ETV Bharat / state

সন্দেশখালির রেশ ! 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই উত্তর 24 পরগনায়

21 companies out of 150 are central forces in North 24 Parganas: লোকসভা ভোটের জন্য প্রথম দফায় রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ আর সেই মতো বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে চূড়ান্ত হয়ে গেল সেই বাহিনী মোতায়নের নীল নকশা। আগামী 7 মার্চের মধ্যেই রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 8:51 PM IST

Updated : Feb 28, 2024, 9:48 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: লোকসভা ভোটে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্লু-প্রিন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন ৷ কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর 24 পরগনা জেলায় ৷ এরপরই কলকাতায় 10 কোম্পানি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ কমিশন সূত্রে খবর, পুলিশ জেলা ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

কমিশন সূত্রে খবর, লোকসভা ভোটের জন্য প্রথম দফায় রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ আর সেই মতো বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে চূড়ান্ত হয়ে গেল সেই বাহিনী মোতায়নের নীল নকশা। আগামী 7 মার্চের মধ্যেই রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর এই বাহিনীকে রাজ্যের কোন কোন এলাকায় মোতায়ন করা হবে তা নিয়েই এদিন বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব। সেই মতো কোথায় কত কোম্পানি মোতায়েন করা হবে তার তালিকাও সম্পূর্ণ হয়ে গিয়েছে। সবথেকে বেশি কোম্পানি মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনাতে ৷ এছাড়াও 35টি পুলিশ জেলার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে এই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কমিশনের তরফে জানানো হয়েছে, উত্তর 24 পরগনায় মোট 21 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ এর মধ্যে বারাসতে তিন কোম্পানি, বনগাঁয় তিন, ব্যারাকপুরে ছয় কোম্পানি, বসিরহাটে পাঁচ কোম্পানি, বিধাননগরে চার কোম্পানি কোন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ এছাড়াও দক্ষিণ 24 পরগনায় নয় কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন ৷ এর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় তিন কোম্পানি, ডায়মন্ডহারবারে তিন কোম্পানি এবং বারুইপুরে তিন কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷

লোকসবা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি ৷ তার আগেই চলে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাহিনী আসছে দুই দফায়। প্রথম 100 কোম্পানি রাজ্যে প্রবেশ করা শুরু করবে 1 মার্চ থেকে এবং পরের ধাপে 7 মার্চ থেকে আরও 50 কোম্পানি আসা শুরু হয়ে যাবে। এই পর্বে সর্বাধিক বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসত, বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলিয়ে ওই জেলায় মোট 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

কলকাতায় 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে। এছাড়াও মালদা 7, মুর্শিদাবাদ 4, জঙ্গিপুর 4, কৃষ্ণনগর 4, রানাঘাট 4, হাওড়া 6, হাওড়া গ্রামীণ 3, দার্জিলিং 5 , শিলিগুড়ি 2, কলিংপং 2, কোচ বিহার 5, আলিপুরদুয়ার 3, জলপাইগুড়ি 4, ইসলামপুর 3, রায়গঞ্জ 4, দক্ষিণ দিনাজপুর 4, হুগলি 4, চন্দননগর 5, পূর্ব মেদিনীপুর 7, পূর্ব বর্ধমান 4, আসানসোল দুর্গাপুর 6, পশ্চিম মেদিনীপুর 5, ঝাড়গ্রাম 3, বাঁকুড়া 4, পুরুলিয়া 4 এবং বীরভূমে 4 কোম্পানি মোতায়ন করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, আইনশৃঙ্খলা রক্ষার থেকেও ভোটারদের মধ্যে আস্থা তৈরি করার জন্যেই মূলত কাজ করবে। বাহিনী মোতায়েনের ক্ষেত্রে রেভিনিউ ডিস্ট্রিক্ট নয় পুলিশ ডিস্ট্রিক্ট হিসেবে মোতায়ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের 35টি পুলিশ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কোন জেলা কতবড় এবং কোন জেলায় কতজন ভোটার রয়েছে সেই অনুপাতে মোতায়ন করা হচ্ছে বাহিনী। আজকের এই বৈঠকে সিইও ছাড়াও উপস্থিত ছিলেন সিআরপিএফ এর ডিজি বিকে শর্মা, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং জেলা আধিকারিকরা।

