ETV Bharat / state

কুমোরটুলিতে চাহিদা বাড়ছে বিদ্যাদেবীর, প্রায় 50টি প্রতিমা পাড়ি দিচ্ছে বিদেশে - কুমোরটুলি

Saraswati Puja: বিদেশেও বাড়ছে বাগদেবীর আরাধনা ৷ কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে ৷ এখনও পর্যন্ত প্রায় 50টি সরস্বতী পাড়ি দিচ্ছে বিদেশে ৷

Etv Bharat
সরস্বতীর বিদেশযাত্রা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 8:11 PM IST

কুমোরটুলি থেকে সরস্বতী পাড়ি দিচ্ছে বিদেশে

কলকাতা, 7 ফেব্রুয়ারি: কুমোরটুলি থেকে প্রতিবছরই বিদেশে পাড়ি দেয় একাধিক দুর্গাপ্রতিমা। তবে এবার ধীরে ধীরে বিদেশে পাড়ি দেওয়ার ঝোঁক বাড়ছে বাগদেবী অর্থাৎ সরস্বতী প্রতিমারও ৷ বিদ্যার দেবীর আরাধনার বাকি আর এক সপ্তাহ। তাই কুমোরটুলির এখন দম ফেলার ফুরসৎ নেই । এখানে অর্ডারের প্রতিমা তৈরি যেমন চাপ, তেমনি প্রতি বছর বিদেশেও বাড়ছে চাহিদা। ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি থেকে কানাডা একাধিক দেশে এবার সরস্বতী প্রতিমা পাঠানো হয়েছে কুমোরটুলি থেকে। সংখ্যার নিরিখে দেখলে কমবেশি প্রায় 50টি মূর্তি এবার পাড়ি দিয়েছে বিদেশে ।

ফাইবারের ছোট থেকে মাঝারি দুর্গামূর্তি প্রতিবার প্যাকিং করে জাহাজে বা বিমানে পাঠানো হয় । সেই একইভাবে কয়েকবছর ধরে সরস্বতী পুজোর আগে বিদেশ থেকে প্রতিমার অর্ডার আসছে শিল্পীদের কাছে ৷ 3-4 ফুট বা আরেকটু বড় হলে 5-6 ফুটের একাধিক প্রতিমা এবার বিদেশে পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রতিমা শিল্পী কৌশিক ঘোষ জানান, দুর্গাপুজোয় যখন ঠাকুর যায় তখন তো সঙ্গে সরস্বতী ঠাকুরও থাকে। অনেকে তাঁকেই এই বসন্ত পঞ্চমীতে আবার পুজো করা হয় ৷ তবে কয়েকবছর যাবৎ সরস্বতী পুজোর আগে বিভিন্ন দেশ থেকেই অর্ডার আসছে। এ বছর যেমন প্রতিমা যাচ্ছে ইংল্যান্ড, আমেরিকা ও জার্মানি। বিমানে করেই পাঠানো হয়েছে সব জায়গায় । অনেকেই আবার খুব ছোট ঠাকুর দেড় থেকে দু'ফুটের প্রতিমা নিজের সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন ।

শুধু কৌশিক ঘোষ নন, কুমোরটুলির আরও বেশ কয়েকজন শিল্পী এ বছর বিদেশে সরস্বতী প্রতিমা পাঠিয়েছেন। বসন্ত পঞ্চমীতে বাংলায় যেমন ঘরে ঘরে বিদ্যাদেবীর আরাধনায় মাতছেন মানুষজন, তেমনই প্রবাসী বাঙালিদের মধ্যেও বাগদেবীর আরাধনার চাহিদা ক্রমশ বাড়ছে । এত সংখ্যক সরস্বতী মূর্তি বিদেশ পাড়ি দেওয়ার ছবিটা অন্তত এমনই বলছে ।

আরও পড়ুন :

  1. সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
  2. এই গ্রামে কোজাগরী পূর্ণিমায় একসঙ্গে পূজিত হন লক্ষ্মী-সরস্বতী
  3. তত্ত্বের আড়ালে হারায় মন, সম্প্রীতির বন্ধনে বাঁধা পড়ে ছাত্রছাত্রী নিবাস

কুমোরটুলি থেকে সরস্বতী পাড়ি দিচ্ছে বিদেশে

কলকাতা, 7 ফেব্রুয়ারি: কুমোরটুলি থেকে প্রতিবছরই বিদেশে পাড়ি দেয় একাধিক দুর্গাপ্রতিমা। তবে এবার ধীরে ধীরে বিদেশে পাড়ি দেওয়ার ঝোঁক বাড়ছে বাগদেবী অর্থাৎ সরস্বতী প্রতিমারও ৷ বিদ্যার দেবীর আরাধনার বাকি আর এক সপ্তাহ। তাই কুমোরটুলির এখন দম ফেলার ফুরসৎ নেই । এখানে অর্ডারের প্রতিমা তৈরি যেমন চাপ, তেমনি প্রতি বছর বিদেশেও বাড়ছে চাহিদা। ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি থেকে কানাডা একাধিক দেশে এবার সরস্বতী প্রতিমা পাঠানো হয়েছে কুমোরটুলি থেকে। সংখ্যার নিরিখে দেখলে কমবেশি প্রায় 50টি মূর্তি এবার পাড়ি দিয়েছে বিদেশে ।

ফাইবারের ছোট থেকে মাঝারি দুর্গামূর্তি প্রতিবার প্যাকিং করে জাহাজে বা বিমানে পাঠানো হয় । সেই একইভাবে কয়েকবছর ধরে সরস্বতী পুজোর আগে বিদেশ থেকে প্রতিমার অর্ডার আসছে শিল্পীদের কাছে ৷ 3-4 ফুট বা আরেকটু বড় হলে 5-6 ফুটের একাধিক প্রতিমা এবার বিদেশে পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রতিমা শিল্পী কৌশিক ঘোষ জানান, দুর্গাপুজোয় যখন ঠাকুর যায় তখন তো সঙ্গে সরস্বতী ঠাকুরও থাকে। অনেকে তাঁকেই এই বসন্ত পঞ্চমীতে আবার পুজো করা হয় ৷ তবে কয়েকবছর যাবৎ সরস্বতী পুজোর আগে বিভিন্ন দেশ থেকেই অর্ডার আসছে। এ বছর যেমন প্রতিমা যাচ্ছে ইংল্যান্ড, আমেরিকা ও জার্মানি। বিমানে করেই পাঠানো হয়েছে সব জায়গায় । অনেকেই আবার খুব ছোট ঠাকুর দেড় থেকে দু'ফুটের প্রতিমা নিজের সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন ।

শুধু কৌশিক ঘোষ নন, কুমোরটুলির আরও বেশ কয়েকজন শিল্পী এ বছর বিদেশে সরস্বতী প্রতিমা পাঠিয়েছেন। বসন্ত পঞ্চমীতে বাংলায় যেমন ঘরে ঘরে বিদ্যাদেবীর আরাধনায় মাতছেন মানুষজন, তেমনই প্রবাসী বাঙালিদের মধ্যেও বাগদেবীর আরাধনার চাহিদা ক্রমশ বাড়ছে । এত সংখ্যক সরস্বতী মূর্তি বিদেশ পাড়ি দেওয়ার ছবিটা অন্তত এমনই বলছে ।

আরও পড়ুন :

  1. সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
  2. এই গ্রামে কোজাগরী পূর্ণিমায় একসঙ্গে পূজিত হন লক্ষ্মী-সরস্বতী
  3. তত্ত্বের আড়ালে হারায় মন, সম্প্রীতির বন্ধনে বাঁধা পড়ে ছাত্রছাত্রী নিবাস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.