ETV Bharat / sports

সাড়ে ছ’ফুটের ওয়েগহর্স্টের কাছে হার তুরস্কের, ইউরোর সেমিফাইনালে ডাচরা - EURO CUP 2024

UEFA Euro Championship 2024: শনিবার মধ্যরাতের ম্যাচে তুরস্কের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল নেদারল্যান্ডস ৷ প্রথমার্ধে 0-1 গোলে পিছিয়ে পড়েও, দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক করে ডাচরা ৷ যেখানে একটি গোল না করেও, দলের জয়ে বড় অবদান রাখলেন সাড় ছ’ফুটের ওউট ওয়েগহস্ট ৷

author img

By PTI

Published : Jul 7, 2024, 4:52 PM IST

ETV BHARAT
ওউট ওয়েগহস্টের উচ্চতার কাছে হার তুরস্কের ৷ (ছবি- এপি)

বার্লিন, 7 জুলাই: নেদারল্যান্ডস ফুটবল দলে এখন একটা কথা খুব প্রচলিত, যেখানে ওয়েগহর্স্ট আছেন, সেখানে উপায় আছে ৷ ওয়াউট ওয়েগহর্স্ট, 6 ফুট 6 ইঞ্চি উচ্চতার এই ডাচ স্ট্রাইকার চলতি উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে আলোচনার কেন্দ্রে ৷ এর মূল কারণ, তাঁর উচ্চতা ৷ নিজের এই উচ্চতার ফায়দা তুলে প্রতিপক্ষ ডিফেন্সকে নড়িয়ে দিতে পারেন বার্নলে ফুটবলার ৷ শনিবার মধ্যরাতে বার্লিনে তুরস্কের বিরুদ্ধে সেটাই করলেন তিনি ৷ নিজে গোল না করলেও, সতীর্থ স্টেফান দে ভ্রিজকে দিয়ে গোল করিয়ে গেলেন ৷

ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস ৷ 35 মিনিটে সামেক আকায়েদিনের হেডারে 0-1 গোল এগিয়ে যায় তুরস্ক ৷ ঘনঘন আক্রমণে ডাচ ডিফেন্সকে নাজেহাল করে দেয় তারা ৷ পরিস্থিতি সামাল দিতে তুরুপের তাস হিসেবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়েগহর্স্টকে মাঠে নামান কোচ রোনাল্ড কোম্যান ৷ তাঁর এই বাজি কাজে লেগে যায় ৷ ডাচ স্ট্রাইকার মাঠে নামতেই তুরস্ক খেই হারিয়ে ফেলে ৷ ওয়েগহর্স্ট তাঁর উচ্চতাকে কাজে লাগিয়ে প্রায় সব বলই নিজের নিয়ন্ত্রণে রাখছিলেন ৷

এমনকী উচ্চতার কারণে, ওয়েগহর্স্টের সঙ্গে দৌড়ে পেরে উঠছিল না তুরস্কের ফুটবলাররা ৷ ফলে প্রতিপক্ষের রক্ষণভাবে লাগাতার আক্রমণ চালাতে থাকে নেদারল্যান্ডস ৷ হাওয়া বাড়ানো সব বলই প্রতিপক্ষ ফুটবলারদের নাগালে আসার আগে দখল নেন ল্যাঙ্কি ডাচ স্ট্রাইকার ৷ এমনকী গোলের দরজা প্রায় খুলেই ফেলেছিলেন ৷ তবে, তিনি গোল না পেলেও স্টেফান দে ভ্রিজকে দিয়ে 70 মিনিটে গোল করিয়ে যান ৷ ম্যাচে সমতা ফেরাতেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে রোনাল্ড কোম্যানের দল ৷

আর তার জেরে নিজেদের বক্সে ভুল করে বসেন তুরস্কের মার্ট মুল্ডার ৷ কডি গাকপোর প্রেসিং গেমকে প্রতিহত করতে গিয়ে নিজেদের গোল বল ঠেলে দেন তিনি ৷ 76 মিনিটে মুল্ডারের সেম-সাইড গোলে 2-1 লিড নেয় ডাচরা ৷ তবে, 90 মিনিট পর্যন্ত সমতা ফেরানোর একাধিক সুযোগ পেয়েছিল তুরস্ক ৷ কিন্তু, গোলের সামনে গিয়ে তেকাঠিতে বল রাখতে ব্যর্থ হয় তারা ৷ এমনকি লিড বাড়ানোর সহজ সুযোগ মিস করেছে নেদারল্যান্ডস ৷ দ্বিতীয়ার্ধে 5 মিনিটের অতিরিক্ত সময়ের বাঁশি বাজার আগে ডাচরা আর কোনও অঘটন ঘটতে দেয়নি ৷ 20 বছর পর ইউরোর সেমিফাইনালে উঠেছে তারা ৷ সেমিতে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ইংল্যান্ড ৷

