ETV Bharat / state

হাইকোর্টে জামিনের আবেদন ত্রিধারায় ধৃত 9 জনের, পুলিশ হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ - TRIDHARA RG KAR PROTEST CASE

কলকাতা হাইকোর্টে মামলা করলেন ত্রিধারায় গ্রেফতার হওয়া আন্দোলনকারীরা ৷ সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন ধৃতদের ৷

TRIDHARA RG KAR PROTEST CASE
কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন ত্রিধারায় ধৃত 9 জনের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 3:01 PM IST

কলকাতা, 11 অক্টোবর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ত্রিধারা সম্মিলনীর মণ্ডপের বাইরে স্লোগানের ঘটনায় ধৃতরা এবার কলকাতা হাইকোর্টে মামলা করলেন ৷ আলিপুর আদালত তাঁদের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ বিনাশর্তে অবিলম্বে জামিনের আবেদন করেছেন গ্রেফতার হওয়া 9 জন ৷

উল্লেখ্য, ষষ্ঠীর দিন সন্ধেয় দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের বাইরে আরজি কর ইস্যুতে বিক্ষোভ-প্রতিবাদে সামিল হন একদল আন্দোলনকারী ৷ সেখানে আরজি করের সুবিচার ও কলকাতা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ এর কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের আটক করে লালবাজারে নিয়ে আসে ৷ যদিও, তার আগে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের ৷

এই ঘটনায় বৃহস্পতিবার আন্দোলনকারীদের আলিপুর আদালতে পেশ করে পুলিশ ৷ সেখানে পুলিশের তরফে জানানো হয়, আন্দোলনকারীদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে দেখা যাচ্ছে, পরিকল্পনা করেই তাঁরা বিক্ষোভ দেখিয়েছে ৷ তাঁদের জামিনের বিরোধিতা করে পুলিশের তরফে বলা হয়, জামিন দেওয়া হলে কলকাতার অন্যান্য মণ্ডপেও তাঁরা বিক্ষোভ দেখাবে ৷ এতে আইন-শৃঙ্খলা ও শান্তি বিঘ্নিত হতে পারে ৷ পুলিশ আদালতে এ-ও জানায় যে, আন্দোলনকারীরা কেউ জুনিয়র ডাক্তার নয় ৷ তারপরই বিচারক 9 জনকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

আজ গ্রেফতার হওয়া 9 জন জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছেন ৷ উল্লেখ্য, আরজি কর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ একাধিকবার জানিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন করা যেতে পারে ৷ তবে, শান্তি বিঘ্নিত হলে আইন-আইনের পথে হাঁটবে ৷ যদিও, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে জেলে যাওয়ার ঘটনা প্রথমবার নয় ৷ এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ ৷

কলকাতা, 11 অক্টোবর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ত্রিধারা সম্মিলনীর মণ্ডপের বাইরে স্লোগানের ঘটনায় ধৃতরা এবার কলকাতা হাইকোর্টে মামলা করলেন ৷ আলিপুর আদালত তাঁদের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ বিনাশর্তে অবিলম্বে জামিনের আবেদন করেছেন গ্রেফতার হওয়া 9 জন ৷

উল্লেখ্য, ষষ্ঠীর দিন সন্ধেয় দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের বাইরে আরজি কর ইস্যুতে বিক্ষোভ-প্রতিবাদে সামিল হন একদল আন্দোলনকারী ৷ সেখানে আরজি করের সুবিচার ও কলকাতা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ এর কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের আটক করে লালবাজারে নিয়ে আসে ৷ যদিও, তার আগে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের ৷

এই ঘটনায় বৃহস্পতিবার আন্দোলনকারীদের আলিপুর আদালতে পেশ করে পুলিশ ৷ সেখানে পুলিশের তরফে জানানো হয়, আন্দোলনকারীদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে দেখা যাচ্ছে, পরিকল্পনা করেই তাঁরা বিক্ষোভ দেখিয়েছে ৷ তাঁদের জামিনের বিরোধিতা করে পুলিশের তরফে বলা হয়, জামিন দেওয়া হলে কলকাতার অন্যান্য মণ্ডপেও তাঁরা বিক্ষোভ দেখাবে ৷ এতে আইন-শৃঙ্খলা ও শান্তি বিঘ্নিত হতে পারে ৷ পুলিশ আদালতে এ-ও জানায় যে, আন্দোলনকারীরা কেউ জুনিয়র ডাক্তার নয় ৷ তারপরই বিচারক 9 জনকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

আজ গ্রেফতার হওয়া 9 জন জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছেন ৷ উল্লেখ্য, আরজি কর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ একাধিকবার জানিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন করা যেতে পারে ৷ তবে, শান্তি বিঘ্নিত হলে আইন-আইনের পথে হাঁটবে ৷ যদিও, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে জেলে যাওয়ার ঘটনা প্রথমবার নয় ৷ এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.