ETV Bharat / sports

বিশ্বকাপার নয়, এবার বিশ্বকাপজয়ী তারকা আসছেন বাগানে ! - MOHUN BAGAN

মারাদোনা ঘুরে গিয়েছেন ৷ অলিভার কান শেষ ম্যাচ খেলেছিলেন মোহনবাগানের বিরুদ্ধে ৷ এবার বাগানের স্কোয়াডে আছেন দুই বিশ্বকাপার ৷ তারমধ্যেই বিশ্বকাপজয়ী তারকা আসছেন সবুজ-মেরুনে !

Mohun Bagan
বিশ্বকাপজয়ী তারকা আসছেন বাগানে ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 11, 2024, 10:23 AM IST

কলকাতা, 11 ডিসেম্বর: মঙ্গলবার কার্যকরী কমিটির বৈঠকে 15 জানুয়ারি ক্রিকেট দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ওইদিন প্রয়াত কিংবদন্তি চুনী গোস্বামীর জন্মদিন । ফলে ওই দিনটিকে ক্রিকেট দিবস হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি 1983 বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য সৈয়দ কিরমানিকে সম্মানিত করা হবে ।

আগেই ঠিক হয়েছিল, মোহনবাগানের ক্রিকেট পরিকাঠামো নতুনভাবে সাজানো হয়েছে । তার উদ্বোধন জমকালোভাবে করা হবে । ফিতে কাটবেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের কোনও সদস্য । সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, কিরমানির মতো কিংবদন্তিকে বেছে নেওয়ার কারণ তাঁর স্বচ্ছ ভাবমূর্তি । ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, কিরমানির মতো উইকেটরক্ষক ভারতীয় ক্রিকেটে আসেননি । এর আগে ক্লাবের প্রবেশদ্বার চুনী গোস্বামীর নামাঙ্কিত করা হয়েছিল । যার ফিতে কেটেছিলেন সুনীল গাভাসকর । এবার তার রেশ ধরে উন্নত ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন কিরমানির হাত দিয়ে করানো হচ্ছে ।

এছাড়াও অমর একাদশের মূর্তিটিকে রোদ-জল-ঝড় থেকে বাঁচাতে আপাতত গ্যালারির তলায় মাঠে প্রবেশের আগে কোনও একটি জায়গায় পুনঃস্থাপন করা হবে । পরে ক্লাবের মিউজিয়াম তৈরি হলে তা সেখানে স্থানান্তরিত হবে বলে জানিয়েছেন দেবাশিস দত্ত । এই ব্যাপারে সেনাবাহিনীর প্রয়োজনীয় অনুমতি মিলেছে ।

নির্বাচনের দামামা মোহনবাগানে । নতুন বছরের মার্চ মাসে সবুজ-মেরুনে নির্বাচন করার সিদ্ধান্ত নিল কার্যকরী কমিটি । সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, ক্লাবের দশ হাজার সদস্য নতুন কর্মসমিতি বেছে নেওয়ার সুযোগ পাবেন । 18 জানুয়ারি মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা । 24 মার্চ বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ।

আরও পড়ুন

কলকাতা, 11 ডিসেম্বর: মঙ্গলবার কার্যকরী কমিটির বৈঠকে 15 জানুয়ারি ক্রিকেট দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ওইদিন প্রয়াত কিংবদন্তি চুনী গোস্বামীর জন্মদিন । ফলে ওই দিনটিকে ক্রিকেট দিবস হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি 1983 বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য সৈয়দ কিরমানিকে সম্মানিত করা হবে ।

আগেই ঠিক হয়েছিল, মোহনবাগানের ক্রিকেট পরিকাঠামো নতুনভাবে সাজানো হয়েছে । তার উদ্বোধন জমকালোভাবে করা হবে । ফিতে কাটবেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের কোনও সদস্য । সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, কিরমানির মতো কিংবদন্তিকে বেছে নেওয়ার কারণ তাঁর স্বচ্ছ ভাবমূর্তি । ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, কিরমানির মতো উইকেটরক্ষক ভারতীয় ক্রিকেটে আসেননি । এর আগে ক্লাবের প্রবেশদ্বার চুনী গোস্বামীর নামাঙ্কিত করা হয়েছিল । যার ফিতে কেটেছিলেন সুনীল গাভাসকর । এবার তার রেশ ধরে উন্নত ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন কিরমানির হাত দিয়ে করানো হচ্ছে ।

এছাড়াও অমর একাদশের মূর্তিটিকে রোদ-জল-ঝড় থেকে বাঁচাতে আপাতত গ্যালারির তলায় মাঠে প্রবেশের আগে কোনও একটি জায়গায় পুনঃস্থাপন করা হবে । পরে ক্লাবের মিউজিয়াম তৈরি হলে তা সেখানে স্থানান্তরিত হবে বলে জানিয়েছেন দেবাশিস দত্ত । এই ব্যাপারে সেনাবাহিনীর প্রয়োজনীয় অনুমতি মিলেছে ।

নির্বাচনের দামামা মোহনবাগানে । নতুন বছরের মার্চ মাসে সবুজ-মেরুনে নির্বাচন করার সিদ্ধান্ত নিল কার্যকরী কমিটি । সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, ক্লাবের দশ হাজার সদস্য নতুন কর্মসমিতি বেছে নেওয়ার সুযোগ পাবেন । 18 জানুয়ারি মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা । 24 মার্চ বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.