বার্লিন, 7 জুলাই: নেদারল্যান্ডস ফুটবল দলে এখন একটা কথা খুব প্রচলিত, যেখানে ওয়েগহর্স্ট আছেন, সেখানে উপায় আছে ৷ ওয়াউট ওয়েগহর্স্ট, 6 ফুট 6 ইঞ্চি উচ্চতার এই ডাচ স্ট্রাইকার চলতি উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে আলোচনার কেন্দ্রে ৷ এর মূল কারণ, তাঁর উচ্চতা ৷ নিজের এই উচ্চতার ফায়দা তুলে প্রতিপক্ষ ডিফেন্সকে নড়িয়ে দিতে পারেন বার্নলে ফুটবলার ৷ শনিবার মধ্যরাতে বার্লিনে তুরস্কের বিরুদ্ধে সেটাই করলেন তিনি ৷ নিজে গোল না করলেও, সতীর্থ স্টেফান দে ভ্রিজকে দিয়ে গোল করিয়ে গেলেন ৷

ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস ৷ 35 মিনিটে সামেক আকায়েদিনের হেডারে 0-1 গোল এগিয়ে যায় তুরস্ক ৷ ঘনঘন আক্রমণে ডাচ ডিফেন্সকে নাজেহাল করে দেয় তারা ৷ পরিস্থিতি সামাল দিতে তুরুপের তাস হিসেবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়েগহর্স্টকে মাঠে নামান কোচ রোনাল্ড কোম্যান ৷ তাঁর এই বাজি কাজে লেগে যায় ৷ ডাচ স্ট্রাইকার মাঠে নামতেই তুরস্ক খেই হারিয়ে ফেলে ৷ ওয়েগহর্স্ট তাঁর উচ্চতাকে কাজে লাগিয়ে প্রায় সব বলই নিজের নিয়ন্ত্রণে রাখছিলেন ৷

এমনকী উচ্চতার কারণে, ওয়েগহর্স্টের সঙ্গে দৌড়ে পেরে উঠছিল না তুরস্কের ফুটবলাররা ৷ ফলে প্রতিপক্ষের রক্ষণভাবে লাগাতার আক্রমণ চালাতে থাকে নেদারল্যান্ডস ৷ হাওয়া বাড়ানো সব বলই প্রতিপক্ষ ফুটবলারদের নাগালে আসার আগে দখল নেন ল্যাঙ্কি ডাচ স্ট্রাইকার ৷ এমনকী গোলের দরজা প্রায় খুলেই ফেলেছিলেন ৷ তবে, তিনি গোল না পেলেও স্টেফান দে ভ্রিজকে দিয়ে 70 মিনিটে গোল করিয়ে যান ৷ ম্যাচে সমতা ফেরাতেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে রোনাল্ড কোম্যানের দল ৷

আর তার জেরে নিজেদের বক্সে ভুল করে বসেন তুরস্কের মার্ট মুল্ডার ৷ কডি গাকপোর প্রেসিং গেমকে প্রতিহত করতে গিয়ে নিজেদের গোল বল ঠেলে দেন তিনি ৷ 76 মিনিটে মুল্ডারের সেম-সাইড গোলে 2-1 লিড নেয় ডাচরা ৷ তবে, 90 মিনিট পর্যন্ত সমতা ফেরানোর একাধিক সুযোগ পেয়েছিল তুরস্ক ৷ কিন্তু, গোলের সামনে গিয়ে তেকাঠিতে বল রাখতে ব্যর্থ হয় তারা ৷ এমনকি লিড বাড়ানোর সহজ সুযোগ মিস করেছে নেদারল্যান্ডস ৷ দ্বিতীয়ার্ধে 5 মিনিটের অতিরিক্ত সময়ের বাঁশি বাজার আগে ডাচরা আর কোনও অঘটন ঘটতে দেয়নি ৷ 20 বছর পর ইউরোর সেমিফাইনালে উঠেছে তারা ৷ সেমিতে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ইংল্যান্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.