ETV Bharat / state

'আগে কেন বলেননি?' শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে শুভেন্দুকে তোপ অভিষেকের - Suvendu Adhikari

Abhishek Hits Back Suvendu: সন্দেশখালি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সক্রিয়তা নিয়ে রবিবার তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলে থাকাকালীন একাধিক সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়াজুড়ে শেখ শাহজাহানের সঙ্গে বর্তমানে বিরোধী দলনেতার ছবি নিয়ে মুখও খুললেন তিনি ৷

Etv Bharat
শুভেন্দুকে তোপ অভিষেকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 9:00 PM IST

মহেশতলা, 25 ফেব্রুয়ারি: দিল্লি থেকে নির্দেশ পেয়ে সন্দেশখালি ইস্যুকে জিইয়ে রাখার চেষ্টা করছে বিরোধীরা ৷ অথচ একসময় সন্দেশখালির দোর্দন্ডপ্রতাপ শেখ শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল শুভেন্দু অধিকারীর ৷ সন্দেশখালিকে কেন্দ্র করে বিরোধী দলনেতার সক্রিয়তা নিয়ে রবিবার এই ভাষাতেই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন মহেশতলায় দাঁড়িয়ে তৃণমূল সাংসদ বলেন, "তৃণমূলে থাকাকালীন একাধিক গণমাধ্যম এবং সোশাল মিডিয়াজুড়ে শেখ শাহজাহানের সঙ্গে বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে ৷"

এমন মন্তব্য করে তৃণমূলে থাকাকালীন শুভেন্দুর সঙ্গে 'মোস্ট ওয়ান্টেড' শাহজাহানের যোগসূত্রিতার দাবি করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ অভিষেক এদিন বলেন, "আমি ধরে নিলাম তখন তৃণমূল ছিলেন বলে আপনি বলতে পারেননি। কিন্তু আমার প্রশ্ন 2020 সালে আপনি বিজেপিতে যোগদান করেছেন ৷ তখন কেন বলেননি? 2021 কিংবা 2022 সালে এসেও কেন বলেননি আপনি ।" লোকসভা নির্বাচনের আগে এসে সন্দেশখালি নিয়ে চারদিকে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা, দাবি অভিষেকের ৷

যদিও বিরোধীদের এই বৈষম্যের রাজনীতি ধোপে টিকবে না বলেই দাবি তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'-এর ৷ অভিষেকের কথায়, "মানুষ সব দেখছে ৷ ভোটবাক্সেই এর বহিঃপ্রকাশ ঘটবে ৷" কেবল গেরুয়া শিবিরকে আক্রমণ করেই এদিন থামেননি অভিষেক ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিশানায় এদিন ছিল বাম-ও ৷ 2016 সালের আগে সন্দেশখালি বিধানসভা কেন্দ্র যেহেতু বামেদের দখলে ছিল, তাই অভিষেকের প্রশ্ন, "নিরাপদ সর্দার, বিকাশ সর্দার তো সন্দেশখালিতে আগে থেকেই ছিলেন ৷ তাঁরা সাংবাদিক সম্মেলন করে কেন শেখ শাহজাহানের কথা জানাননি ?"

আরও পড়ুন:

  1. বকলমে হাইকোর্ট শাহজাহানকে আগলে রেখেছে ! দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  2. 10 মার্চ জনগর্জন সভা, ব্রিগেড থেকেই ভোট প্রচার শুরু তৃণমূলের
  3. 'মুখ্যমন্ত্রীর পাঠানো আইপিএস-তালিকা বাতিল করুন', নির্বাচন কমিশনে আর্জি শুভেন্দুর

মহেশতলা, 25 ফেব্রুয়ারি: দিল্লি থেকে নির্দেশ পেয়ে সন্দেশখালি ইস্যুকে জিইয়ে রাখার চেষ্টা করছে বিরোধীরা ৷ অথচ একসময় সন্দেশখালির দোর্দন্ডপ্রতাপ শেখ শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল শুভেন্দু অধিকারীর ৷ সন্দেশখালিকে কেন্দ্র করে বিরোধী দলনেতার সক্রিয়তা নিয়ে রবিবার এই ভাষাতেই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন মহেশতলায় দাঁড়িয়ে তৃণমূল সাংসদ বলেন, "তৃণমূলে থাকাকালীন একাধিক গণমাধ্যম এবং সোশাল মিডিয়াজুড়ে শেখ শাহজাহানের সঙ্গে বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে ৷"

এমন মন্তব্য করে তৃণমূলে থাকাকালীন শুভেন্দুর সঙ্গে 'মোস্ট ওয়ান্টেড' শাহজাহানের যোগসূত্রিতার দাবি করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ অভিষেক এদিন বলেন, "আমি ধরে নিলাম তখন তৃণমূল ছিলেন বলে আপনি বলতে পারেননি। কিন্তু আমার প্রশ্ন 2020 সালে আপনি বিজেপিতে যোগদান করেছেন ৷ তখন কেন বলেননি? 2021 কিংবা 2022 সালে এসেও কেন বলেননি আপনি ।" লোকসভা নির্বাচনের আগে এসে সন্দেশখালি নিয়ে চারদিকে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা, দাবি অভিষেকের ৷

যদিও বিরোধীদের এই বৈষম্যের রাজনীতি ধোপে টিকবে না বলেই দাবি তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'-এর ৷ অভিষেকের কথায়, "মানুষ সব দেখছে ৷ ভোটবাক্সেই এর বহিঃপ্রকাশ ঘটবে ৷" কেবল গেরুয়া শিবিরকে আক্রমণ করেই এদিন থামেননি অভিষেক ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিশানায় এদিন ছিল বাম-ও ৷ 2016 সালের আগে সন্দেশখালি বিধানসভা কেন্দ্র যেহেতু বামেদের দখলে ছিল, তাই অভিষেকের প্রশ্ন, "নিরাপদ সর্দার, বিকাশ সর্দার তো সন্দেশখালিতে আগে থেকেই ছিলেন ৷ তাঁরা সাংবাদিক সম্মেলন করে কেন শেখ শাহজাহানের কথা জানাননি ?"

আরও পড়ুন:

  1. বকলমে হাইকোর্ট শাহজাহানকে আগলে রেখেছে ! দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  2. 10 মার্চ জনগর্জন সভা, ব্রিগেড থেকেই ভোট প্রচার শুরু তৃণমূলের
  3. 'মুখ্যমন্ত্রীর পাঠানো আইপিএস-তালিকা বাতিল করুন', নির্বাচন কমিশনে আর্জি শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.