ETV Bharat / sports

টি-20'তে 344 রান, ভারতের নজির ভেঙে রেকর্ডের ফুলঝুরি জিম্বাবোয়ের

বিশ্বকাপ কোয়ালিফায়ারে নজিরের ফুলঝুরি জিম্বাবোয়ের ৷ ম্লান হল টিম ইন্ডিয়ার রেকর্ডও ৷ কী কী রেকর্ড ভাঙল জিম্বাবোয়ের পারফরম্যান্সে?

ZIMBABWE CRICKET TEAM
ফাইল ছবি (GETTY IMAGE)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 24, 2024, 1:03 PM IST

নাইরোবি, 24 অক্টোবর: এর আগে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বাধিক রানের নজির ছিল নেপালের ৷ গতবছর মঙ্গোলিয়ার বিরুদ্ধে 20 ওভারে 314 রান তুলেছিল ভারতের পড়শি দেশ ৷ তবে টেস্ট খেলিয়ে দেশগুলোর কেউই বুধবারের আগে কুড়ি-বিশের ক্রিকেটে তিনশো রানের গণ্ডি টপকাতে পারেনি ৷ চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে সর্বাধিক 297 রান হাঁকিয়েছিল টিম ইন্ডিয়া ৷ শনিবার চুকেবুকে গেল সেই সমস্ত রেকর্ড ৷ আফ্রিকার উপ-আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বে গাম্বিয়ার বিরুদ্ধে 344 রান তুলে বিশ্বরেকর্ড গড়ল জিম্বাবোয়ে ৷

শুধুই কি সর্বাধিক রান? এদিন বিশ্বকাপ যোগ্যতা অর্জনে জিম্বাবোয়ে ক্রিকেটারদের পারফরম্য়ান্সে ফিকে হল একগুচ্ছ রেকর্ড ৷ জিম্বাবোয়ের পাহাড়প্রমাণ রানের জবাবে গাম্বিয়া অলআউট হয়ে গেল মাত্র 54 রানে ৷ 290 রানে সিকন্দর রাজা নেতৃত্বাধীন দলের জয় আন্তর্জাতিক টি-20 তো বটেই, টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে জয় ৷ একনজরে জিম্বাবোয়ের রেকর্ড-

আন্তর্জাতিক টি-20'তে সর্বাধিক রান: নেপালের 314 রানের নজির টপকে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বাধিক 344 রানের নজির গড়ল জিম্বাবোয়ে ৷ টেস্ট খেলিয়ে দেশ হিসেবে ভারতের 297 রানের নজিরও এদিন ভেঙে গেল ৷

দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি: গাম্বিয়ার বিরুদ্ধে এদিন নাইরোবিতে 33 বলে শতরান হাঁকান জিম্বাবোয়ে অধিনায়ক সিকন্দর রাজা ৷ যা আন্তর্জাতিক টি-20'তে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম শতরানের নজির ৷ নামিবিয়ার জ্যান নিকোলের ঝুলিতেও রয়েছে 33 বলে সেঞ্চুরির নজির ৷ তবে দ্রুততম হিসেবে 27 বলে শতরানের রেকর্ড রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের ৷ এদিনের ম্যাচে 43 বলে 133 রানে অপরাজিত থাকেন রাজা ৷

ইনিংসে সর্বাধিক ছক্কা-চারের রেকর্ড: স্কোরবোর্ডে 344 রান তোলার পথে এদিন ইনিংসে 27টি ছক্কা হাঁকান জিম্বাবোয়ে ব্য়াটাররা ৷ বাউন্ডারি মারেন 30টি ৷ আন্তর্জাতিক টি-20'তে যা সর্বাধিক ৷

চার ব্যাটারের অর্ধশতরান: এদিন চার-চারজন জিম্বাবোয়ে ব্য়াটার গাম্বিয়ার বিরুদ্ধে 50 বা তার বেশি রানের ইনিংস খেলেন ৷ এটিও একটি রেকর্ড ৷ আন্তর্জাতিক টি20 ক্রিকেটে একটি দলের চার ব্যাটারের এই নজির আগে ছিল না ৷

