ETV Bharat / sports

কলকাতা ডার্বি দিয়ে বোধন, কোপা ফাইনালে সমাপ্তি; শুরু জমজমাট স্পোর্টস উইকেন্ড - Super Sports Weekend

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 4:14 PM IST

Updated : Jul 13, 2024, 6:06 PM IST

Super Sports Weekend: ক্রীড়া প্রেমীদের জন্য আজ থেকে সপ্তাহ শেষের শুরুটা জমজমাট ৷ শনিবারের বিকেল থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত বিশ্ব জোড়া স্পোর্টস ইভেন্টগুলির সাক্ষী থাকবেন তাঁরা ৷ কোন সময়ে, কোন কোন টুর্নামেন্ট ? পড়ুন অর্ঘ্য ঘোষের প্রতিবেদন।

ETV BHARAT
শুরু জমজমাট স্পোর্টস উইকেন্ড ৷ (ইটিভি ভারত)

কলকাতা, 13 জুলাই: 2024 সালের সেরা স্পোর্টস উইকেন্ড হতে চলেছে আজ এবং আগামিকাল ৷ যার শুরুটা ইতিমধ্যে হয়ে গিয়েছে শতবর্ষের কলকাতা ডার্বি দিয়ে ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের সেরা দুই ক্লাব ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ দিয়ে বাঙালির স্পোর্টস উইকেন্ডের সূচনা হল ৷ যার সমাপ্তি হবে, সোমবার ভোরে ৷ অর্থাৎ, সপ্তাহের শুরুতে ৷ আর তার মাঝে ক্রিকেট থেকে টেনিস, কী নেই !

কলকাতা প্রিমিয়র ডিভিশন টুর্নামেন্ট, যা কলকাতা ফুটবল লিগ নামে পরিচিত বাঙালির কাছে ৷ আজ এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ ৷ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, কলকাতা ডার্বি ৷ যার বাঁশি বেজে গিয়েছে ৷ তবে, এই সপ্তাহ শেষের এটা সবে শুরু মাত্র ৷ যখন ইস্ট-মোহন দ্বৈরথ তার মধ্য গগনে থাকবে, তখন সূদুর জিম্বাবোয়েতে টি20 সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে শুভমন গিলের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল ৷

ইতিমধ্যে, সিরিজে 2-1 এগিয়ে রয়েছে ভারত ৷ শনিবার হারারে স্পোর্টস কমপ্লেক্সে জিততে পারলে রোহিত-কোহলি পরবর্তী টি-20 দলের প্রথম সিরিজ জয় হবে এটি ৷ যার সরাসরি সম্প্রচার হবে, সোনি টেন স্পোর্টস নেটওয়ার্কে ৷ তবে, এখানেই শেষ নয় ৷ শনিবারের শুরুটা যদি বাঙালির ডার্বি ও ক্রিকেট দিয়ে হয়, তাহলে শেষটা হবে মেয়েদের উইম্বলডন ফাইনাল দিয়ে ৷ উইম্বলডন 2024-এর ফাইনালে মুখোমুখি চেক রিপাবলিকের বারবোরা ক্রেজিককোভা এবং ইতালির জ্যাসমিন পাওলিনি ৷

প্রথমবার উইম্বলডন ফাইনাল খেলছেন বারবোরা এবং পাওলিনি ৷ বিশেষত, 28 বছরের পাওলিনি প্রথম ইতালিয় মহিলা টেনিস খেলোয়াড়, যিনি একই মরশুমে পরপর দু’টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন ৷ এর আগে ফরাসি ওপেন ফাইনাল খেলেছিলেন তিনি ৷ শনিতে উইম্বলডনে মেয়েদের ফাইনাল শুরু হবে ভারতীয় সময় ঠিক সন্ধে সাড়ে 6টায় ৷ সেন্টার কোর্টে মেয়েদের সিঙ্গলস ফাইনাল চলাকালীন, রাত 7টা 45 মিনিটে উইম্বলডনের দ্বিতীয় সেন্টার কোর্টে শুরু হবে পুরুষদের ডাবলস ফাইনাল ৷ আর রাত 9টা থেকে মেয়েদের ডাবলস ফাইনাল রয়েছে ৷ উইম্বলডনের সব ম্যাচই সোনি টেন স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ৷

