ETV Bharat / state

টানা 12 ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি দুর্গাপুর, উদ্ধারে নামানো হল নৌকা - Flood threat in Durgapur

Flood threat in Durgapur: টানা 12 ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি দুর্গাপুরের কয়েক হাজার মানুষ ৷ তাঁদের উদ্ধারের ব্যবস্থা করছে প্রশাসন ৷ দুর্গাপুর সংলগ্ন বিভিন্ন নদী বিপদসীমার উপরে বইছে ৷ কয়েক হাজার জলবন্দিকে উদ্ধারে নামানো হয়েছে নৌকা ৷

ETV BHARAT
টানা 12 ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি দুর্গাপুর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 3:34 PM IST

Updated : Aug 2, 2024, 7:17 PM IST

দুর্গাপুর, 2 অগস্ট: চারিদিকে শুধু জল আর জল ৷ খেলার মাঠ যেন বিরাট পুকুর ৷ বাড়ির ভেতরে জমা জলে মাছ খেলে বেড়াচ্ছে ৷ জল থৈ থৈ করছে স্কুলে ৷ নাগাড়ে 12 ঘণ্টার বৃষ্টির জেরে এই জলছবি দুর্গাপুরে ৷ বিভিন্ন ওয়ার্ডে জলবন্দি কয়েক হাজার মানুষ । ভেঙেছে গাছ, কাঁচা বাড়ি ৷ নদী বইছে বিপদসীমার উপর দিয়ে ৷

টানা 12 ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি দুর্গাপুর, উদ্ধারে নামানো হল নৌকা (নিজস্ব ভিডিয়ো)

দুর্গাপুর নগর নিগমের রাতুড়িয়া, অঙ্গদপুর, কাদারোড, 54 ফুট, তপোবন সিটি, শ্রীনগর পল্লি-সহ বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে ঢুকেছে জল । রাস্তাঘাট ডুবে গিয়েছে । জলবন্দি মানুষকে উদ্ধার করা হচ্ছে বলে জানালেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় । বিভিন্ন জায়গায় প্রচুর গাছ পড়েছে, প্রাচীর এবং কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ৷ হতাহতের কোনও খবর নেই ।

তবে সম্পূর্ণ ভেঙে পড়েছে দুর্গাপুরের নিকাশি ব্যবস্থা । দুর্গাপুরের 13 নম্বর ওয়ার্ডের কাদা রোডে জলে ডুবে গিয়েছে গোটা এলাকা । কুনুর নদ-সহ অন্যান্য নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে । জলবন্দি মানুষেরা আতঙ্কিত । দুর্গাপুর নগর নিগমের 24 ও 25 নম্বর ওয়ার্ডেও জলবন্দি দশায় আতঙ্কের প্রহর গুনছেন মানুষ ৷

প্রবল বৃষ্টিতে জল বাড়ছে সমস্ত নদীতে । ফুঁসছে কুনুর নদও । কুনুরের জলে জলমগ্ন কাঁকসার কুলডিহার শ্মশান-সহ আশপাশের একাধিক জমি । বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সমানে চলছে বৃষ্টি । এই বৃষ্টিতে ক্রমশ বাড়ছে কুনুর নদের জলের স্তর । কুলডিহার কুনুর নদের ব্রিজের এবং ধবনীর ব্রিজের সমান উচ্চতায় বইছে জল । ধবনী, আকন্দারা, মলানদিঘি-সহ কাঁকসা এবং পূর্ব বর্ধমানের বহু এলাকার চাষের জমিও এখন কুনুর নদের জলের তলায় ।

দুর্গাপুরে সবচেয়ে খারাপ অবস্থা 13 নম্বর ওয়ার্ডের মেনগেট এলাকার । এই এলাকার তামলা নালা একসময় দুর্গাপুরের একটি বড় অংশের জল নিকাশি নালা হিসাবে ব্যবহার হয়ে এসেছে । বর্ষার সময় দুর্গাপুরের বহু অংশের জল এই নালায় এসে পড়ে এবং তারপর সেই জল গিয়ে মেশে দামোদর নদে ।তার জন্য তামলা নালার সঙ্গে দামোদরের মিলনস্থলে গেট করা আছে । অভিযোগ, সেই গেট খোলা হয়নি সেচ দফতরের পক্ষ থেকে । যে কারণে তামলা নালার জল উপচে কয়েকশো বাড়িতে ঢুকে পড়েছে ।

এদিন ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্যা রাখি তিওয়ারি এবং সকাল থেকেই এই ওয়ার্ডে উপস্থিত ছিলেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য ধর্মেন্দ্র যাদব । জলমগ্ন এলাকা নিয়ে তাঁর প্রতিক্রিয়া দিতে গিয়ে ধর্মেন্দ্র যাদব এই বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বলে সমালোচনা করেন ।

দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দুটি স্পিডবোট নামানো হয় উদ্ধারকাজের জন্য । জলবন্দি মানুষদের উদ্ধার করে একটি স্কুলে রাখা হয় । দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা ছাড়াও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জরুরি ওষুধপত্র এবং পানীয় জলের ব্যবস্থা করা হয় ।

জলবন্দি এলাকার বাসিন্দারা দুর্গাপুর নগর নিগমের প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন । তাঁদের অভিযোগ, জলযন্ত্রণায় তাঁরা জেরবার হলেও পুর প্রতিনিধিদের এখনও দেখা মেলেনি ৷ তবে ইটিভি ভারতকে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়ের ফোনে জানালেন, "আমি সমস্ত এলাকায় যাব । জলবন্দি মানুষদের উদ্ধার করে অন্যত্র সরানো হবে । তাঁদের আগে এই বিপদ থেকে বাঁচাতে হবে ।"