সর্বাধিক রানে জয়: জিম্বাবোয়ের 344 রানের জবাবে মাত্র 54 রানে শেষ হয়ে যায় গাম্বিয়ার ইনিংস ৷ জিম্বাবোয়ে জেতে 290 রানে ৷ যা অন্তর্জাতিক কুড়ি-বিশের ক্রিকেটে সর্বাধিক ব্যবধানে জয় ৷

নাইরোবি, 24 অক্টোবর: এর আগে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বাধিক রানের নজির ছিল নেপালের ৷ গতবছর মঙ্গোলিয়ার বিরুদ্ধে 20 ওভারে 314 রান তুলেছিল ভারতের পড়শি দেশ ৷ তবে টেস্ট খেলিয়ে দেশগুলোর কেউই বুধবারের আগে কুড়ি-বিশের ক্রিকেটে তিনশো রানের গণ্ডি টপকাতে পারেনি ৷ চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে সর্বাধিক 297 রান হাঁকিয়েছিল টিম ইন্ডিয়া ৷ শনিবার চুকেবুকে গেল সেই সমস্ত রেকর্ড ৷ আফ্রিকার উপ-আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বে গাম্বিয়ার বিরুদ্ধে 344 রান তুলে বিশ্বরেকর্ড গড়ল জিম্বাবোয়ে ৷

শুধুই কি সর্বাধিক রান? এদিন বিশ্বকাপ যোগ্যতা অর্জনে জিম্বাবোয়ে ক্রিকেটারদের পারফরম্য়ান্সে ফিকে হল একগুচ্ছ রেকর্ড ৷ জিম্বাবোয়ের পাহাড়প্রমাণ রানের জবাবে গাম্বিয়া অলআউট হয়ে গেল মাত্র 54 রানে ৷ 290 রানে সিকন্দর রাজা নেতৃত্বাধীন দলের জয় আন্তর্জাতিক টি-20 তো বটেই, টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে জয় ৷ একনজরে জিম্বাবোয়ের রেকর্ড-

আন্তর্জাতিক টি-20'তে সর্বাধিক রান: নেপালের 314 রানের নজির টপকে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বাধিক 344 রানের নজির গড়ল জিম্বাবোয়ে ৷ টেস্ট খেলিয়ে দেশ হিসেবে ভারতের 297 রানের নজিরও এদিন ভেঙে গেল ৷

দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি: গাম্বিয়ার বিরুদ্ধে এদিন নাইরোবিতে 33 বলে শতরান হাঁকান জিম্বাবোয়ে অধিনায়ক সিকন্দর রাজা ৷ যা আন্তর্জাতিক টি-20'তে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম শতরানের নজির ৷ নামিবিয়ার জ্যান নিকোলের ঝুলিতেও রয়েছে 33 বলে সেঞ্চুরির নজির ৷ তবে দ্রুততম হিসেবে 27 বলে শতরানের রেকর্ড রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের ৷ এদিনের ম্যাচে 43 বলে 133 রানে অপরাজিত থাকেন রাজা ৷

ইনিংসে সর্বাধিক ছক্কা-চারের রেকর্ড: স্কোরবোর্ডে 344 রান তোলার পথে এদিন ইনিংসে 27টি ছক্কা হাঁকান জিম্বাবোয়ে ব্য়াটাররা ৷ বাউন্ডারি মারেন 30টি ৷ আন্তর্জাতিক টি-20'তে যা সর্বাধিক ৷

চার ব্যাটারের অর্ধশতরান: এদিন চার-চারজন জিম্বাবোয়ে ব্য়াটার গাম্বিয়ার বিরুদ্ধে 50 বা তার বেশি রানের ইনিংস খেলেন ৷ এটিও একটি রেকর্ড ৷ আন্তর্জাতিক টি20 ক্রিকেটে একটি দলের চার ব্যাটারের এই নজির আগে ছিল না ৷

সর্বাধিক রানে জয়: জিম্বাবোয়ের 344 রানের জবাবে মাত্র 54 রানে শেষ হয়ে যায় গাম্বিয়ার ইনিংস ৷ জিম্বাবোয়ে জেতে 290 রানে ৷ যা অন্তর্জাতিক কুড়ি-বিশের ক্রিকেটে সর্বাধিক ব্যবধানে জয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.