নয়াদিল্লি, 15 জুলাই: সর্বকালের সেরা একাদশের নাম ঘোষণা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ৷ যে দলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোটে তিনজন ৷ প্রথম জন অবশ্যই সচিন তেন্ডুলকর ৷ দ্বিতীয় ও তৃতীয় জন হলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷ তবে, যুবরাজের সেরা একাদশে নেই 2011 বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷
2011 আইসিসি বিশ্বকাপে যুবরাজের প্রাক্তন সতীর্থ তথা অধিনায়ককে না-রাখা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে গুঞ্জন ৷ তবে, যুবরাজের প্রথম একাদশে পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম রয়েছেন ৷ যুবির সর্বকালের সেরা দলের বাকি খেলোয়াড়রা হলেন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু ফ্লিনটফ, মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রা ৷ উল্লেখ্য, গত শনিবার রাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডের প্রথম সিজনের চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া লেজেন্ডস ৷
Yuvraj Singh's all time XI:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 14, 2024
Tendulkar, Ponting, Rohit, Kohli, De Villiers, Gilchrist, Warne, Muralitharan, McGrath, Akram and Flintoff. pic.twitter.com/j2zFXRQJHl
ইউনুস খানের পাকিস্তান লেজেন্ডসকে 5 উইকেটে হারিয়েছে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস ৷ যে ম্যাচে পাকিস্তান অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ তবে, ভারতীয় বোলারদের বিশেষত, স্পিনারদের দুরন্ত পারফর্ম্যান্সে পাকিস্তানকে মাত্র 156 রানে আটকে দেয় ইন্ডিয়া লেজেন্ডস ৷ 30 বলে 50 রান করে ম্যাচের সেরা হয়েছেন আম্বাতি রায়ডু ৷ টুর্নামেন্টের সেরা হয়েছেন ইউসুফ পাঠান ৷
সংবাদসংস্থা এএনআই জিও নিউজকে উল্লেখ করে জানিয়েছে, ম্যাচ জিতে সাংবাদিক বৈঠকে গিয়ে যুবরাজ সিং তাঁর সর্বকালের সেরা প্রথম একাদশ ঘোষণা করেন ৷ তাঁর প্রথম একাদশের দুই ওপেনার হলেন সচিন তেন্ডুলকর এবং রোহিত শর্মা ৷ তিন নম্বরে রিকি পন্টিং, চারে বিরাট কোহলি, পাঁচ নম্বর এবি ডি’ভিলিয়ার্স, ছ’নম্বরে উইকেট-কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট, সাত নম্বরে অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ, আটে ওয়াসিম আক্রম, 9 নম্বরে প্রয়াত অজি লেগস্পিনার শেন ওয়ার্ন 10 ও 11 নম্বরে মুথাইয়া মুরলীধরন এবং গ্লেন ম্যাকগ্রা ৷