এরই মাঝে ইংল্যান্ডের বার্মিংহ্যামে রয়েছে ক্রিকেটের লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ যেখানে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান ৷ একদিকে যুবরাজ সিংয়ের নেতৃত্বে সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিংদের ভারত ৷ আর তার বিপক্ষে ইউনুস খানের নেতৃত্বাধীন শোয়েব মাকসুদ, শারজিল খান, শাহিদ আফ্রিদি, সোহেল তনবীরদের পাকিস্তান ৷ শনিবার রাত সাড়ে ন’টা থেকে স্টার স্পোর্টস ও হটস্টারে ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে ৷

শনিবারের সমাপ্তি যেমন ক্রিকেট দিয়ে হবে ৷ তেমনি 14 জুলাই, রবিবারের শুরুটাও হবে ক্রিকেট দিয়েই ৷ বিকেল সাড়ে 4টের সময় ভারত বনাম জিম্বাবোয়ে পঞ্চম তথা সিরিজের শেষ টি20 ম্যাচটি হবে ৷ প্রথম ইনিংসের খেলা শেষ হতেই, উইম্বলডন ফাইনালে নামবেন বিশ্বের সর্বাধিক 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচ ৷ আর তাঁর প্রতিপক্ষ 2023 সালে নোভাককে হারিয়েই চ্যাম্পিয়ন হওয়া স্প্যানিশ কার্লোস আলকারাজ ৷ বিশ্বের 2 ও 3 নম্বরের উইম্বলডন ফাইনাল অবশ্যই টেনিস তথা ক্রীড়া প্রেমীদের টানবে ৷ মাঝে উইম্বলডনের মিক্সড ডাবলস ফাইনালও রয়েছে ৷

উইম্বলডন পর্ব শেষ হতে না হতেই, বিশ্বের সকল ফুটবল প্রেমী টিভির পর্দায় চোখ রাখবেন, সেটাই স্বাভাবিক ৷ হ্যাঁ তাই, ভারতীয় সময় রাত সাড়ে 12টা থেকে উয়েফা ইউরো কাপের ফাইনালের বাঁশি বাজবে ৷ যেখানে প্রতিপক্ষ অপ্রতিরোধ্য স্পেন এবং ইংল্যান্ড ৷ এই দ্বৈরথে অবশ্য আলভারো মোরাতার স্পেনকে এগিয়ে রাখছে বিশেষজ্ঞদের একাংশ ৷ অন্যতম কারণ, টুর্নামেন্টে স্পেনের অপ্রতিরোধ্য ফুটবল ৷ সঙ্গে দানি ওলমো এবং 16 বছরের লামিন ইয়ামালের দুরন্ত পারফর্ম্যান্স ৷ আর বিপক্ষে হ্যারি কেন, জুড বেলিংহ্যামদের ইংল্যান্ড ৷ যারা নকআউটে প্রতিবার পিছিয়ে গিয়েও, দুরন্ত কামব্যাক করেছেন ৷

রবিবারের গভীর রাত পেরিয়ে কমপক্ষে আড়াইটে ইউরোর ফাইনাল শেষ হবে ৷ কিন্তু, স্পোর্টস এন্টারটেইনমেন্টের শেষ এখানেই নয় ৷ ইউরো চ্যাম্পিয়ন দলের উৎসবের শুরু হওয়ার 2 ঘণ্টার মধ্যে এই মেগা স্পোর্টস উইকেন্ডের সমাপ্তি ম্যাচ ৷ অর্থাৎ, কোপা আমেরিকার ফাইনাল ৷ এই ফাইনাল হবে বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা বনাম কলম্বিয়া ৷ যে ম্যাচের একমাত্র ও সবচেয়ে বড় ইউএসপি লিওনেল মেসি ৷ ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা থেকে এই ম্যাচ শুরু ৷ তবে, এই একটি মাত্র টুর্নামেন্ট কোনও স্পোর্টস চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে না ৷ একমাত্র স্পোর্টস ওটিটি অ্যাপ ফ্যান কোডে এই ম্যাচ দেখা যাবে ৷

