ETV Bharat / state

আসন্ন উপনির্বাচনে 55 কোম্পানি বাহিনী! এলাকায় টহল শুরু 15 তারিখ থেকেই - Assembly Bye Election 2024 - ASSEMBLY BYE ELECTION 2024

West Bengal Assembly Bye Election 2024: মোট 10টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে রাজ্যে ৷ তার মধ্যে আগামী 10 জুলাই চার কেন্দ্রে উপনির্বাচন হবে ৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আসন্ন উপনির্বাচনে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে রাজ্যে।

West Bengal Assembly Bye Election 2024
কেন্দ্রীয় বাহিনী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 6:59 PM IST

কলকাতা, 11 জুন: লোকসভা নির্বাচনের পালা মিটতে না-মিটতেই আবারও রাজ্যের নির্বাচনের দামামা। আগামী জুলাই মাসে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যের চারটি আসনে। সেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামী 14 জুন। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের সূত্রে যেমনটা জানা যাচ্ছে, আসন্ন উপনির্বাচনে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।

তবে কোন কোন কেন্দ্রে কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। আগামী 15 জুন অর্থাৎ বিজ্ঞপ্তি জারি হওয়ার পরের দিন থেকেই এলাকায় টহল শুরু করবে বাহিনী। উল্লেখ্য, সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফলের পরে দেখা গিয়েছে, যে চার কেন্দ্রে উপনির্বাচন হবে তার মধ্যে ভোটের নিরিখে তিনটি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও ব্যবধান খুবই সামান্য।

তবে একসঙ্গে কেন রাজ্যের 10টি আসনে উপনির্বাচন হচ্ছে না সেই নিয়ে নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে রাজ্যের শাসকদল ৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, একটা লম্বা সময় ধরে লোকসভা নির্বাচন হয়েছে এবার আবারও যদি এভাবে ধাপে-ধাপে উপনির্বাচন হয়, সেক্ষেত্রে প্রশাসন চালানোয় সমস্যা দেখা দেবে। প্রসঙ্গত, আগামী 14 জুন প্রকাশিত হবে উপনির্বাচনের গেজেট নোটিফিকেশন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন 21 জুন l স্ক্রুটিনির শেষ দিন 24 জুন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন 26 জুন। নির্বাচন হবে 10 জুলাই অর্থাৎ, বুধবার। গণনা হবে 13 জুলাই। আগামী 15 জুলাইয়ের মধ্যে উপনির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ করতে হবে।

কলকাতা, 11 জুন: লোকসভা নির্বাচনের পালা মিটতে না-মিটতেই আবারও রাজ্যের নির্বাচনের দামামা। আগামী জুলাই মাসে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যের চারটি আসনে। সেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামী 14 জুন। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের সূত্রে যেমনটা জানা যাচ্ছে, আসন্ন উপনির্বাচনে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।

তবে কোন কোন কেন্দ্রে কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। আগামী 15 জুন অর্থাৎ বিজ্ঞপ্তি জারি হওয়ার পরের দিন থেকেই এলাকায় টহল শুরু করবে বাহিনী। উল্লেখ্য, সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফলের পরে দেখা গিয়েছে, যে চার কেন্দ্রে উপনির্বাচন হবে তার মধ্যে ভোটের নিরিখে তিনটি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও ব্যবধান খুবই সামান্য।

তবে একসঙ্গে কেন রাজ্যের 10টি আসনে উপনির্বাচন হচ্ছে না সেই নিয়ে নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে রাজ্যের শাসকদল ৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, একটা লম্বা সময় ধরে লোকসভা নির্বাচন হয়েছে এবার আবারও যদি এভাবে ধাপে-ধাপে উপনির্বাচন হয়, সেক্ষেত্রে প্রশাসন চালানোয় সমস্যা দেখা দেবে। প্রসঙ্গত, আগামী 14 জুন প্রকাশিত হবে উপনির্বাচনের গেজেট নোটিফিকেশন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন 21 জুন l স্ক্রুটিনির শেষ দিন 24 জুন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন 26 জুন। নির্বাচন হবে 10 জুলাই অর্থাৎ, বুধবার। গণনা হবে 13 জুলাই। আগামী 15 জুলাইয়ের মধ্যে উপনির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ করতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.