ETV Bharat / state

মার্চের শেষে ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচারে অভিষেক - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections 2024: লোকসভা ভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এবার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচারে নামবেন তিনি ৷

ETV Bharat
নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 7:14 AM IST

কলকাতা, 22 মার্চ: নিজের কেন্দ্রে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এবারেও ডায়মন্ড হারবার থেকেই প্রার্থী হয়েছেন ৷ সূত্রের খবর, আগামী 27, 28, এবং 29 মার্চ নিজের নির্বাচনী কেন্দ্রে যাবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

10 মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল ৷ তারপর রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ইতিমধ্যে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন দলের সেকেন্ড ইন কম্যান্ড ৷ আজ দুপুর 2.30 মিনিটে পূর্ব বর্ধমানের কাটোয়ায় তাঁর নির্বাচনী সভা রয়েছে ৷ এরই মধ্যে বসিরহাটে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি ডায়মন্ড হারবারে জয়ের মার্জিন বেঁধে দিয়েছেন ৷ অভিষেক ঘোষণা করেছেন, এবার ডায়মন্ড হারবারে তার টার্গেট 4 লক্ষেরও বেশি ব্যবধানে জেতা ৷

লক্ষ্য পূরণে তৃণমূলের দলীয় কর্মী-সমর্থকদের প্রস্তুতি নিয়ে রাখার কথাও বলেছেন অভিষেক ৷ দেশজুড়ে লোকসভা ভোট হবে 19 এপ্রিল থেকে 4 জুন- সাত দফায় ৷ ডায়মন্ড হারবারের ভোট রয়েছে শেষ দফায় ৷ এই পরিস্থিতিতে তাই শুধু সরাসরি নির্বাচনী প্রচার নয়, বিধানসভা ধরে ধরে বৈঠকের উপরই জোর দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

27-29 মার্চ, এই তিন দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভার বিভিন্ন জায়গায় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন ৷ তিনি যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, তা পূরণে কর্মীদের দায়িত্ব কী, তাও বুঝিয়ে দেবেন তিনি ৷

এই কেন্দ্র নিয়ে কখনও আইএসএফ তো কখনও বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন ৷ নির্বাচনে গণদেবতার রায়ের মাধ্যমে তার প্রত্যুত্তর দেওয়ার সুযোগ রয়েছে অভিষেকের ৷ সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েই কর্মিসভায় কর্মীদের উজ্জীবিত করার জন্য ভোকাল টনিক দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তিনি যে বেঞ্চমার্ক নির্ধারণ করেছেন, সেটাকে সামনে রেখেই তিনি কর্মীদের কাছে যাবেন ৷

আরও পড়ুন:

  1. সমঝোতায় না-হেঁটে 8টি আসনে প্রার্থী ঘোষণা আইএসএফের
  2. বাংলায় 8 আসনে প্রার্থী দিল কংগ্রেস, তালিকায় অধীর থেকে প্রদীপ
  3. ফাস্ট বোলার ভালো হলে ব্যাটিং করতেও ভালো লাগে, অধীরকে চ্যালেঞ্জ ইউসুফের

কলকাতা, 22 মার্চ: নিজের কেন্দ্রে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এবারেও ডায়মন্ড হারবার থেকেই প্রার্থী হয়েছেন ৷ সূত্রের খবর, আগামী 27, 28, এবং 29 মার্চ নিজের নির্বাচনী কেন্দ্রে যাবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

10 মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল ৷ তারপর রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ইতিমধ্যে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন দলের সেকেন্ড ইন কম্যান্ড ৷ আজ দুপুর 2.30 মিনিটে পূর্ব বর্ধমানের কাটোয়ায় তাঁর নির্বাচনী সভা রয়েছে ৷ এরই মধ্যে বসিরহাটে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি ডায়মন্ড হারবারে জয়ের মার্জিন বেঁধে দিয়েছেন ৷ অভিষেক ঘোষণা করেছেন, এবার ডায়মন্ড হারবারে তার টার্গেট 4 লক্ষেরও বেশি ব্যবধানে জেতা ৷

লক্ষ্য পূরণে তৃণমূলের দলীয় কর্মী-সমর্থকদের প্রস্তুতি নিয়ে রাখার কথাও বলেছেন অভিষেক ৷ দেশজুড়ে লোকসভা ভোট হবে 19 এপ্রিল থেকে 4 জুন- সাত দফায় ৷ ডায়মন্ড হারবারের ভোট রয়েছে শেষ দফায় ৷ এই পরিস্থিতিতে তাই শুধু সরাসরি নির্বাচনী প্রচার নয়, বিধানসভা ধরে ধরে বৈঠকের উপরই জোর দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

27-29 মার্চ, এই তিন দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভার বিভিন্ন জায়গায় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন ৷ তিনি যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, তা পূরণে কর্মীদের দায়িত্ব কী, তাও বুঝিয়ে দেবেন তিনি ৷

এই কেন্দ্র নিয়ে কখনও আইএসএফ তো কখনও বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন ৷ নির্বাচনে গণদেবতার রায়ের মাধ্যমে তার প্রত্যুত্তর দেওয়ার সুযোগ রয়েছে অভিষেকের ৷ সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েই কর্মিসভায় কর্মীদের উজ্জীবিত করার জন্য ভোকাল টনিক দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তিনি যে বেঞ্চমার্ক নির্ধারণ করেছেন, সেটাকে সামনে রেখেই তিনি কর্মীদের কাছে যাবেন ৷

আরও পড়ুন:

  1. সমঝোতায় না-হেঁটে 8টি আসনে প্রার্থী ঘোষণা আইএসএফের
  2. বাংলায় 8 আসনে প্রার্থী দিল কংগ্রেস, তালিকায় অধীর থেকে প্রদীপ
  3. ফাস্ট বোলার ভালো হলে ব্যাটিং করতেও ভালো লাগে, অধীরকে চ্যালেঞ্জ ইউসুফের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.