কলকাতা, 13 জুলাই: 2024 সালের সেরা স্পোর্টস উইকেন্ড হতে চলেছে আজ এবং আগামিকাল ৷ যার শুরুটা ইতিমধ্যে হয়ে গিয়েছে শতবর্ষের কলকাতা ডার্বি দিয়ে ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের সেরা দুই ক্লাব ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ দিয়ে বাঙালির স্পোর্টস উইকেন্ডের সূচনা হল ৷ যার সমাপ্তি হবে, সোমবার ভোরে ৷ অর্থাৎ, সপ্তাহের শুরুতে ৷ আর তার মাঝে ক্রিকেট থেকে টেনিস, কী নেই !

কলকাতা প্রিমিয়র ডিভিশন টুর্নামেন্ট, যা কলকাতা ফুটবল লিগ নামে পরিচিত বাঙালির কাছে ৷ আজ এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ ৷ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, কলকাতা ডার্বি ৷ যার বাঁশি বেজে গিয়েছে ৷ তবে, এই সপ্তাহ শেষের এটা সবে শুরু মাত্র ৷ যখন ইস্ট-মোহন দ্বৈরথ তার মধ্য গগনে থাকবে, তখন সূদুর জিম্বাবোয়েতে টি20 সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে শুভমন গিলের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল ৷

ইতিমধ্যে, সিরিজে 2-1 এগিয়ে রয়েছে ভারত ৷ শনিবার হারারে স্পোর্টস কমপ্লেক্সে জিততে পারলে রোহিত-কোহলি পরবর্তী টি-20 দলের প্রথম সিরিজ জয় হবে এটি ৷ যার সরাসরি সম্প্রচার হবে, সোনি টেন স্পোর্টস নেটওয়ার্কে ৷ তবে, এখানেই শেষ নয় ৷ শনিবারের শুরুটা যদি বাঙালির ডার্বি ও ক্রিকেট দিয়ে হয়, তাহলে শেষটা হবে মেয়েদের উইম্বলডন ফাইনাল দিয়ে ৷ উইম্বলডন 2024-এর ফাইনালে মুখোমুখি চেক রিপাবলিকের বারবোরা ক্রেজিককোভা এবং ইতালির জ্যাসমিন পাওলিনি ৷

প্রথমবার উইম্বলডন ফাইনাল খেলছেন বারবোরা এবং পাওলিনি ৷ বিশেষত, 28 বছরের পাওলিনি প্রথম ইতালিয় মহিলা টেনিস খেলোয়াড়, যিনি একই মরশুমে পরপর দু’টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন ৷ এর আগে ফরাসি ওপেন ফাইনাল খেলেছিলেন তিনি ৷ শনিতে উইম্বলডনে মেয়েদের ফাইনাল শুরু হবে ভারতীয় সময় ঠিক সন্ধে সাড়ে 6টায় ৷ সেন্টার কোর্টে মেয়েদের সিঙ্গলস ফাইনাল চলাকালীন, রাত 7টা 45 মিনিটে উইম্বলডনের দ্বিতীয় সেন্টার কোর্টে শুরু হবে পুরুষদের ডাবলস ফাইনাল ৷ আর রাত 9টা থেকে মেয়েদের ডাবলস ফাইনাল রয়েছে ৷ উইম্বলডনের সব ম্যাচই সোনি টেন স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ৷

