ETV Bharat / state

জলের তোড়ে ভাঙল দুই জেলার সংযোগকারী বাঁশের সেতু, ঝুঁকি নিয়ে নৌকায় চলছে যাতায়াত - Bamboo Bridge Floats Away - BAMBOO BRIDGE FLOATS AWAY

Bridge Collapse at Khanakul: টানা ভারী বৃষ্টিতে খানাকুলে ভেঙে গেল বাঁশের সেতু ৷ এই অবস্থায় ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করছে সাধারণ মানুষ ।

Hooghly News
সেতু ভেঙে যাওয়ায় নৌকায় চলছে ঝুঁকির যাতায়াত (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 10:02 PM IST

খানাকুল, 3 অগস্ট: জল বাড়তে না বাড়তেই ভেঙে যাচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ সেতু । মহা ফাঁপরে সাধারণ মানুষ । শনিবার জলের তোড়ে হুগলি ও মেদিনীপুর জেলার সংযোগকারী শেষ সেতুটিও ভেঙে গেল এবার । ভোগান্তির মুখে পড়েছে দুই জেলার বাসিন্দারা । পাশাপশি দুশ্চিন্তা বাড়ছে সকলেরই ৷

জলের তোড়ে ভেঙে গেল বাঁশের সেতু (ইটিভি ভারত)

টানা বৃষ্টিতে ক্রমে জলের চাপ বাড়ছে নদীগুলিতে । একের পর এক বাঁশের সেতু ভেঙে যাচ্ছে । যার ফলে খেয়ার মাধ্যমে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত । সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । এবার পানশিউলি ও কৈঝুড়ির মধ্যস্থিত বাঁশের সেতুটি জলের তোড়ে ভেঙে গেল । এটি হুগলি ও মেদিনীপুর জেলার সংযোগকারী অপর এক প্রধান সেতু । শুক্রবারই এই দুই জেলার সংযোগকারী গড়েরঘাট ও যতকানুরামগড় সেতুটি ভেঙে যায় ।

পানশিউলিতে আরও একটি বাঁশের সেতু আছে । যেটি হাওড়া ও হুগলি জেলার সংযোগকারী সেতু । সেটিও প্রায় নড়বড় করছে বলেই জানা গিয়েছে । জলের চাপ একটু বাড়লেই ভেঙে যেতে পারে । এমতাবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ । পানশিউলিতে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদী মিলিত হয়েছে । ফলে এই সেতুর উপর নির্ভর করে থাকে বহু মানুষ ৷ এটি ভেঙে যাওয়ার ফলে চরম দুর্ভোগে পড়েছে তারা ।

সঠিক মেরামতির অভাবেই বারংবার সেতুগুলি ভেঙে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের । বারবার কংক্রিটের সেতু বানানোর আবেদন জানালেও শোনা হচ্ছে না তাঁদের কথা । ফলস্বরূপ প্রতি বছরই প্রায় এই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের । বর্ষা এলেই ভেঙে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ সেতুগুলি । এর জেরে বাচ্চা থেকে বৃদ্ধ সকলকেই ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে । নিত্য যাতায়াতকারী কিছু মানুষের বক্তব্য নৌকাতে পারাপারের কারণে সঠিক সময়ে মানুষ তাঁর গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন । পাশাপাশি কৈঝুড়ি গ্রামের সকল মানুষ পানশিউলিতে আসেন নিত্য প্রয়োজনে । এই খেয়া পারাপারের যেতে তাঁদের সকলকেই অসুবিধার মুখে পড়তে হচ্ছে । প্রতি বছরের এই ভোগান্তিতে একরকম নাজেহাল সকলেই ।

খানাকুল, 3 অগস্ট: জল বাড়তে না বাড়তেই ভেঙে যাচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ সেতু । মহা ফাঁপরে সাধারণ মানুষ । শনিবার জলের তোড়ে হুগলি ও মেদিনীপুর জেলার সংযোগকারী শেষ সেতুটিও ভেঙে গেল এবার । ভোগান্তির মুখে পড়েছে দুই জেলার বাসিন্দারা । পাশাপশি দুশ্চিন্তা বাড়ছে সকলেরই ৷

জলের তোড়ে ভেঙে গেল বাঁশের সেতু (ইটিভি ভারত)

টানা বৃষ্টিতে ক্রমে জলের চাপ বাড়ছে নদীগুলিতে । একের পর এক বাঁশের সেতু ভেঙে যাচ্ছে । যার ফলে খেয়ার মাধ্যমে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত । সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । এবার পানশিউলি ও কৈঝুড়ির মধ্যস্থিত বাঁশের সেতুটি জলের তোড়ে ভেঙে গেল । এটি হুগলি ও মেদিনীপুর জেলার সংযোগকারী অপর এক প্রধান সেতু । শুক্রবারই এই দুই জেলার সংযোগকারী গড়েরঘাট ও যতকানুরামগড় সেতুটি ভেঙে যায় ।

পানশিউলিতে আরও একটি বাঁশের সেতু আছে । যেটি হাওড়া ও হুগলি জেলার সংযোগকারী সেতু । সেটিও প্রায় নড়বড় করছে বলেই জানা গিয়েছে । জলের চাপ একটু বাড়লেই ভেঙে যেতে পারে । এমতাবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ । পানশিউলিতে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদী মিলিত হয়েছে । ফলে এই সেতুর উপর নির্ভর করে থাকে বহু মানুষ ৷ এটি ভেঙে যাওয়ার ফলে চরম দুর্ভোগে পড়েছে তারা ।

সঠিক মেরামতির অভাবেই বারংবার সেতুগুলি ভেঙে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের । বারবার কংক্রিটের সেতু বানানোর আবেদন জানালেও শোনা হচ্ছে না তাঁদের কথা । ফলস্বরূপ প্রতি বছরই প্রায় এই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের । বর্ষা এলেই ভেঙে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ সেতুগুলি । এর জেরে বাচ্চা থেকে বৃদ্ধ সকলকেই ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে । নিত্য যাতায়াতকারী কিছু মানুষের বক্তব্য নৌকাতে পারাপারের কারণে সঠিক সময়ে মানুষ তাঁর গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন । পাশাপাশি কৈঝুড়ি গ্রামের সকল মানুষ পানশিউলিতে আসেন নিত্য প্রয়োজনে । এই খেয়া পারাপারের যেতে তাঁদের সকলকেই অসুবিধার মুখে পড়তে হচ্ছে । প্রতি বছরের এই ভোগান্তিতে একরকম নাজেহাল সকলেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.