয়েন্দারা ।

সম্প্রতি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বাংলাদেশের আনোয়ারুল আজিম । উত্তর 24 পরগনার বরাহনগর থানা এলাকায় তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হয়ে যান । নিউটাউনের একটি ফ্ল্যাটে তাঁকে খুন করা হয় বলে জানা যায় । এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি । পরে এই ঘটনায় বাংলাদেশ পুলিশের জালে এক মহিলা-সহ অপর এক অভিযুক্ত গ্রেফতার হয় । এদিকে, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের জালে ধরা পড়ে কসাই জিহাদ । তাকে জেরা করে পুলিশ জানতে পারে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়াম নেপালে আশ্রয় নিয়েছে । পরে নেপাল পুলিশের সাহায্য নিয়ে তাকেও গ্রেফতার করা হয় ।

Last Updated : Jun 19, 2024, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.