এরই মাঝে ইংল্যান্ডের বার্মিংহ্যামে রয়েছে ক্রিকেটের লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ যেখানে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান ৷ একদিকে যুবরাজ সিংয়ের নেতৃত্বে সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিংদের ভারত ৷ আর তার বিপক্ষে ইউনুস খানের নেতৃত্বাধীন শোয়েব মাকসুদ, শারজিল খান, শাহিদ আফ্রিদি, সোহেল তনবীরদের পাকিস্তান ৷ শনিবার রাত সাড়ে ন’টা থেকে স্টার স্পোর্টস ও হটস্টারে ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে ৷

শনিবারের সমাপ্তি যেমন ক্রিকেট দিয়ে হবে ৷ তেমনি 14 জুলাই, রবিবারের শুরুটাও হবে ক্রিকেট দিয়েই ৷ বিকেল সাড়ে 4টের সময় ভারত বনাম জিম্বাবোয়ে পঞ্চম তথা সিরিজের শেষ টি20 ম্যাচটি হবে ৷ প্রথম ইনিংসের খেলা শেষ হতেই, উইম্বলডন ফাইনালে নামবেন বিশ্বের সর্বাধিক 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচ ৷ আর তাঁর প্রতিপক্ষ 2023 সালে নোভাককে হারিয়েই চ্যাম্পিয়ন হওয়া স্প্যানিশ কার্লোস আলকারাজ ৷ বিশ্বের 2 ও 3 নম্বরের উইম্বলডন ফাইনাল অবশ্যই টেনিস তথা ক্রীড়া প্রেমীদের টানবে ৷ মাঝে উইম্বলডনের মিক্সড ডাবলস ফাইনালও রয়েছে ৷

উইম্বলডন পর্ব শেষ হতে না হতেই, বিশ্বের সকল ফুটবল প্রেমী টিভির পর্দায় চোখ রাখবেন, সেটাই স্বাভাবিক ৷ হ্যাঁ তাই, ভারতীয় সময় রাত সাড়ে 12টা থেকে উয়েফা ইউরো কাপের ফাইনালের বাঁশি বাজবে ৷ যেখানে প্রতিপক্ষ অপ্রতিরোধ্য স্পেন এবং ইংল্যান্ড ৷ এই দ্বৈরথে অবশ্য আলভারো মোরাতার স্পেনকে এগিয়ে রাখছে বিশেষজ্ঞদের একাংশ ৷ অন্যতম কারণ, টুর্নামেন্টে স্পেনের অপ্রতিরোধ্য ফুটবল ৷ সঙ্গে দানি ওলমো এবং 16 বছরের লামিন ইয়ামালের দুরন্ত পারফর্ম্যান্স ৷ আর বিপক্ষে হ্যারি কেন, জুড বেলিংহ্যামদের ইংল্যান্ড ৷ যারা নকআউটে প্রতিবার পিছিয়ে গিয়েও, দুরন্ত কামব্যাক করেছেন ৷

রবিবারের গভীর রাত পেরিয়ে কমপক্ষে আড়াইটে ইউরোর ফাইনাল শেষ হবে ৷ কিন্তু, স্পোর্টস এন্টারটেইনমেন্টের শেষ এখানেই নয় ৷ ইউরো চ্যাম্পিয়ন দলের উৎসবের শুরু হওয়ার 2 ঘণ্টার মধ্যে এই মেগা স্পোর্টস উইকেন্ডের সমাপ্তি ম্যাচ ৷ অর্থাৎ, কোপা আমেরিকার ফাইনাল ৷ এই ফাইনাল হবে বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা বনাম কলম্বিয়া ৷ যে ম্যাচের একমাত্র ও সবচেয়ে বড় ইউএসপি লিওনেল মেসি ৷ ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা থেকে এই ম্যাচ শুরু ৷ তবে, এই একটি মাত্র টুর্নামেন্ট কোনও স্পোর্টস চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে না ৷ একমাত্র স্পোর্টস ওটিটি অ্যাপ ফ্যান কোডে এই ম্যাচ দেখা যাবে ৷

Last Updated : Jul 13, 2024, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.