ETV Bharat / state

শ্রাদ্ধের জন্য পাঠালেন অর্থসাহায্য, ক্যানসার আক্রান্ত ও গরিব পুরোহিতের পাশে অভিষেক - ABHISHEK BANERJEE

মুর্শিদাবাদের বড়ঞায় দুই গরিব পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এক ক্যানসার আক্রান্ত ব্যক্তি ও এক গরিব পুরোহিতকে পাঠালেন আর্থিক সাহায্য ৷

ETV BHARAT
ক্যানসার আক্রান্ত ও গরিব পুরোহিতের পাশে অভিষেক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 6:37 PM IST

বড়ঞা, 14 নভেম্বর: মুর্শিদাবাদে মানবিক মুখ শাসকদলের ! বড়ঞায় এক ক্যানসার আক্রান্ত ব্যক্তির স্ত্রী ও এক গরিব পুরোহিতের মায়ের মৃত্যুতে শ্রাদ্ধানুষ্ঠানের জন্য অর্থসাহায্য পাঠালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

দীর্ঘদিন ধরে প্রবল দারিদ্র্যকে সঙ্গী করেই দিন কাটছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞার গরিব পুরোহিত অলোক আচার্যের । সদ্য মাতৃবিয়োগ হয়েছে তাঁর । কিন্তু অর্থাভাবের কারণে কীভাবে মায়ের শ্রাদ্ধের কাজ করবেন ভেবে উঠতে পারছিলেন না । এই অবস্থায় একুশে জুলাইের সভামঞ্চ থেকে দেওয়া ফোন নম্বরে ফোন করে সাহায্যের জন্য আবেদন করেই হল মুশকিল আসান ।

ক্যানসার আক্রান্ত ও গরিব পুরোহিতের পাশে অভিষেক (নিজস্ব ভিডিয়ো)

সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সরাসরি 10 হাজার টাকা অর্থ সাহায্য দিয়ে তাঁর এই অসময়ে পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । শ্রাদ্ধের দু'দিন আগেই অভিষেকের দূত হয়ে বাড়িতে পৌঁছে যান স্থানীয় তৃণমূল নেতা মাহে আলম । তাঁর হাত দিয়েই অভিষেক 10 হাজার টাকার অর্থসাহায্য তুলে দেন এই গরিব পুরোহিত পরিবারের হাতে ।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো অর্থ হাতে নিয়ে ওই পুরোহিত অলক আচার্য বলেন, "এই আর্থিক সমস্যার কথা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ফোন নম্বরে ফোন করেছিলাম । সেখানে বিস্তারিতভাবে আমার অসুবিধার কথা জানাই । এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে আমার বাড়িতে এই অর্থসাহায্য পৌঁছে দিয়েছেন । যেভাবে দরিদ্র মানুষের পাশে অভিষেক দাঁড়িয়েছেন, তাতে এই নিয়ে দ্বিতীয় কথা বলার কোনও জায়গা নেই । তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানানোর ভাষা নেই আমার ।"

ETV BHARAT
শ্রাদ্ধের জন্য অর্থসাহায্য পাঠালেন অভিষেক (নিজস্ব চিত্র)

অলক আচার্য আরও বলেন, "আমার মা মারা গিয়েছেন, এই খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতৃত্বকে বাড়িতে পাঠিয়েছেন ৷ তাঁরা এসে মায়ের কাজের জন্য টাকা দিয়ে গিয়েছেন এবং চাল, ডাল কিছু ফল ও অন্যান্য জিনিসপত্র দিয়ে গিয়েছেন । এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়াবেন ভাবতেই পারিনি ।" মায়ের শ্রাদ্ধের কাজ করার জন্য অভিষেকের সাহায্য পেয়ে তাঁকে দু'হাত তুলে আশির্বাদ করেছেন এই প্রবীণ ব্রাহ্মণ ।

এর আগে, বড়ঞায় অসহায় এক ক্যানসার আক্রান্ত ব্যক্তি তাঁর স্ত্রীর মৃত্যুতে ব্যাপক সমস্যায় পড়ার পর, হাতে পান অভিষেকের পাঠানো নগদ আর্থিক সাহায্য । বড়ঞা ব্লকের মাজিয়ারা গ্ৰামের বাসিন্দা পঙ্কজ ঘোষ দীর্ঘদিন ধরে আক্রান্ত ক্যানসারে । আর্থিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত মানের চিকিৎসা তো দূরের কথা, সংসারের খরচ চালাতেই হিমশিম খেতে হচ্ছিল অসহায় পরিবারটিকে । তারই মাঝে হঠাৎ মৃত্যু হয় পঙ্কজ ঘোষের স্ত্রী নিয়তি ঘোষের । একদিকে সংসারের ভাঁড়ারে চরম অনটন, অপরদিকে স্ত্রীর মৃত্যুশোকে থমকে যাওয়া পরিবার এবার পেল ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা ।

নিয়তি ঘোষের শ্রাদ্ধানুষ্ঠানের যাবতীয় দ্রব্য-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আর্থিক সাহায্য 65 বছরের পঙ্কজ ঘোষের হাতে তুলে দিলেন স্থানীয় তৃণমূল নেতা মাহে আলম ৷ আগামী দিনগুলিতে পাশে থাকার আশ্বাস দেন তিনি । এই আশ্বাস পেয়ে চোখ ভরা জল নিয়েও একচিলতে হাসি ফুটেছে পঙ্কজ ঘোষের মুখে ।

