কলকাতা, 4 নভেম্বর: সৌরভ গঙ্গোপাধ্য়ায় অনুরোধ করেছিলেন এখনই অবসরে না-যাওয়ার জন্য ৷ অভিমানে ত্রিপুরার হয়ে দু'টি মরশুম খেলার পর চলতি মরশুমে ফের প্রত্যাবর্তন হয়েছিল বাংলার জার্সিতে ৷ চলতি মরশুমে কালীঘাট ক্লাবের যোগ দেওয়ার সময়ও ঋদ্ধিমান সাহার কাছে অনুরোধ ছিল বাইশ গজকে বিদায় না-জানানোর ৷ তবে সেইসব অনুরোধ উপেক্ষা করে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ঋদ্ধিমান সাহা। কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জিতে নামার আগে প্রস্তুতির ফাঁকেই পাপালি জানিয়ে দিলেন চলতি মরশুমই শেষ তাঁর ৷
দেশের জার্সিতে 40টি আন্তর্জাতিক টেস্ট ৷ বঙ্গ ক্রিকেটের যে গুটিকয়েক ক্রিকেটার ধারাবাহিকভাবে আর্ন্তজাতিক মঞ্চে ভালো পারফরম্যান্স করেছেন, সেই তালিকায় ঋদ্ধিমানের নাম উপরের দিকেই থাকবে। রঞ্জি ট্রফি খেলার প্রস্তুতির মাঝে ভারতীয় দলের 'প্রাক্তন' উইকেটরক্ষক বাইশ গজকে বিদায় জানানোর জন্য বেছে নিলেন সোশাল মিডিয়াকে। সোশাল মিডিয়ায় রবিবার তিনি লেখেন, "একটা সুন্দর ক্রিকেটীয় যাত্রা এই মরশুমের পর শেষ হতে চলেছে। এটাই আমার অন্তিম মরশুম। আমি শেষবারের মত বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত। কেবলমাত্র রঞ্জি ট্রফি খেলেই আমি অবসর নেব। চল সবাই মিলে এই মরশুমটা স্মরণীয় করে তুলি।"
After a cherished journey in cricket, this season will be my last. I’m honored to represent Bengal one final time, playing only in the Ranji Trophy before I retire. Let’s make this season one to remember! pic.twitter.com/sGElgZuqfP
— Wriddhiman Saha (@Wriddhipops) November 3, 2024
সবমিলিয়ে বিদায়বেলায় আবেগঘন টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের অন্যতম সফল স্টাম্পার-ব্য়াটার। ঋষভ পন্তের আগমনে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন বেশ কয়েকবছর আগে ৷ এরপর গতবছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হয় বঙ্গ ক্রিকেটারকে ৷ সিএবি'র সঙ্গে মনোমালিন্যের জেরে বাংলা ছাড়লেও রঞ্জি খেলছিলেন ত্রিপুরার হয়ে ৷ খেলছিলেন কোটিপতি লিগেও ৷ তবে 2025 আইপিএলেও অংশ নেবেন না পাপালি ৷ অর্থাৎ, রঞ্জি মরশুম শেষেই এক বর্ণময় কেরিয়ারের পরিসমাপ্তি ৷
তবে বিদায় ঘোষণায় রঞ্জি ট্রফিতে সতীর্থদের প্রতি জ্বলে ওঠার বার্তা থেকেই স্পষ্ট বাংলার হয়ে শেষটা স্মরণীয় রাখতে বদ্ধপরিকর ঋদ্ধি। যদিও বৃষ্টিতে বিহার এবং কেরল ম্যাচ থেকে একটি করে পয়েন্ট পেয়েছে বাংলা। এই দু'টি ম্যাচ থেকে বেশি পরিমাণ পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ থাকলেও বৃষ্টি কাঁটায় তা হয়নি। আগামীতে কর্ণাটক এবং মধ্যপ্রদেশ ম্যাচ বাংলার কাছে পরের পর্বে যাওয়ার জিয়নকাঠি। পরশু থেকে শুরু হবে বাংলার কর্ণাটক অভিযান। দেখা যাক, ঋদ্ধির আবেগঘন পোস্ট সেই ম্যাচে বাড়তি অনুপ্রেরণা বাংলাকে জোগায় কি না।