কলকাতা, 5 জুলাই: শহর কলকাতায় চলল গুলি। লুটপাটে বাধা দিতে গেলে গুলি চালানোর ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানার অন্তর্গত লেক অ্যাভিনিউ এলাকার একটি বাড়িতে। জানা গিয়েছে, গতকাল রাতে লেক অ্যাভিনিউয়ের ওই বাড়িতে আচমকাই হানা দেয় তিন দুষ্কৃতী। তারা প্রথমেই বাড়িতে ঢুকে গৃহকর্তাকে প্রাণে মারার ভয় দেখায় ৷
এরপর এক দুষ্কৃতী আলমারির চাবি খুলে জিনিসপত্র বার করতে থাকে। সঙ্গে সঙ্গে গৃহকর্তা চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে তারা ভয় পেয়ে যায়। তিনজন যুবকের মধ্যে দু'জন সেখান থেকে বাইক চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অপর একজন যুবক সেই সময়ে পকেট থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় বলে অভিযোগ। যদিও এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা পুরো এলাকায় তল্লাশি চালায়।
এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় বলেন, "মোট তিনজনকে গ্রেফতার করেছি ৷ ধৃতদের আজ, শুক্রবার আদালতে তোলা হবে ৷ তাদের কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ পাশাপাশি রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা করছে পুলিশ। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "এখনও পর্যন্ত গুলি চলার কোনও প্রমাণ আমরা সেভাবে পাইনি। তবে গৃহকর্তার সঙ্গে পুলিশ কথা বলে জানতে পারে গতকাল রাতে যখন তিনি বাড়িতে একা ছিলেন সেই সময়ে আচমকায় তার কলিংবেল বাজানো হয় আর তিনি দরজা খুলে দেন।"
ওই পুলিশ আধিকারিক এই ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে আরও বলেন, "দরজা খুলেই ওই গৃহকর্তা দেখেন, তিন যুবক দাঁড়িয়ে রয়েছে। গৃহকর্তার অভিযোগ, তাঁকে ধাক্কা মেরে ঘরের ভিতরে ঢুকে যায় ওই তিন যুবক। ঘটনার পর স্থানীয় টালিগঞ্জ থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং ঘটনাস্থলের ভিডিয়োগ্রাফি করে। মূলত, তারা ওই বাড়িতে কি শুধুই লুটপাট চালাতে এসেছিল নাকি অন্যকোনও কারণ রয়েছে ৷ তা নিয়ে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা।" ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, যে এলাকায় গুলি চলেছে, তা যথেষ্ট জনবহুল। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্তরা গৃহকর্তার চেনা কেউ ৷
সম্পর্ক শেষ করতে চাপ দিত তরুণী, লেক গার্ডেন্সের ঘটনায় অনুমান তদন্তকারীদের