আরও পড়ুন:

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, বৃহস্পতিতে 400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস

বহাল আগের শর্ত, শুভেন্দুকে ফের সন্দেশখালি যেতে অনুমতি হাইকোর্টের

কলকাতা, 28 ফেব্রুয়ারি: লোকসভা ভোটে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্লু-প্রিন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন ৷ কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর 24 পরগনা জেলায় ৷ এরপরই কলকাতায় 10 কোম্পানি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ কমিশন সূত্রে খবর, পুলিশ জেলা ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

কমিশন সূত্রে খবর, লোকসভা ভোটের জন্য প্রথম দফায় রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ আর সেই মতো বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে চূড়ান্ত হয়ে গেল সেই বাহিনী মোতায়নের নীল নকশা। আগামী 7 মার্চের মধ্যেই রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর এই বাহিনীকে রাজ্যের কোন কোন এলাকায় মোতায়ন করা হবে তা নিয়েই এদিন বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব। সেই মতো কোথায় কত কোম্পানি মোতায়েন করা হবে তার তালিকাও সম্পূর্ণ হয়ে গিয়েছে। সবথেকে বেশি কোম্পানি মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনাতে ৷ এছাড়াও 35টি পুলিশ জেলার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে এই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কমিশনের তরফে জানানো হয়েছে, উত্তর 24 পরগনায় মোট 21 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ এর মধ্যে বারাসতে তিন কোম্পানি, বনগাঁয় তিন, ব্যারাকপুরে ছয় কোম্পানি, বসিরহাটে পাঁচ কোম্পানি, বিধাননগরে চার কোম্পানি কোন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ এছাড়াও দক্ষিণ 24 পরগনায় নয় কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন ৷ এর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় তিন কোম্পানি, ডায়মন্ডহারবারে তিন কোম্পানি এবং বারুইপুরে তিন কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷

লোকসবা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি ৷ তার আগেই চলে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাহিনী আসছে দুই দফায়। প্রথম 100 কোম্পানি রাজ্যে প্রবেশ করা শুরু করবে 1 মার্চ থেকে এবং পরের ধাপে 7 মার্চ থেকে আরও 50 কোম্পানি আসা শুরু হয়ে যাবে। এই পর্বে সর্বাধিক বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসত, বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলিয়ে ওই জেলায় মোট 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

কলকাতায় 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে। এছাড়াও মালদা 7, মুর্শিদাবাদ 4, জঙ্গিপুর 4, কৃষ্ণনগর 4, রানাঘাট 4, হাওড়া 6, হাওড়া গ্রামীণ 3, দার্জিলিং 5 , শিলিগুড়ি 2, কলিংপং 2, কোচ বিহার 5, আলিপুরদুয়ার 3, জলপাইগুড়ি 4, ইসলামপুর 3, রায়গঞ্জ 4, দক্ষিণ দিনাজপুর 4, হুগলি 4, চন্দননগর 5, পূর্ব মেদিনীপুর 7, পূর্ব বর্ধমান 4, আসানসোল দুর্গাপুর 6, পশ্চিম মেদিনীপুর 5, ঝাড়গ্রাম 3, বাঁকুড়া 4, পুরুলিয়া 4 এবং বীরভূমে 4 কোম্পানি মোতায়ন করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, আইনশৃঙ্খলা রক্ষার থেকেও ভোটারদের মধ্যে আস্থা তৈরি করার জন্যেই মূলত কাজ করবে। বাহিনী মোতায়েনের ক্ষেত্রে রেভিনিউ ডিস্ট্রিক্ট নয় পুলিশ ডিস্ট্রিক্ট হিসেবে মোতায়ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের 35টি পুলিশ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কোন জেলা কতবড় এবং কোন জেলায় কতজন ভোটার রয়েছে সেই অনুপাতে মোতায়ন করা হচ্ছে বাহিনী। আজকের এই বৈঠকে সিইও ছাড়াও উপস্থিত ছিলেন সিআরপিএফ এর ডিজি বিকে শর্মা, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং জেলা আধিকারিকরা।

আরও পড়ুন:

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, বৃহস্পতিতে 400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস

বহাল আগের শর্ত, শুভেন্দুকে ফের সন্দেশখালি যেতে অনুমতি হাইকোর্টের

Last Updated : Feb 28, 2024, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.