উল্লেখ্য, একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, "আমি বিত্তবান চাই না । বিবেকবান চাই ।" আর বর্তমানে শাসক দলের অন্তরে চলছে রদবদলের দমকা হাওয়া ৷ এর মাঝেই পাশে থেকে মানুষকে বার্তা দেওয়াটাই দলের মূল লক্ষ্য । দুর্নীতি-সহ সাম্প্রতিক নানা ঘটনায় যখন কাঠগড়ায় রাজ্যের শাসকদল, তখনই দেখা গেল তৃণমূলের এই মানবিক মুখ ।

বড়ঞা, 14 নভেম্বর: মুর্শিদাবাদে মানবিক মুখ শাসকদলের ! বড়ঞায় এক ক্যানসার আক্রান্ত ব্যক্তির স্ত্রী ও এক গরিব পুরোহিতের মায়ের মৃত্যুতে শ্রাদ্ধানুষ্ঠানের জন্য অর্থসাহায্য পাঠালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

দীর্ঘদিন ধরে প্রবল দারিদ্র্যকে সঙ্গী করেই দিন কাটছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞার গরিব পুরোহিত অলোক আচার্যের । সদ্য মাতৃবিয়োগ হয়েছে তাঁর । কিন্তু অর্থাভাবের কারণে কীভাবে মায়ের শ্রাদ্ধের কাজ করবেন ভেবে উঠতে পারছিলেন না । এই অবস্থায় একুশে জুলাইের সভামঞ্চ থেকে দেওয়া ফোন নম্বরে ফোন করে সাহায্যের জন্য আবেদন করেই হল মুশকিল আসান ।

ক্যানসার আক্রান্ত ও গরিব পুরোহিতের পাশে অভিষেক (নিজস্ব ভিডিয়ো)

সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সরাসরি 10 হাজার টাকা অর্থ সাহায্য দিয়ে তাঁর এই অসময়ে পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । শ্রাদ্ধের দু'দিন আগেই অভিষেকের দূত হয়ে বাড়িতে পৌঁছে যান স্থানীয় তৃণমূল নেতা মাহে আলম । তাঁর হাত দিয়েই অভিষেক 10 হাজার টাকার অর্থসাহায্য তুলে দেন এই গরিব পুরোহিত পরিবারের হাতে ।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো অর্থ হাতে নিয়ে ওই পুরোহিত অলক আচার্য বলেন, "এই আর্থিক সমস্যার কথা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ফোন নম্বরে ফোন করেছিলাম । সেখানে বিস্তারিতভাবে আমার অসুবিধার কথা জানাই । এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে আমার বাড়িতে এই অর্থসাহায্য পৌঁছে দিয়েছেন । যেভাবে দরিদ্র মানুষের পাশে অভিষেক দাঁড়িয়েছেন, তাতে এই নিয়ে দ্বিতীয় কথা বলার কোনও জায়গা নেই । তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানানোর ভাষা নেই আমার ।"

ETV BHARAT
শ্রাদ্ধের জন্য অর্থসাহায্য পাঠালেন অভিষেক (নিজস্ব চিত্র)

অলক আচার্য আরও বলেন, "আমার মা মারা গিয়েছেন, এই খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতৃত্বকে বাড়িতে পাঠিয়েছেন ৷ তাঁরা এসে মায়ের কাজের জন্য টাকা দিয়ে গিয়েছেন এবং চাল, ডাল কিছু ফল ও অন্যান্য জিনিসপত্র দিয়ে গিয়েছেন । এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়াবেন ভাবতেই পারিনি ।" মায়ের শ্রাদ্ধের কাজ করার জন্য অভিষেকের সাহায্য পেয়ে তাঁকে দু'হাত তুলে আশির্বাদ করেছেন এই প্রবীণ ব্রাহ্মণ ।

এর আগে, বড়ঞায় অসহায় এক ক্যানসার আক্রান্ত ব্যক্তি তাঁর স্ত্রীর মৃত্যুতে ব্যাপক সমস্যায় পড়ার পর, হাতে পান অভিষেকের পাঠানো নগদ আর্থিক সাহায্য । বড়ঞা ব্লকের মাজিয়ারা গ্ৰামের বাসিন্দা পঙ্কজ ঘোষ দীর্ঘদিন ধরে আক্রান্ত ক্যানসারে । আর্থিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত মানের চিকিৎসা তো দূরের কথা, সংসারের খরচ চালাতেই হিমশিম খেতে হচ্ছিল অসহায় পরিবারটিকে । তারই মাঝে হঠাৎ মৃত্যু হয় পঙ্কজ ঘোষের স্ত্রী নিয়তি ঘোষের । একদিকে সংসারের ভাঁড়ারে চরম অনটন, অপরদিকে স্ত্রীর মৃত্যুশোকে থমকে যাওয়া পরিবার এবার পেল ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা ।

নিয়তি ঘোষের শ্রাদ্ধানুষ্ঠানের যাবতীয় দ্রব্য-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আর্থিক সাহায্য 65 বছরের পঙ্কজ ঘোষের হাতে তুলে দিলেন স্থানীয় তৃণমূল নেতা মাহে আলম ৷ আগামী দিনগুলিতে পাশে থাকার আশ্বাস দেন তিনি । এই আশ্বাস পেয়ে চোখ ভরা জল নিয়েও একচিলতে হাসি ফুটেছে পঙ্কজ ঘোষের মুখে ।

উল্লেখ্য, একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, "আমি বিত্তবান চাই না । বিবেকবান চাই ।" আর বর্তমানে শাসক দলের অন্তরে চলছে রদবদলের দমকা হাওয়া ৷ এর মাঝেই পাশে থেকে মানুষকে বার্তা দেওয়াটাই দলের মূল লক্ষ্য । দুর্নীতি-সহ সাম্প্রতিক নানা ঘটনায় যখন কাঠগড়ায় রাজ্যের শাসকদল, তখনই দেখা গেল তৃণমূলের এই মানবিক মুখ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.