বিশাখাপত্তনম, 2 ফেব্রুয়ারি: ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হচ্ছে তাঁকে ৷ আর কেন বলা হচ্ছে, তা আরও একবার প্রমাণ করলেন তরুণ বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি এল আজ ৷ আর তাঁর ইনিংসে ভর করেই ভারত প্রথম ইনিংসে দু’শো পার করে গিয়েছে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন যশস্বী ৷ আজ মধ্যাহ্নভোজের পর শ্রেয়স আইয়ারের (27) উইকেট হারায় ভারত ৷
প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিশ্চিত সেঞ্চুরি মাঠেই ফেলে এসেছিলেন 22 বছরের যশস্বী জয়সওয়াল ৷ 80 রানে জো রুটের বলে কট অ্যান্ড বোল্ড হয়েছিলেন ৷ তবে, আজ অনেক পরিণত ইনিংস খেললেন তিনি ৷ প্রায় 70-এর স্ট্রাইকরেটে এ দিন সেঞ্চুরি করেছেন তিনি ৷ তবে আগ্রাসনের পাশাপাশি, বলের মেরিট বুঝে সম্মানও দিলেন ৷ আগের ম্যাচে দ্বিতীয় ইনিংসে টম হার্টলির বলে ফরওয়ার্ড শর্ট লেগের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন ৷ কিন্তু, আজ সেই হার্টলিকেই লং-অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করলেন ৷
তবে, দ্বিতীয় সেশনের খেলা শেষের আগেই ভারতের 3 উইকেট পড়ে গিয়েছে ৷ তাই এবার স্কোর বোর্ডে বড় রান তোলার ক্ষেত্রে যশস্বীর ভূমিকা অনেক বড় হতে চলেছে ৷ তিনি যতক্ষণ ক্রিজে টিকে থাকবেন, ভারতের সামনে চারশো বা তাঁর বেশি রান তোলা আরও সহজ হবে ৷ অন্যদিকে, প্রথম টেস্টের পর আজও রান পেলেন না রোহিত শর্মা (14), শুভমন গিল (34) এবং শ্রেয়স আইয়ার ৷ বিশেষত, শুভমন এবং শ্রেয়স ৷ সেট হয়েও উইকেট দিয়ে এলেন তাঁরা ৷ অ্যান্ডারসনের বিরুদ্ধে অতি আগ্রাসী হতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ-আউট হন শুভমন ৷
প্রথম টেস্টের মতো, দ্বিতীয় টেস্টেও বাঁ-হাতি স্পিনারের বিরুদ্ধে সমস্যায় পড়তে দেখা গেল শ্রেয়স আইয়ারকে ৷ তুলনামূলক ব্যাটিং সহায়ক পিচেও সামান্য স্পিন খেলতে গিয়ে সমস্যার পড়ছেন শ্রেয়স ৷ টেস্ট অভিষেক করা রজত পাতিদার তাঁর কেরিয়ারের শুরুটা মোটের উপর ভালোই করেছেন ৷ তিনি এবং যশস্বী ভারতের ইনিংস টানছেন ৷
আরও পড়ুন: