ETV Bharat / sports

রোহিতদের ভিকট্রি ল্যাপই অনুপ্রেরণা, পোডিয়ামে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে জানালেন জেমিমা - WOMENS T20 WORLD CUP 2024

JEMIMAH DREAMS T20 WC WIN: রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ট্রফি জয়ই বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা ৷ সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্বকাপ অভিযান শুরুর আগে বললেন জেমিমা ৷

JEMIMAH RODRIGUES
জেমিমা রড্রিগেজ (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 3, 2024, 10:36 PM IST

দুবাই, 3 অক্টোবর: মাসতিনেক আগে কেনসিংটন ওভালে রোহিত শর্মা অ্য়ান্ড কোম্পানির ট্রফি নিয়ে সেলিব্রেশনই বিশ্বকাপের আগে তাতাচ্ছে তাঁদের ৷ দুবাইয়ে নিউজিল্যান্ড ম্য়াচ দিয়ে শুক্রবার বিশ্বকাপ অভিযান শুরুর আগে জানালেন দলের নির্ভরযোগ্য ব্যাটার জেমিমা রড্রিগেজ ৷ ছেলেদের পর মেয়েরা কুড়ি-বিশের বিশ্বকাপ জিতলে ক্রিকেটবিশ্বে তা বিরল নজির হবে ৷ সেই লক্ষ্যে দেশের মেয়েদের অনুপ্রেরণা ছেলেদের বিশ্বজয় ৷

বিশ্বকাপ অভিযান শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলকে জেমিমা বলেন, "ছেলেদের ফাইনাল দেখার কথা স্মৃতিতে এখনও তাজা ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্য়াচের তৃতীয় দিন রাত দেড়টা পর্যন্ত আমরা জেগে ছিলাম ৷ আমার জয়ের মুহূর্তটা স্পষ্ট মনে আছে ৷ আমাদের সকলেরই স্বপ্ন বিশ্বকাপ জেতা ৷ তবে বিশ্বকাপের কিছু আগেই ছেলেদের জয় আমাদের স্বপ্নকে আরও তাজা করে দিয়েছে ৷"

জেমিমা আরও জানান, ছেলেদের জয় দেখার পর তাঁদের মনেও স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে; আমাদের পালা কবে? হ্যারি দি (হরমনপ্রীত কৌর) কবে এভাবে আমাদের সামনে ট্রফি তুলবেন ? তবে ফলাফল নিয়ে বেশি না-ভেবে স্বপ্নকে ধাওয়া করার পিছনে ছুটতে চান মুম্বই ক্রিকেটার ৷

ছেলেদের মত লক্ষ্যপূরণ কি করতে পারবে মেয়েরা? উত্তরে জেমিমার সুর অধিনায়িকা হরমনপ্রীত কৌরের গলায় ৷ তিনি বলেন, "আমরা জিতলে জয়টা স্পেশাল হবে ৷ ছেলেরা এই বছরেই জিতেছে বিশ্বকাপ, তাই দেশের প্রত্যেক ক্রিকেট অনুরাগীদের কাছেও মুহূর্তটা বিশেষ হয়ে উঠবে ৷ আমাদের জন্য একটা অভিনব কৃতিত্বও হবে সেটা ৷"

2020 সালে ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়া হয়েছিল হরমন ব্রিগেডের ৷ কুড়ি-বিশের বিশ্বকাপে ভারতের সেরা পারফরম্যান্স ওটাই ৷ গতবার ফিরতে হয়েছিল শেষ চার থেকে ৷ রোহিত-কোহলিদের ট্রফিজয়ের অনুপ্রেরণা 2024-এ এসে ইতিহাস গড়তে কি সাহায্য করবে জেমিমাদের? উত্তর দেবে সময় ৷

দুবাই, 3 অক্টোবর: মাসতিনেক আগে কেনসিংটন ওভালে রোহিত শর্মা অ্য়ান্ড কোম্পানির ট্রফি নিয়ে সেলিব্রেশনই বিশ্বকাপের আগে তাতাচ্ছে তাঁদের ৷ দুবাইয়ে নিউজিল্যান্ড ম্য়াচ দিয়ে শুক্রবার বিশ্বকাপ অভিযান শুরুর আগে জানালেন দলের নির্ভরযোগ্য ব্যাটার জেমিমা রড্রিগেজ ৷ ছেলেদের পর মেয়েরা কুড়ি-বিশের বিশ্বকাপ জিতলে ক্রিকেটবিশ্বে তা বিরল নজির হবে ৷ সেই লক্ষ্যে দেশের মেয়েদের অনুপ্রেরণা ছেলেদের বিশ্বজয় ৷

বিশ্বকাপ অভিযান শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলকে জেমিমা বলেন, "ছেলেদের ফাইনাল দেখার কথা স্মৃতিতে এখনও তাজা ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্য়াচের তৃতীয় দিন রাত দেড়টা পর্যন্ত আমরা জেগে ছিলাম ৷ আমার জয়ের মুহূর্তটা স্পষ্ট মনে আছে ৷ আমাদের সকলেরই স্বপ্ন বিশ্বকাপ জেতা ৷ তবে বিশ্বকাপের কিছু আগেই ছেলেদের জয় আমাদের স্বপ্নকে আরও তাজা করে দিয়েছে ৷"

জেমিমা আরও জানান, ছেলেদের জয় দেখার পর তাঁদের মনেও স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে; আমাদের পালা কবে? হ্যারি দি (হরমনপ্রীত কৌর) কবে এভাবে আমাদের সামনে ট্রফি তুলবেন ? তবে ফলাফল নিয়ে বেশি না-ভেবে স্বপ্নকে ধাওয়া করার পিছনে ছুটতে চান মুম্বই ক্রিকেটার ৷

ছেলেদের মত লক্ষ্যপূরণ কি করতে পারবে মেয়েরা? উত্তরে জেমিমার সুর অধিনায়িকা হরমনপ্রীত কৌরের গলায় ৷ তিনি বলেন, "আমরা জিতলে জয়টা স্পেশাল হবে ৷ ছেলেরা এই বছরেই জিতেছে বিশ্বকাপ, তাই দেশের প্রত্যেক ক্রিকেট অনুরাগীদের কাছেও মুহূর্তটা বিশেষ হয়ে উঠবে ৷ আমাদের জন্য একটা অভিনব কৃতিত্বও হবে সেটা ৷"

2020 সালে ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়া হয়েছিল হরমন ব্রিগেডের ৷ কুড়ি-বিশের বিশ্বকাপে ভারতের সেরা পারফরম্যান্স ওটাই ৷ গতবার ফিরতে হয়েছিল শেষ চার থেকে ৷ রোহিত-কোহলিদের ট্রফিজয়ের অনুপ্রেরণা 2024-এ এসে ইতিহাস গড়তে কি সাহায্য করবে জেমিমাদের? উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.