ETV Bharat / state

ছত্তিশগড়ে মৃত্যু মালদার 3 শ্রমিকের, নিহতদের পরিবারকে নগদ সাহায্য বিজেপি প্রার্থীর - Migrant Workers from Malda Died

Migrant Workers from Malda Died in Chhattisgarh: ছত্তিশগড়ে মৃত শ্রমিকদের পরিবারের নগদ সাহায্য নিয়ে পৌঁছে গেলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর ৷ তাও আবার নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার ঠিক 24 ঘণ্টা আগে ৷

ETV BHRAT
ETV BHRAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 7:15 PM IST

মৃত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে বিজেপি প্রার্থী খগেন মুর্মু

মালদা, 15 মার্চ: শনিবার বিকেল 3টের সময় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন ৷ সেই মুহূর্ত থেকে লাগু হবে নির্বাচনের আদর্শ আচরণবিধি ৷ আর তার 24 ঘণ্টা আগে মালদার মৃত তিন পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে নগদে আর্থিক সাহায্য করে এলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ তিনটি পরিবারের হাতে 5 হাজার টাকা করে তুলে দেন মালদা উত্তরের বিদায়ী সাংসদ ৷ যা নিয়ে স্থানীয় তৃণমূলের অভিযোগ, নির্বাচন ঘোষণা না হওয়ায় প্রকাশ্যে ভোট কিনছেন বিজেপি প্রার্থী ৷

ছত্তিশগড়ে শ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মালদা রতুয়ার বটতলা ও ফরিদপুর গ্রামের তিন জন ৷ আবদুর রহিম (41), কামাল হোসেন (26) এবং সরিফুল হক (32) ৷ রহিম এবং কামাল রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামের বাসিন্দা ৷ সরিফুল ছিলেন রতুয়া গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের বাসিন্দা ৷

এলাকার আরও কয়েকজনের সঙ্গে মাস তিনেক আগে ছত্তিশগড়ের রায়পুরে টাওয়ার নির্মাণের কাজে যান এই তিনজন ৷ গত বুধবার রাতে নাগাদ কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে পাঁচ কিলোমিটার দূরে বাজারে যাচ্ছিলেন ৷ সবজি কেনাই ছিল মূল উদ্দেশ্য ৷ মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটি পড়ে যায় একটি সেতুর নীচে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ৷ খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয় ৷ শুক্রবার রাতে দেহ তিনটি গ্রামে ফেরার কথা রয়েছে ৷

কিন্তু, আজ সেই খবর পেয়ে মৃতদের বাড়ি পৌঁছে যান বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ তিন শ্রমিকের পরিবারকেই সহানুভূতি জানান ৷ আর সবশেষে তিন পরিবারের সদস্যদের হাতে 5 হাজার টাকা করে নগদ তুলে দেন তিনি ৷ নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু না হওয়ায়, আইনি কোনও বাধাও নেই ৷ অভিযোগ উঠেছে, বিজেপি প্রার্থী সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন ৷ যা নিয়ে খগেন মুর্মু বলেন, "তিনজন পরিযায়ী শ্রমিক একসঙ্গে ভিনরাজ্যে মারা গিয়েছেন ৷ খুব দুর্ভাগ্যজনক ঘটনা৷ আজ আমরা ওই তিন শ্রমিকের বাড়িতে এসেছি ৷ প্রতিটি পরিবারের অবস্থা খুব করুণ৷ খুব গরিব৷ ওঁদের হঠাৎ মৃত্যুতে পরিবারগুলি অনাথ হয়ে গেল ৷"

রাজনীতির এত কচকচানি বোঝেন না আবদুর রহিমের স্ত্রী আমরিকা বিবি ৷ তিনি শুধু জানেন, তাঁর স্বামী আর নেই ৷ তিন ছেলেমেয়েকে মানুষ করার দায়িত্ব এবার সম্পূর্ণ তাঁর কাঁধে ৷ তিনি বলেন, "গত বুধবার বিকেলেও ওর সঙ্গে কথা হয়েছিল ৷ বাড়ির খবরাখবর নিয়েছিল ৷ শাশুড়ির সঙ্গে কথা বলেছিল ৷ সেদিন রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনার খবর পাই ৷ ও তো চলে গেল ৷ এবার তিনটে ছেলেমেয়েকে কীভাবে মানুষ করব জানি না ৷"

