চেন্নাই, 17 সেপ্টেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে একাধিক ভারতীয় ব্যাটার বেশ কিছু নজিরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ৷ যাঁদের মধ্যে অন্যতম তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ এমন এক নজিরের সামনে তিনি দাঁড়িয়ে যা রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিরও নেই ৷ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে আর 132 রান করতে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি মরশুমে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার হয়ে যাবেন বাঁ-হাতি ওপেনার ৷
আজিঙ্কা রাহানেকে টপকে বড় নজির গড়বেন যশস্বী: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি মরশুমে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার হলেন আজিঙ্কা রাহানে ৷ 2019-21 মরশুমে মিডল অর্ডার ব্যাটার করেছিলেন 1159 রান ৷ আর 2023-25 মরশুমে এখনও পর্যন্ত যশস্বীর ব্যাটে এসেছে 1028 রান ৷ অর্থাৎ, আর 132 রান করলেই একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটার হয়ে যাবেন যশস্বী ৷
কত নম্বরে রোহিত-কোহলি: চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক রানসংগ্রাহক ভারতীয় ব্যাটার হিসেবে শীর্ষে রয়েছেন যশস্বী ৷ সামগ্রিকভাবে তালিকায় দ্বিতীয়স্থানে জো রুটের ঠিক পরেই রয়েছেন তিনি ৷ 700 রান ঝুলিতে নিয়ে তালিকায় দ্বাদশস্থানে ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ অনেকটা পিছনে থাকা বিরাট কোহলির সংগ্রহে মাত্র 369 রান ৷
🚨 NEWS 🚨- Team India's squad for the 1st Test of the IDFC FIRST Bank Test series against Bangladesh announced.
— BCCI (@BCCI) September 8, 2024
Rohit Sharma (C), Yashasvi Jaiswal, Shubman Gill, Virat Kohli, KL Rahul, Sarfaraz Khan, Rishabh Pant (WK), Dhruv Jurel (WK), R Ashwin, R Jadeja, Axar Patel, Kuldeep… pic.twitter.com/pQn7Ll7k3X
রুটকে টপকে যাওয়ার সুযোগ যশস্বীর সামনে: কেবল ভারতীয় ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বাধিক রান সংগ্রাহক হওয়া নয়, চলতি মরশুমে ইংরেজ ব্যাটার জো রুটকেও ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এ যাবৎ কেরিয়ারে মাত্র 9টি টেস্ট খেলা যশস্বীর সামনে ৷ রুটের সংগ্রহে আপাতত 1398 রান ৷ অর্থাৎ ইংরেজ ব্যাটারকে টপকে যেতে ভারতীয় ব্যাটারের দরকার 371 রান ৷
সবমিলিয়ে চলতি ডব্লিউটিসি মরশুমে সর্বাধিক রানসংগ্রাহক হিসেবে শেষ করতে এখনও 10 টেস্ট রয়েছে যশস্বীর সামনে ৷ সেক্ষেত্রে ধারাবাহিকভাবে ফর্ম ধরে রাখা জরুরি তরুণ ব্যাটারের জন্য ৷ ইতিমধ্যেই লাল বলের ক্রিকেটে 3টি শতরান ও 4টি অর্ধশতরান করে ফেলেছেন তিনি ৷