ETV Bharat / state

এনডিএ'র সরকার হবে কি না জানি না, আসল কিংমেকার জনগণ, দিল্লি যাওয়ার আগে বার্তা অভিষেকের - Abhishek Banerjee - ABHISHEK BANERJEE

Abhishek Banerjee on INDIA Alliance Meeting: ভোট গণনার পরদিন দুপুরেই রাজধানী রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিমানে ওঠার আগে সাংবাদিক বৈঠকে কী বললেন তিনি ?

Abhishek Banerjee on INDIA Alliance Meeting
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্যে : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 3:14 PM IST

Updated : Jun 5, 2024, 3:50 PM IST

কলকাতা, 5 জুন: "এনডিএ সরকার গড়তে পারবে কি না জানি না । আসল কিং মেকার হলেন জনগণ ।" লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরদিনই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে যাওয়ার আগে একথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার দুপুরে দমদম এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। তবে ইন্ডিয়া জোট সংক্রান্ত প্রশ্নের উত্তরে তাঁকে সাবধানী অবস্থান নিতে দেখা যায়।

এদিন তিনি বলেন,"ভোট চারটে পর্যন্ত গণনা চলেছে ৷ এখনও তার রেশ রয়ে গিয়েছে ৷ আমার সঙ্গে ফোনেও সেভাবে কারও কথা হয়নি ৷ তাই বৈঠকের বিষয়ে কিছুই বলতে পারব না ৷ আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জোটের তরফ থেকে আমন্ত্রণ এলে আমরা নিশ্চয়ই যাব ৷ তাই আমন্ত্রণ মতো তৃণমূল দলের তরফে আমি যাচ্ছি ৷ আগামিকাল রাতে অথবা পরশু সকালে ফিরব ৷ বৈঠকে কী নিয়ে আলোচনা হবে বা কী ঠিক হবে সেটা এখন বলা সম্ভব নয় ৷ আমি এ বিষয়ে কিছুই জানি না ৷"

রামমন্দির ইস্যুতে অভিষেকের বক্তব্য,"মানুষ কখনও দেবতা তৈরি করে না, করতে পারে না ৷ কিন্তু উনি করেছিলেন ৷ মানুষ তার জবাব দিয়েছে ৷ বিজেপি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মানুষের কাছে গিয়ে গিয়ে বলেছে তারা ভগবান রামকে প্রতিষ্ঠাতা করেছে ৷ প্রভু রাম কে কি কেউ প্রতিষ্ঠা করতে পারে ? আমার মধ্যে সেই ক্ষমতা আছে যে আমি ভগবানের প্রতিষ্ঠা করব ? যে অযোধ্যায় এই রামমন্দির তৈরি হয়েছে সেই লোকসভা কেন্দ্রেই বিজেপি পরাজিত হয়েছে । প্রভু রাম আয়ে তো ইনসাফ আয়ে ৷"

অভিষেক এদিন আরও জানান, সরকার বানানোর মতো অবস্থায় আছে কি না ইন্ডিয়া জোট তা এখনই বলা সম্ভব নয় ৷ তবে ইন্ডিয়া জোট সরকার গড়তে পারলে তিনি ব্যক্তিগতভাবে খুশি হবেন । মানুষ বিজেপির বিপক্ষে ভোট দিয়েছে। বিজেপির স্বৈরাচারকে পছন্দ করেনি ৷ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যে রাজনীতি গোটা দেশজুড়ে হয়েছে তার জবাবে মানুষ অযোধ্যায় বিজেপিকে হারিয়ে দিয়েছে । নীতীশ কুমার বা চন্দ্রবাবু নাইডু কী করবেন তা সময়ই বলবে ৷ এই মুহূর্তে সকল দলের সঙ্গে বৈঠকে বসাটা খুবই গুরুত্বপূর্ণ ।

তবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন অভিষেক ৷ কারণ হিসেবে তিনি জানান, তাঁরা যত বেশি করে বাংলায় এসে তৃণমূলকে আক্রমণ তত ভোট বাড়বে ৷ বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বলেছিল, ইস বার দুশো পার ৷ উলটে তৃণমূল 200টির বেশি আসন পেয়েছে । এবছরও একইভাবে 30টি আসন টার্গেট নিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তৃণমূল সেখানে 29টি আসনে জয়ী হয়েছে ।

কলকাতা, 5 জুন: "এনডিএ সরকার গড়তে পারবে কি না জানি না । আসল কিং মেকার হলেন জনগণ ।" লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরদিনই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে যাওয়ার আগে একথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার দুপুরে দমদম এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। তবে ইন্ডিয়া জোট সংক্রান্ত প্রশ্নের উত্তরে তাঁকে সাবধানী অবস্থান নিতে দেখা যায়।

এদিন তিনি বলেন,"ভোট চারটে পর্যন্ত গণনা চলেছে ৷ এখনও তার রেশ রয়ে গিয়েছে ৷ আমার সঙ্গে ফোনেও সেভাবে কারও কথা হয়নি ৷ তাই বৈঠকের বিষয়ে কিছুই বলতে পারব না ৷ আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জোটের তরফ থেকে আমন্ত্রণ এলে আমরা নিশ্চয়ই যাব ৷ তাই আমন্ত্রণ মতো তৃণমূল দলের তরফে আমি যাচ্ছি ৷ আগামিকাল রাতে অথবা পরশু সকালে ফিরব ৷ বৈঠকে কী নিয়ে আলোচনা হবে বা কী ঠিক হবে সেটা এখন বলা সম্ভব নয় ৷ আমি এ বিষয়ে কিছুই জানি না ৷"

রামমন্দির ইস্যুতে অভিষেকের বক্তব্য,"মানুষ কখনও দেবতা তৈরি করে না, করতে পারে না ৷ কিন্তু উনি করেছিলেন ৷ মানুষ তার জবাব দিয়েছে ৷ বিজেপি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মানুষের কাছে গিয়ে গিয়ে বলেছে তারা ভগবান রামকে প্রতিষ্ঠাতা করেছে ৷ প্রভু রাম কে কি কেউ প্রতিষ্ঠা করতে পারে ? আমার মধ্যে সেই ক্ষমতা আছে যে আমি ভগবানের প্রতিষ্ঠা করব ? যে অযোধ্যায় এই রামমন্দির তৈরি হয়েছে সেই লোকসভা কেন্দ্রেই বিজেপি পরাজিত হয়েছে । প্রভু রাম আয়ে তো ইনসাফ আয়ে ৷"

অভিষেক এদিন আরও জানান, সরকার বানানোর মতো অবস্থায় আছে কি না ইন্ডিয়া জোট তা এখনই বলা সম্ভব নয় ৷ তবে ইন্ডিয়া জোট সরকার গড়তে পারলে তিনি ব্যক্তিগতভাবে খুশি হবেন । মানুষ বিজেপির বিপক্ষে ভোট দিয়েছে। বিজেপির স্বৈরাচারকে পছন্দ করেনি ৷ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যে রাজনীতি গোটা দেশজুড়ে হয়েছে তার জবাবে মানুষ অযোধ্যায় বিজেপিকে হারিয়ে দিয়েছে । নীতীশ কুমার বা চন্দ্রবাবু নাইডু কী করবেন তা সময়ই বলবে ৷ এই মুহূর্তে সকল দলের সঙ্গে বৈঠকে বসাটা খুবই গুরুত্বপূর্ণ ।

তবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন অভিষেক ৷ কারণ হিসেবে তিনি জানান, তাঁরা যত বেশি করে বাংলায় এসে তৃণমূলকে আক্রমণ তত ভোট বাড়বে ৷ বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বলেছিল, ইস বার দুশো পার ৷ উলটে তৃণমূল 200টির বেশি আসন পেয়েছে । এবছরও একইভাবে 30টি আসন টার্গেট নিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তৃণমূল সেখানে 29টি আসনে জয়ী হয়েছে ।

Last Updated : Jun 5, 2024, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.