আরও পড়ুন:

  1. ভুল হলে সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাইব, মন্তব্য বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থীর
  2. বিধানসভায় রেকর্ড জয়, লোকসভায় ক্ষমা প্রার্থনা করে ভোট চাইবেন তৃণমূল প্রার্থী

মৃত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে বিজেপি প্রার্থী খগেন মুর্মু

মালদা, 15 মার্চ: শনিবার বিকেল 3টের সময় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন ৷ সেই মুহূর্ত থেকে লাগু হবে নির্বাচনের আদর্শ আচরণবিধি ৷ আর তার 24 ঘণ্টা আগে মালদার মৃত তিন পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে নগদে আর্থিক সাহায্য করে এলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ তিনটি পরিবারের হাতে 5 হাজার টাকা করে তুলে দেন মালদা উত্তরের বিদায়ী সাংসদ ৷ যা নিয়ে স্থানীয় তৃণমূলের অভিযোগ, নির্বাচন ঘোষণা না হওয়ায় প্রকাশ্যে ভোট কিনছেন বিজেপি প্রার্থী ৷

ছত্তিশগড়ে শ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মালদা রতুয়ার বটতলা ও ফরিদপুর গ্রামের তিন জন ৷ আবদুর রহিম (41), কামাল হোসেন (26) এবং সরিফুল হক (32) ৷ রহিম এবং কামাল রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামের বাসিন্দা ৷ সরিফুল ছিলেন রতুয়া গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের বাসিন্দা ৷

এলাকার আরও কয়েকজনের সঙ্গে মাস তিনেক আগে ছত্তিশগড়ের রায়পুরে টাওয়ার নির্মাণের কাজে যান এই তিনজন ৷ গত বুধবার রাতে নাগাদ কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে পাঁচ কিলোমিটার দূরে বাজারে যাচ্ছিলেন ৷ সবজি কেনাই ছিল মূল উদ্দেশ্য ৷ মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটি পড়ে যায় একটি সেতুর নীচে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ৷ খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয় ৷ শুক্রবার রাতে দেহ তিনটি গ্রামে ফেরার কথা রয়েছে ৷

কিন্তু, আজ সেই খবর পেয়ে মৃতদের বাড়ি পৌঁছে যান বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ তিন শ্রমিকের পরিবারকেই সহানুভূতি জানান ৷ আর সবশেষে তিন পরিবারের সদস্যদের হাতে 5 হাজার টাকা করে নগদ তুলে দেন তিনি ৷ নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু না হওয়ায়, আইনি কোনও বাধাও নেই ৷ অভিযোগ উঠেছে, বিজেপি প্রার্থী সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন ৷ যা নিয়ে খগেন মুর্মু বলেন, "তিনজন পরিযায়ী শ্রমিক একসঙ্গে ভিনরাজ্যে মারা গিয়েছেন ৷ খুব দুর্ভাগ্যজনক ঘটনা৷ আজ আমরা ওই তিন শ্রমিকের বাড়িতে এসেছি ৷ প্রতিটি পরিবারের অবস্থা খুব করুণ৷ খুব গরিব৷ ওঁদের হঠাৎ মৃত্যুতে পরিবারগুলি অনাথ হয়ে গেল ৷"

রাজনীতির এত কচকচানি বোঝেন না আবদুর রহিমের স্ত্রী আমরিকা বিবি ৷ তিনি শুধু জানেন, তাঁর স্বামী আর নেই ৷ তিন ছেলেমেয়েকে মানুষ করার দায়িত্ব এবার সম্পূর্ণ তাঁর কাঁধে ৷ তিনি বলেন, "গত বুধবার বিকেলেও ওর সঙ্গে কথা হয়েছিল ৷ বাড়ির খবরাখবর নিয়েছিল ৷ শাশুড়ির সঙ্গে কথা বলেছিল ৷ সেদিন রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনার খবর পাই ৷ ও তো চলে গেল ৷ এবার তিনটে ছেলেমেয়েকে কীভাবে মানুষ করব জানি না ৷"

আরও পড়ুন:

  1. ভুল হলে সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাইব, মন্তব্য বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থীর
  2. বিধানসভায় রেকর্ড জয়, লোকসভায় ক্ষমা প্রার্থনা করে ভোট চাইবেন তৃণমূল প্রার্থী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.