তিনি আশ্বাস দিলেও, এইভাবে বৃষ্টি চলতে থাকলে বহু চাষের জমি প্লাবিত হতে পারে এবং বহু এলাকায় জল ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । সকাল থেকেই নদীর তীরবর্তী এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতর, পুলিশ ও জেলা প্রশাসন ।

দুর্গাপুর, 2 অগস্ট: চারিদিকে শুধু জল আর জল ৷ খেলার মাঠ যেন বিরাট পুকুর ৷ বাড়ির ভেতরে জমা জলে মাছ খেলে বেড়াচ্ছে ৷ জল থৈ থৈ করছে স্কুলে ৷ নাগাড়ে 12 ঘণ্টার বৃষ্টির জেরে এই জলছবি দুর্গাপুরে ৷ বিভিন্ন ওয়ার্ডে জলবন্দি কয়েক হাজার মানুষ । ভেঙেছে গাছ, কাঁচা বাড়ি ৷ নদী বইছে বিপদসীমার উপর দিয়ে ৷

টানা 12 ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি দুর্গাপুর, উদ্ধারে নামানো হল নৌকা (নিজস্ব ভিডিয়ো)

দুর্গাপুর নগর নিগমের রাতুড়িয়া, অঙ্গদপুর, কাদারোড, 54 ফুট, তপোবন সিটি, শ্রীনগর পল্লি-সহ বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে ঢুকেছে জল । রাস্তাঘাট ডুবে গিয়েছে । জলবন্দি মানুষকে উদ্ধার করা হচ্ছে বলে জানালেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় । বিভিন্ন জায়গায় প্রচুর গাছ পড়েছে, প্রাচীর এবং কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ৷ হতাহতের কোনও খবর নেই ।

তবে সম্পূর্ণ ভেঙে পড়েছে দুর্গাপুরের নিকাশি ব্যবস্থা । দুর্গাপুরের 13 নম্বর ওয়ার্ডের কাদা রোডে জলে ডুবে গিয়েছে গোটা এলাকা । কুনুর নদ-সহ অন্যান্য নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে । জলবন্দি মানুষেরা আতঙ্কিত । দুর্গাপুর নগর নিগমের 24 ও 25 নম্বর ওয়ার্ডেও জলবন্দি দশায় আতঙ্কের প্রহর গুনছেন মানুষ ৷

প্রবল বৃষ্টিতে জল বাড়ছে সমস্ত নদীতে । ফুঁসছে কুনুর নদও । কুনুরের জলে জলমগ্ন কাঁকসার কুলডিহার শ্মশান-সহ আশপাশের একাধিক জমি । বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সমানে চলছে বৃষ্টি । এই বৃষ্টিতে ক্রমশ বাড়ছে কুনুর নদের জলের স্তর । কুলডিহার কুনুর নদের ব্রিজের এবং ধবনীর ব্রিজের সমান উচ্চতায় বইছে জল । ধবনী, আকন্দারা, মলানদিঘি-সহ কাঁকসা এবং পূর্ব বর্ধমানের বহু এলাকার চাষের জমিও এখন কুনুর নদের জলের তলায় ।

দুর্গাপুরে সবচেয়ে খারাপ অবস্থা 13 নম্বর ওয়ার্ডের মেনগেট এলাকার । এই এলাকার তামলা নালা একসময় দুর্গাপুরের একটি বড় অংশের জল নিকাশি নালা হিসাবে ব্যবহার হয়ে এসেছে । বর্ষার সময় দুর্গাপুরের বহু অংশের জল এই নালায় এসে পড়ে এবং তারপর সেই জল গিয়ে মেশে দামোদর নদে ।তার জন্য তামলা নালার সঙ্গে দামোদরের মিলনস্থলে গেট করা আছে । অভিযোগ, সেই গেট খোলা হয়নি সেচ দফতরের পক্ষ থেকে । যে কারণে তামলা নালার জল উপচে কয়েকশো বাড়িতে ঢুকে পড়েছে ।

এদিন ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্যা রাখি তিওয়ারি এবং সকাল থেকেই এই ওয়ার্ডে উপস্থিত ছিলেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য ধর্মেন্দ্র যাদব । জলমগ্ন এলাকা নিয়ে তাঁর প্রতিক্রিয়া দিতে গিয়ে ধর্মেন্দ্র যাদব এই বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বলে সমালোচনা করেন ।

দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দুটি স্পিডবোট নামানো হয় উদ্ধারকাজের জন্য । জলবন্দি মানুষদের উদ্ধার করে একটি স্কুলে রাখা হয় । দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা ছাড়াও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জরুরি ওষুধপত্র এবং পানীয় জলের ব্যবস্থা করা হয় ।

জলবন্দি এলাকার বাসিন্দারা দুর্গাপুর নগর নিগমের প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন । তাঁদের অভিযোগ, জলযন্ত্রণায় তাঁরা জেরবার হলেও পুর প্রতিনিধিদের এখনও দেখা মেলেনি ৷ তবে ইটিভি ভারতকে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়ের ফোনে জানালেন, "আমি সমস্ত এলাকায় যাব । জলবন্দি মানুষদের উদ্ধার করে অন্যত্র সরানো হবে । তাঁদের আগে এই বিপদ থেকে বাঁচাতে হবে ।"

তিনি আশ্বাস দিলেও, এইভাবে বৃষ্টি চলতে থাকলে বহু চাষের জমি প্লাবিত হতে পারে এবং বহু এলাকায় জল ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । সকাল থেকেই নদীর তীরবর্তী এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতর, পুলিশ ও জেলা প্রশাসন ।

Last Updated : Aug 2, 2024, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.