ETV Bharat / state

মেদিনীপুরে জটিল অস্ত্রোপচারে সাড়ে ছ’কেজির টিউমার বের হল যুবতীর পেট থেকে - Critical Surgery in Midnapore

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 3:38 PM IST

Updated : Jul 5, 2024, 4:26 PM IST

Critical Surgery in Midnapore: সাড়ে ছ’কেজির টিউমার হয়েছিল এক মহিলা রোগীর পেটে ৷ অস্ত্রোপচার করে তা বের করলেন মেদিনীপুরের একটি নার্সিংহোমের চিকিৎসক ড. মণীশ অধিকারী ৷ জটিল এই অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে করতে পারায় খুশি চিকিৎসক ৷ সুস্থ হতে পারায় ওই চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন রোগিণী ও তাঁর স্বামী ৷

Critical Surgery in Midnapore
বর্ষা মাইতি (নিজস্ব চিত্র)

মেদিনীপুর, 5 জুলাই: অস্ত্রোপচারের মাধ্যমে ছ’কেজির টিউমার বের করা হল এক মহিলার পেট থেকে ৷ ঘটনাটি মেদিনীপুর শহরের ৷ স্থানীয় একটি নার্সিংহোমে এই অস্ত্রোপচার করেন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ড. মণীশ অধিকারী ৷ তিনি জানান, অস্ত্রোপচারের পর রোগী সুস্থ রয়েছে ৷ শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে নার্সিংহোম থেকে ৷

মেদিনীপুরে জটিল অস্ত্রোপচারে সাড়ে ছ’কেজির টিউমার বের হল যুবতীর পেট থেকে (ইটিভি ভারত)

যে রোগীর অস্ত্রোপচার হয়েছে, তাঁর নাম বর্ষা মাইতি ৷ তিনি মেদিনীপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ তাঁর স্বামী বিপ্লব মাইতি টোটোচালক ৷ বছর 34-এর ওই মহিলা বেশ কিছুদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন ৷ প্রাথমিকভাবে তিনি সেটাকে গ্যাসের ব্যথা মনে করেছিলেন ৷ সেই অনুযায়ী তিনি ওষুধও খান ৷ সুস্থ হওয়ার জন্য রোজ ভোরে ও বিকেলে হাঁটতেও বেরোতেন ৷ তার পরও সমস্যার সমাধান হয়নি ৷

এর পর বর্ষা সরকারি হাসপাতালে যান ৷ সেখানকার চিকিৎসকরাও সঠিক রোগ ধরতে পারেননি বলে জানা গিয়েছে ৷ তার পর মেদিনীপুর শহরের একটি নার্সিংহোমে ড. মণীশ অধিকারীর কাছে যান বর্ষা ৷ ওই চিকিৎসকই টিউমারের বিষয়টি অনুমান করেন ৷ পরে প্রয়োজনীয় টেস্ট করানো হয় ওই মহিলার ৷ তার পরই টিউমারের বিষয়ে নিশ্চিত হন ওই চিকিৎসক ৷

ড. মণীশ অধিকারী জানিয়েছেন, প্রায় সাড়ে ছ’কেজি ওজনের টিউমার ছিল ওই মহিলার পেটে ৷ ফলে আকারেও বেশ বড় ছিল ৷ জরায়ুর ঠিক উপরে ছিল টিউমারটি ৷ অস্ত্রোপচারও বেশ জটিল ছিল ৷ প্রায় 54 মিনিট ধরে অস্ত্রোপচার করে সফলভাবে টিউমারটি বের করেন তিনি ও তাঁর সহযোগীরা ৷

অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি ওই চিকিৎসক ৷ তিনি আরও বলেন, "এই রোগী যখন প্রথমে পেটে ব্যথা নিয়ে এসেছিলেন, আমরা ভাবতে পারিনি পেটের ভেতরে এত বড় টিউমার হয়েছে । তবে এই ধরনের টিউমার বিরল । এখন রোগী সুস্থ আছেন এবং আমরা দ্রুত তাঁকে বাড়িতে ছাড়ার ব্যবস্থা করছি ।’’

স্ত্রীর অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি বিপ্লব মাইতি ৷ এর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ড. মণীশ অধিকারীও ৷ দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ায় খুশি বর্ষাও ৷

মেদিনীপুর, 5 জুলাই: অস্ত্রোপচারের মাধ্যমে ছ’কেজির টিউমার বের করা হল এক মহিলার পেট থেকে ৷ ঘটনাটি মেদিনীপুর শহরের ৷ স্থানীয় একটি নার্সিংহোমে এই অস্ত্রোপচার করেন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ড. মণীশ অধিকারী ৷ তিনি জানান, অস্ত্রোপচারের পর রোগী সুস্থ রয়েছে ৷ শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে নার্সিংহোম থেকে ৷

মেদিনীপুরে জটিল অস্ত্রোপচারে সাড়ে ছ’কেজির টিউমার বের হল যুবতীর পেট থেকে (ইটিভি ভারত)

যে রোগীর অস্ত্রোপচার হয়েছে, তাঁর নাম বর্ষা মাইতি ৷ তিনি মেদিনীপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ তাঁর স্বামী বিপ্লব মাইতি টোটোচালক ৷ বছর 34-এর ওই মহিলা বেশ কিছুদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন ৷ প্রাথমিকভাবে তিনি সেটাকে গ্যাসের ব্যথা মনে করেছিলেন ৷ সেই অনুযায়ী তিনি ওষুধও খান ৷ সুস্থ হওয়ার জন্য রোজ ভোরে ও বিকেলে হাঁটতেও বেরোতেন ৷ তার পরও সমস্যার সমাধান হয়নি ৷

এর পর বর্ষা সরকারি হাসপাতালে যান ৷ সেখানকার চিকিৎসকরাও সঠিক রোগ ধরতে পারেননি বলে জানা গিয়েছে ৷ তার পর মেদিনীপুর শহরের একটি নার্সিংহোমে ড. মণীশ অধিকারীর কাছে যান বর্ষা ৷ ওই চিকিৎসকই টিউমারের বিষয়টি অনুমান করেন ৷ পরে প্রয়োজনীয় টেস্ট করানো হয় ওই মহিলার ৷ তার পরই টিউমারের বিষয়ে নিশ্চিত হন ওই চিকিৎসক ৷

ড. মণীশ অধিকারী জানিয়েছেন, প্রায় সাড়ে ছ’কেজি ওজনের টিউমার ছিল ওই মহিলার পেটে ৷ ফলে আকারেও বেশ বড় ছিল ৷ জরায়ুর ঠিক উপরে ছিল টিউমারটি ৷ অস্ত্রোপচারও বেশ জটিল ছিল ৷ প্রায় 54 মিনিট ধরে অস্ত্রোপচার করে সফলভাবে টিউমারটি বের করেন তিনি ও তাঁর সহযোগীরা ৷

অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি ওই চিকিৎসক ৷ তিনি আরও বলেন, "এই রোগী যখন প্রথমে পেটে ব্যথা নিয়ে এসেছিলেন, আমরা ভাবতে পারিনি পেটের ভেতরে এত বড় টিউমার হয়েছে । তবে এই ধরনের টিউমার বিরল । এখন রোগী সুস্থ আছেন এবং আমরা দ্রুত তাঁকে বাড়িতে ছাড়ার ব্যবস্থা করছি ।’’

স্ত্রীর অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি বিপ্লব মাইতি ৷ এর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ড. মণীশ অধিকারীও ৷ দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ায় খুশি বর্ষাও ৷

Last Updated : Jul 5, 2024, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.