কলকাতা, 13 মার্চ: রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে উন্নত করতে নয়া পদক্ষেপ পরিবহণ দফতরের ৷ ট্রাফিক আইন লঙ্ঘকারী গাড়িগুলিকে চিহ্নিত করতে পথে নামানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এই ইন্টারসেপ্টার ভেহিকেল ৷ বুধবার কসবা পরিবহণ ভবনে এই রকম 10টি গাড়ির উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ।
সমস্ত গাড়ি আইন মেনে চলছে কি না তা নিশ্চত করতে মাঝেমধ্যেই পরিবহণ দফতরের এনফোর্সমেন্ট বিভাগ নজরদারি চালায়। এবার ট্রাফিক আইন বলবৎ করতে আরও কঠোর হল রাজ্য পরিবহণ বিভাগ। সমস্ত গাড়িকে মেনে চলতে হবে ট্রাফিক নিয়ম । নাগরিকরা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছে কি না তা দেখতে আগে এনফোর্সমেন্ট বিভাগ সাধারণ গাড়ি ব্যবহার করত । তবে এবার এই কাজের জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক স্করপিও গাড়ি ৷ ইতিমধ্যেই 10টি গাড়ি কেনা হয়েছে ৷ সবকটি জেলায় একটি করে গাড়ি পাঠানো হবে। গাড়িগুলো মহারাষ্ট্র থেকে আনা হয়েছে। আন্তর্জাতিক মানের যন্ত্র-সহ এক একটি গাড়ির জন্য খরচ পড়েছে প্রায় 22 লক্ষ টাকা।
রাস্তায় কোনও গাড়ি ট্রাফিক আইন না মানলে খুব সহজেই সেই গাড়িটি চিহ্নিত করবে এই ইন্টারসেপ্টার ভেহিকেল ৷ এই ভেহিকেলর মধ্যে থাকবে একটি বিশেষ যন্ত্র ৷ যার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়ির নম্বর -সহ একটি প্রিন্ট করা রসিদ বেরিয়ে আসবে ৷ গাড়ির মালিককে ই- চালান পাঠানো হবে । ট্রাফিক সিগন্যাল অমান্য করা থেকে শুরু করে ওভার স্পিড ও বার বার লেন পরিবর্তন, ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সিগন্যাল না মানা এই সবই ধরা পড়বে ইন্টারসেপ্টার ভেহিকেলে থাকা ক্যামেরায়।
এই প্রসঙ্গেই পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "এনফোর্সমেন্ট বিভাগের কাছে এই ধরনের গাড়ি আগে ছিল না। আজ এই গাড়িগুলি মোটর ভেহিকেল আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে । আগে অন্যান্য দফতর থেকে গাড়ি নিয়ে তাঁদের চালাতে হতো । তবে এবার আর সেটা করতে হবে না ।" কসবার অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার সুরজিৎ চট্টোপাধ্যায় জানান, যে এই গাড়িতে স্পিড লেজার গান থেকে শুরু করে অগ্নিনির্বাপন ব্যবস্থা, ফিল্ম মিটার ক্যামেরা সবকিছুই বসানো রয়েছে ৷ যার মাধ্যমে সহজেই চিহ্নিত করা যাবে ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়িগুলিকে চিহ্নিত করা হবে ৷
আরও পড়ুন: