কলকাতা, 14 অগস্ট: ডুরান্ড ডার্বির চারদিন আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (টু) ম্যাচে তুর্কমেনিস্তানের অ্যাল্টিন অ্যাসার এফসি-র সামনে ইস্টবেঙ্গল এফসি ৷ ঘরের মাঠে চেনা পরিবেশ ও বিপুল সমর্থকের সমর্থন সত্ত্বেও নিজেদের 'আন্ডারডগ' বলছেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ আজ সন্ধ্যায় যুবভারতীতে অ্যাল্টিন অ্যাসারের বিরুদ্ধে মাঠে নামবেন কুয়াদ্রাতের ছেলেরা ৷
সুপার কাপ জয়ের পরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু টুর্নামেন্টে খেলায় যোগ্যতা অর্জন করেছিল ইস্টবেঙ্গল। বেশ কয়েকবছর পরে এশিয়ান পর্যায়ের কোনও প্রতিযোগিতায় লাল-হলুদ ব্রিগেড ৷ ফলে ফুটবলাররা যেমন মহাদেশীয় পর্যায়ে ভালো কিছু করতে মুখিয়ে রয়েছেন, তেমনি সমর্থকরাও প্রিয় দলকে আর্ন্তজাতিক পর্যায়ে সফল হতে দেখতে চাইছেন ৷ ফলে প্রত্যাশার পারদ যে ধীরে ধীরে চড়ছে তা বুঝতে পেরেই কার্লেস কুয়াদ্রাত তৈরি হয়েছেন ৷
তুর্কমেনিস্তানের ক্লাব দল অ্যাল্টিন অ্যাসারকে মাঠে সামলানোর অভিজ্ঞতা কোচ কার্লেস কুয়াদ্রাতের রয়েছে ৷ বেঙ্গালুরু এফসি-র কোচ থাকাকালীন এই দলের বিরুদ্ধে জিততে ব্যর্থ হয়েছিলেন কুয়াদ্রাত ৷ অতীত থেকে শিক্ষা নিয়ে এবং এএফসি কাপে প্রতিপক্ষের পারফরম্যান্স দেখে বুধসন্ধ্যার যুদ্ধের ছক সাজাচ্ছেন কুয়াদ্রাত ৷ নন্দকুমারকে পাশে বসিয়ে লাল-হলুদ হেডস্যর বলেন, “আমরা প্রস্তুতি নিয়েছি ৷ নিশুকুমার ছাড়া সকলেই ফিট। তবে অনকেইপুরো নব্বই মিনিট খেলার জায়গায় নেই ৷ দল হিসেবে প্রতিপক্ষ শক্তিশালী ৷ কঠিন ম্যাচ অপেক্ষা করছে ৷ চারদিনের ব্যবধানে দুটো কঠিন ম্যাচ খেলতে হবে আমাদের ৷ ফুটবলাররা তাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন ৷ আমাদের নেভার সে ডাই মানসিকতা মাঠে দেখাতে হবে। ফুটবলাররা সেভাবে প্রস্তুতি নিয়েছে।” একই সঙ্গে তিনি আরও বলেন, “অনেকদিন পরে আমরা এশীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছি। দেশ এবং দলের সম্মান রক্ষার কথা মাথায় রাখতে হবে ৷”
কোচের ভালো কিছু করার প্রতিশ্রুতির মধ্যে এএফসি কাপের সঙ্গে ডার্বির প্রস্তুতি চলছে একই সঙ্গে ইস্টবেঙ্গলে। ক্লেটন সিলভা, দিয়ামানতোকোস দু'জনেই ফিট ৷ তবে তাদের প্রথম একাদশে দেখার সম্ভাবনা কম ৷ কারণ প্রতিপক্ষকে চমক দিতে মাদিহা তালালকে ফলস নাইন হিসেবে ব্যবহার করতে পারেন কুয়াদ্রাত ৷ প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের অ্যাল্টিন অ্যাসার এফসি কড়া মেজাজে ফুটবল খেলতে পছন্দ করে। কোচ ইয়াজগালি হোজাগেলডিয়েভ বলেছেন ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরম্যান্স তারা দেখেছেন। দলের বিদেশিরা ভালো মানের। তাছাড়াও ভারতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার রয়েছে ৷ তাই কঠিন ম্যাচ হবে বলে মনে করছেন ৷ তুর্কমেনিস্তানের দলটিতে বিদেশি ফুটবলার নেই ৷ জাতীয় দলের ফুটবলারও এই বছর নেই। সেভাবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ভারতে আসেননি। তবে কলকাতার আবহের সঙ্গে মানিয়ে জয়ের রাস্তা গড়তে চায় অ্যাল্টিন অ্যাসার ৷