জলপাইগুড়ি, 28 মার্চ: রাজ্যে প্রথম পর্যায়ের লোকসভা ভোট এপ্রিলে ৷ তার আগে উত্তরের একাধিক জেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে ৷ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 13 জন, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আট জন প্রার্থী এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে 15 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। রাজ্যে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার কেন্দ্রে নির্বাচন হবে। গত তারিখ থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ ৷
নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মনোনয়ন জমা করেছেন আট জন প্রার্থী ৷ তাঁরা হলেন, কামতাপুর পিপুলস পার্টি (ইউনাইটেড)-এর নৃপেন্দ্রনারায়ণ দেব কার্জি, আরএসপি প্রার্থী মিলি ওড়াও, নর্থবেঙ্গল পিপুলস পার্টির বিনয় মুর্মু, বহুজন সমাজ পার্টির মুনিব নার্জিনারি, বিজেপি'র মনোজ টিগ্গা, তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বড়াইক, কিষান মজদুর সংঘর্ষ পার্টির রাহুল মারাক, এসইউসি প্রার্থী চন্দন ওড়াও।
অন্যদিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট 13 জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন। প্রার্থীরা হলেন বহুজন মুক্তি পার্টির শিপ্রা রায় হাকিম, মুলনিবাসি পার্টি অব ইন্ডয়ার রঞ্জিত বর্মন, আমরা বাঙালির নিরোদচন্দ্র অধিকারী, কামতাপুর পিপুলস পার্টি (ইউনাইটেড) মানবেন্দ্র রায়, বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়, সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন, তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়, এসইউসি'র রামপ্রসাদ মণ্ডল, বহুজন সমাজ পার্টির বিনোদ মল্লিক। এখানে মোট চারজন নির্দল প্রার্থীও তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৷ তাঁরা হলেন হরেকৃষ্ণ সরকার, নির্দল প্রার্থী মহেশ্বর বর্মন, রবীন্দ্রনাথ রায়, অধির চন্দ্র বর্মন ৷ আজ বৃহস্পতিবার মনোনয়ন স্ক্রুটনির দিন ৷ আগামী 29 ও 30 তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ বলে কমিশন জানিয়েছে।
পাশাপাশি কোচবিহার লোকসভা কেন্দ্রে 15 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বহুজন সমাজ পার্টির পুর্ন মোহন বর্মন, তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নিতীশ চন্দ্র রায়, নির্দল প্রার্থী কমলেশ বর্মন, কামতাপুর পিপুলস পার্টি (ইউনাইটেড) প্রদীপ কুমার রায়, কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, এসইউসি প্রার্থী দিলীপ চন্দ্র বর্মন। এখানেও ছয় নির্দল প্রার্থী তাঁদের মনোনয়ন জমা করেছেন ৷ তাঁরা হলেন স্বপন মান্তা, অমল দাস, নবি বর্মন, হরেকৃষ্ণ সরকার, কিশোর রায়, ও উকিল বর্মন ৷
আরও পড়ুন
কুমন্তব্যের জেরে দিলীপকে শো-কজ কমিশনের, হিরণের বিরুদ্ধে রিপোর্ট তলব
প্রচারে সচিনের ছবি ব্যবহার করে বিধিভঙ্গ পাঠানের! কমিশনে দায়ের অভিযোগ