ETV Bharat / sports

ডুরান্ডের টিকিট নিয়ে চিন্তা নেই, ম্যাচ শেষে থাকবে ফেরার বিশেষ বাস - Durand Cup 2024 - DURAND CUP 2024

WB Govt on Durand Cup 2024: ম্যাচ শেষে থাকবে পর্যাপ্ত বাসের ব্যবস্থা । রাত ন’টার পরে ম্যাচ হওয়ার সমর্থকদের বাড়ি ফেরা নিয়ে সমস্যা হবে না । ফলে ডুরান্ডের ম্যাচ দেখে বাড়ি ফেরা নিয়ে কোনও সমস্যাতেই পড়তে হবে না ফুটবলপ্রেমীদের ৷

Durand Cup 2024
ডুরান্ডের টিকিট নিয়ে চিন্তা নেই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 10:16 PM IST

কলকাতা, 25 জুলাই: মোহনবাগান সুপার জায়ান্ট ও ডাউনটাউন এফসি ম্যাচ দিয়ে 2024 ডুরান্ড কাপের বল গড়ানো শুরু ৷ এক কোটি টাকা পুরস্কার মূল্যের ডুরান্ড কাপে অংশ নিচ্ছে 24টি দল । তাদের ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ প্রতি গ্রুপে থাকবে চারটি করে টিম ৷ গতবারের মতো এবছরও মোট 1 কোটি টাকার পুরস্কারমূল্য ঘোষণা করা হয়েছে ৷ যার মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে 60 লক্ষ টাকা ৷ রানার্স দল পাবে 30 লক্ষ টাকা ৷ বাকি 10 লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে গোল্ডেন বুট বিজয়ী, বিভিন্ন ম্যাচের ‘ম্যান অফ দ্য ম্যাচ’দের ।

ডুরান্ড ম্য়াচে বাড়ি ফেরার বিশেষ ব্যবস্থা করছে সরকার (ইটিভি ভারত)

কলকাতায় ফুটবল ম্যাচ মানেই সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ৷ ফলে টিকিট পাওয়া নিয়ে সমস্যা সবসময়ই থাকে ৷ ডুরান্ড কাপের বল গড়ানোর আগে স্বাভাবিকভাবেই প্রশ্ন, কোন ক্লাব কত টিকিট পাবে ? তিন বড় ক্লাব-সহ বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ’কে প্রতিটি ম্যাচের বেশ কিছু ফ্রি টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।

ডার্বি ম্যাচ ছাড়া বাকি সমস্ত ম্যাচে 5 হাজার করে ফ্রি টিকিট দেওয়া হবে তিন ক্লাবকে । আইএফএ পাবে 1200টি ফ্রি টিকিট ৷ পাশাপাশি ডার্বি ম্যাচের জন্যও মোহনবাগান-ইস্টবেঙ্গল পাবে 5000টি করে টিকিট । মহমেডানকে দেওয়া হবে 250টি টিকিট ৷ আইএফএ এক্ষেত্রেও 1200টি টিকিট পাবে ।

কিশোর ভারতীতে ম্যাচ হলে দু’দলই পাবে 2000টি করে টিকিট । ডার্বিতে টিকিট পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হবে না সমর্থকদের, আশ্বাস ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের । প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে পাশে বসিয়ে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সমর্থকদের জন্য থাকবে পর্যাপ্ত বাসের ব্যবস্থা । রাত ন’টার পরে ম্যাচ হওয়ার সমর্থকদের বাড়ি ফেরা নিয়ে সমস্যা হবে না । সেকথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা থাকবে । অরূপ বলেন, ‘‘শুধু ক্রীড়া দফতর নয়, সমস্ত দফতরই ডুরান্ড কমিটিকে সমস্তভাবে সাহায্য করছে ৷ যাতে এই টুর্নামেন্ট ভালভাবে সম্পন্ন করা যায় ।’’

কলকাতা, 25 জুলাই: মোহনবাগান সুপার জায়ান্ট ও ডাউনটাউন এফসি ম্যাচ দিয়ে 2024 ডুরান্ড কাপের বল গড়ানো শুরু ৷ এক কোটি টাকা পুরস্কার মূল্যের ডুরান্ড কাপে অংশ নিচ্ছে 24টি দল । তাদের ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ প্রতি গ্রুপে থাকবে চারটি করে টিম ৷ গতবারের মতো এবছরও মোট 1 কোটি টাকার পুরস্কারমূল্য ঘোষণা করা হয়েছে ৷ যার মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে 60 লক্ষ টাকা ৷ রানার্স দল পাবে 30 লক্ষ টাকা ৷ বাকি 10 লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে গোল্ডেন বুট বিজয়ী, বিভিন্ন ম্যাচের ‘ম্যান অফ দ্য ম্যাচ’দের ।

ডুরান্ড ম্য়াচে বাড়ি ফেরার বিশেষ ব্যবস্থা করছে সরকার (ইটিভি ভারত)

কলকাতায় ফুটবল ম্যাচ মানেই সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ৷ ফলে টিকিট পাওয়া নিয়ে সমস্যা সবসময়ই থাকে ৷ ডুরান্ড কাপের বল গড়ানোর আগে স্বাভাবিকভাবেই প্রশ্ন, কোন ক্লাব কত টিকিট পাবে ? তিন বড় ক্লাব-সহ বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ’কে প্রতিটি ম্যাচের বেশ কিছু ফ্রি টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।

ডার্বি ম্যাচ ছাড়া বাকি সমস্ত ম্যাচে 5 হাজার করে ফ্রি টিকিট দেওয়া হবে তিন ক্লাবকে । আইএফএ পাবে 1200টি ফ্রি টিকিট ৷ পাশাপাশি ডার্বি ম্যাচের জন্যও মোহনবাগান-ইস্টবেঙ্গল পাবে 5000টি করে টিকিট । মহমেডানকে দেওয়া হবে 250টি টিকিট ৷ আইএফএ এক্ষেত্রেও 1200টি টিকিট পাবে ।

কিশোর ভারতীতে ম্যাচ হলে দু’দলই পাবে 2000টি করে টিকিট । ডার্বিতে টিকিট পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হবে না সমর্থকদের, আশ্বাস ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের । প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে পাশে বসিয়ে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সমর্থকদের জন্য থাকবে পর্যাপ্ত বাসের ব্যবস্থা । রাত ন’টার পরে ম্যাচ হওয়ার সমর্থকদের বাড়ি ফেরা নিয়ে সমস্যা হবে না । সেকথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা থাকবে । অরূপ বলেন, ‘‘শুধু ক্রীড়া দফতর নয়, সমস্ত দফতরই ডুরান্ড কমিটিকে সমস্তভাবে সাহায্য করছে ৷ যাতে এই টুর্নামেন্ট ভালভাবে সম্পন্ন করা যায় ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.