ETV Bharat / state

'অভিষেকবাবুর চেলা' রোহিঙ্গাদের ঢুকিয়ে আরজি করে ভাঙচুর, বিস্ফোরক দিলীপ - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: 'অভিষেকবাবুর চেলা' রোহিঙ্গাদের ঢুকিয়ে আরজি করে ভাঙচুর চালানো হয়েছে ৷ রবিবার পথসভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷

Dilip Ghosh
আরজি করে ভাঙচুর কাণ্ডে অভিযোগের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 4:07 PM IST

আহমেদপুর (বীরভূম), 18 অগস্ট: রোহিঙ্গাদের আরজি কর হাসপাতালে ঢুকিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তাঁর আরও অভিযোগ, এই হামলার পিছনে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরজি করে ভাঙচুর নিয়ে বিস্ফোরক অভিযোগ দিলীপের (ইটিভি ভারত)

রবিবার বীরভূমের আহমেদপুরে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল ও পথসভা করেন দিলীপ ঘোষ । সেখান থেকে তিনি বলেন, "তথ্য লোপাট করতে আরজি করের সব ঘরে ঘরে ঢুকে ভাঙচুর করা হল ৷ এরা কারা? এরা সব অভিষেকবাবুর চেলা ৷ পিছনেই আছে বেলগাছিয়া বস্তি ৷ যেখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আছে । যারা বাংলাদেশে উৎপাত করছে । তাদেরকে এই হামলা করার জন্য কাজে লাগানো হয়েছে ।"

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ করেন দিলীপ ঘোষ । তাঁর কথায়, "আরজি করে বাইরে থেকে মহিলাদের এনে খারাপ কাজ করা হয় । এটা জানার পর যে প্রতিবাদ করে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় ৷ না-হলে মাথা থেঁতলে দেওয়া হয় ৷ ওখানে বার বার লোকেদের খুন করে আত্মহত্যা বলে চালানো হয়েছে ৷"

আরজি কর-কাণ্ডে এমনকি কলকাতা পুলিশ কমিশনারের গ্রেফতারির দাবিও তোলেন দিলীপ ঘোষ ৷ তাঁর বক্তব্য, "আজ এই রাজ্যে প্রতিবাদ করতে ভয় পায় সবাই ৷ কারণ প্রতিবাদ করলে আরেকটা খুন হবে ৷ তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন সত্যি কথাটা বলে দিয়েছে, আরজি করে কুচক্র চলছে ৷ তাতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ আরজি করে 600 কোটি টাকার ওষুধের দুর্নীতি হয় ।"

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে দিলীপ ঘোষ (নিজস্ব ছবি)

আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য । একদিকে প্রতিবাদে 14 অগস্ট রাত দখলে নেমেছিলেন মেয়েরা ৷ সেই রাতেই আরজি করে রীতিমতো তাণ্ডব ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে ৷ ঘটনার প্রতিবাদে পথে নামছে সিপিআইএম, বিজেপি, বিভিন্ন সাংস্কৃতিক, শিল্প ও বিনোদন জগতের মানুষজন ।

পালটা প্রতিবাদে নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এ দিন বীরভূমের আহমেদপুরে দলীয় নেতা-কর্মী সহ মহিলা মোর্চার সদস্যদের নিয়ে প্রতিবাদ মিছিল করেন বিজেপি নেতা দিলীপ ঘোষও । মিছিল শেষে তিনি একটি পথসভা করেন । সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আরজি কর নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি ৷

আহমেদপুর (বীরভূম), 18 অগস্ট: রোহিঙ্গাদের আরজি কর হাসপাতালে ঢুকিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তাঁর আরও অভিযোগ, এই হামলার পিছনে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরজি করে ভাঙচুর নিয়ে বিস্ফোরক অভিযোগ দিলীপের (ইটিভি ভারত)

রবিবার বীরভূমের আহমেদপুরে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল ও পথসভা করেন দিলীপ ঘোষ । সেখান থেকে তিনি বলেন, "তথ্য লোপাট করতে আরজি করের সব ঘরে ঘরে ঢুকে ভাঙচুর করা হল ৷ এরা কারা? এরা সব অভিষেকবাবুর চেলা ৷ পিছনেই আছে বেলগাছিয়া বস্তি ৷ যেখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আছে । যারা বাংলাদেশে উৎপাত করছে । তাদেরকে এই হামলা করার জন্য কাজে লাগানো হয়েছে ।"

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ করেন দিলীপ ঘোষ । তাঁর কথায়, "আরজি করে বাইরে থেকে মহিলাদের এনে খারাপ কাজ করা হয় । এটা জানার পর যে প্রতিবাদ করে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় ৷ না-হলে মাথা থেঁতলে দেওয়া হয় ৷ ওখানে বার বার লোকেদের খুন করে আত্মহত্যা বলে চালানো হয়েছে ৷"

আরজি কর-কাণ্ডে এমনকি কলকাতা পুলিশ কমিশনারের গ্রেফতারির দাবিও তোলেন দিলীপ ঘোষ ৷ তাঁর বক্তব্য, "আজ এই রাজ্যে প্রতিবাদ করতে ভয় পায় সবাই ৷ কারণ প্রতিবাদ করলে আরেকটা খুন হবে ৷ তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন সত্যি কথাটা বলে দিয়েছে, আরজি করে কুচক্র চলছে ৷ তাতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ আরজি করে 600 কোটি টাকার ওষুধের দুর্নীতি হয় ।"

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে দিলীপ ঘোষ (নিজস্ব ছবি)

আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য । একদিকে প্রতিবাদে 14 অগস্ট রাত দখলে নেমেছিলেন মেয়েরা ৷ সেই রাতেই আরজি করে রীতিমতো তাণ্ডব ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে ৷ ঘটনার প্রতিবাদে পথে নামছে সিপিআইএম, বিজেপি, বিভিন্ন সাংস্কৃতিক, শিল্প ও বিনোদন জগতের মানুষজন ।

পালটা প্রতিবাদে নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এ দিন বীরভূমের আহমেদপুরে দলীয় নেতা-কর্মী সহ মহিলা মোর্চার সদস্যদের নিয়ে প্রতিবাদ মিছিল করেন বিজেপি নেতা দিলীপ ঘোষও । মিছিল শেষে তিনি একটি পথসভা করেন । সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আরজি কর নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.