ETV Bharat / sports

তৃতীয় কনিষ্ঠ হিসেবে দ্বি-শতরান, 'সিটি অফ ডেস্টিনি'তে দেশের ভাগ্য লিখলেন যশস্বী - Jaiswal became 3rd youngest Indian

India vs England Test: দুরন্ত যশস্বী। রোহিতের ব্যর্থতা, কোহলির না থাকা ভুলিয়ে দিল জয়সওয়ালের 'ম্যাচিওর' ইনিংস । ডাবল সেঞ্চুরিতে কাম্বলি-গাভাসকরের পাশেই নিজের নাম তুলে ফেললেন দেশের তরুণ ব্যাটার ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 10:59 AM IST

Updated : Feb 3, 2024, 11:24 AM IST

বিশাখাপত্তনম, 3 ফেব্রুয়ারি: 'জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট', সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত শহরকে ভালোবেসে এই নামেই ডাকা হয় । ইংল্যান্ডের বিরুদ্ধে সেই শহরেই 'জুয়েল' হয়ে উঠলেন যশস্বী জয়সওয়াল । ঝকঝকে ইনিংসে দেশকে ভরসাই যোগালেন না, ইতিহাসও গড়লেন । শোয়েব বশিরকে স্যুইপে ছয়-চার মেরে দ্বিশতরান করে বিনোদ কাম্বলি, সুনীল গাভাসকরের পাশেই নিজের নাম তুলে ফেললেন দেশের তরুণ ব্যাটার । রেকর্ডবুক বলছে, দেশের জার্সিতে তৃতীয় কনিষ্ঠ হিসেবে দ্বি-শতরানের গণ্ডি পেরলেন যশস্বী ।

ইংল্যান্ডের বোলারদের তুলোধনা করার যশস্বীর বয়স 22 বছর 77 দিন । সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে বিনোদ কাম্বলির । ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে 1993 সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন কাম্বলি । সচিনের প্রাক্তন সতীর্থের তখন বয়স ছিল 21 বছর 32 দিন । দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে ডাবলের রেকর্ড রয়েছে সুনীল মনোহর গাভাসকরের । দেশের এক সময়ের পোস্টার বয়ের প্রথম দ্বি-শতরানের সময় বয়স ছিল 21 বছর 277 দিন ।

জয়সওয়াল চতুর্থ বাঁ-হাতি ব্যাটার যিনি দেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন । এর আগে বিনোদ কাম্বলি, সৌরভ গঙ্গোপাধ্যায় ও গৌতম গম্ভীর এই কৃতিত্ব অর্জন করেছিলেন ।

প্রথম ইনিংসে জয়সওয়ালের পরে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর 34 । জয়সওয়ালের এদিনে 'যশস্বী' ইনিংস সাজানো 18টি চার ও 7টি ছক্কায় । এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকের সময় তাঁর সর্বোচ্চ স্কোর ছিল 171 । নিজের সেই রেকর্ডও এদিন ভেঙে দিলেন তিনি ।

আরও পড়়ুন:

  1. 'যশস্বীময়' ভাইজ্যাগ টেস্ট! প্রথম ডাবল সেঞ্চুরি জয়সওয়ালের
  2. 75 বছরে লজ্জার ইতিহাস! ভাইজ্যাক টেস্টের দলে রোহিতদের মোট রান এক ইংরেজ ব্যাটারের থেকে কম
  3. সিএবি'র রক্তদান শিবিরের শংসাপত্রে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী শামির অটোগ্রাফ

বিশাখাপত্তনম, 3 ফেব্রুয়ারি: 'জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট', সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত শহরকে ভালোবেসে এই নামেই ডাকা হয় । ইংল্যান্ডের বিরুদ্ধে সেই শহরেই 'জুয়েল' হয়ে উঠলেন যশস্বী জয়সওয়াল । ঝকঝকে ইনিংসে দেশকে ভরসাই যোগালেন না, ইতিহাসও গড়লেন । শোয়েব বশিরকে স্যুইপে ছয়-চার মেরে দ্বিশতরান করে বিনোদ কাম্বলি, সুনীল গাভাসকরের পাশেই নিজের নাম তুলে ফেললেন দেশের তরুণ ব্যাটার । রেকর্ডবুক বলছে, দেশের জার্সিতে তৃতীয় কনিষ্ঠ হিসেবে দ্বি-শতরানের গণ্ডি পেরলেন যশস্বী ।

ইংল্যান্ডের বোলারদের তুলোধনা করার যশস্বীর বয়স 22 বছর 77 দিন । সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে বিনোদ কাম্বলির । ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে 1993 সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন কাম্বলি । সচিনের প্রাক্তন সতীর্থের তখন বয়স ছিল 21 বছর 32 দিন । দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে ডাবলের রেকর্ড রয়েছে সুনীল মনোহর গাভাসকরের । দেশের এক সময়ের পোস্টার বয়ের প্রথম দ্বি-শতরানের সময় বয়স ছিল 21 বছর 277 দিন ।

জয়সওয়াল চতুর্থ বাঁ-হাতি ব্যাটার যিনি দেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন । এর আগে বিনোদ কাম্বলি, সৌরভ গঙ্গোপাধ্যায় ও গৌতম গম্ভীর এই কৃতিত্ব অর্জন করেছিলেন ।

প্রথম ইনিংসে জয়সওয়ালের পরে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর 34 । জয়সওয়ালের এদিনে 'যশস্বী' ইনিংস সাজানো 18টি চার ও 7টি ছক্কায় । এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকের সময় তাঁর সর্বোচ্চ স্কোর ছিল 171 । নিজের সেই রেকর্ডও এদিন ভেঙে দিলেন তিনি ।

আরও পড়়ুন:

  1. 'যশস্বীময়' ভাইজ্যাগ টেস্ট! প্রথম ডাবল সেঞ্চুরি জয়সওয়ালের
  2. 75 বছরে লজ্জার ইতিহাস! ভাইজ্যাক টেস্টের দলে রোহিতদের মোট রান এক ইংরেজ ব্যাটারের থেকে কম
  3. সিএবি'র রক্তদান শিবিরের শংসাপত্রে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী শামির অটোগ্রাফ
Last Updated : Feb 3, 2024, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.