মুম্বই, 24 অগস্ট: যতটা প্রশংসা ওর প্রাপ্য, কেরিয়ারে কখনোই সেটা ও পায়নি ৷ অবসর ঘোষণার পর শিখর ধাওয়ানকে নিয়ে আক্ষেপ ঝরে পড়ল ওয়াসিম জাফরের গলায় ৷ শনিবার সকালে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে সন্ন্য়াস নেওয়ার কথা ঘোষণা করেন শিখর ধাওয়ান ৷ ভারতীয় ক্রিকেট সার্কিটে যিনি পরিচিত 'গব্বর' নামেই ৷ অবসর ঘোষণার পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক রান সংগ্রহকারী ৷ অন্যান্যদের সঙ্গে ধাওয়ানের অবসরে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জাফরও, তবে একটু অন্যভাবে ৷
রঞ্জি ট্রফির সর্বাধিক রানস্কোরার ধাওয়ানকে নিয়ে এদিন সোশাল মিডিয়ায় লেখেন, "বড় টুর্নামেন্টের ক্রিকেটার ৷ কিন্তু কখনোই তেমন প্রশংসা পায়নি যতটা ওর প্রাপ্য ৷ কিন্তু সে সবে তেমন আমল ও দেয়নি কারণ দলের জয়টাই সবার আগে ছিল ওর কাছে ৷ বরাবরের একজন আদ্যন্ত টিমম্যান ৷ দুর্দান্ত একটা কেরিয়ারের জন্য অভিনন্দন একইসঙ্গে শুভেচ্ছা দ্বিতীয় ইনিংসের জন্য ৷"
A man for the big tournaments. Never got the plaudits he deserved but knowing him he didn't care who got the applause as long as team was winning. A team man through and through. Congratulations on a stellar career and all the best for your second innings @SDhawan25 🤗 pic.twitter.com/Y4fMBbIIfR
— Wasim Jaffer (@WasimJaffer14) August 24, 2024
ওয়াসিম জাফর কতটা সত্য়ি বলেছেন, তা নিয়ে বিতর্কের অবকাশ থাকতে পারে ৷ তবে এটা মেনে নিতে কোনও অসুবিধা নেই যে, গত দশকে আইসিসি টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার অন্যতম সফল ব্যাটার ছিলেন শিখর ধাওয়ান ৷ 2013 এবং 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান করার পাশাপাশি 2015 বিশ্বকাপেও ভারতীয় ব্যাটার হিসেবেও সর্বাধিক রান ছিল দিল্লি ব্য়াটারের ঝুলিতে ৷ 17টি শতরান সহযোগে 167টি ওয়ান-ডে ম্যাচে 7 হাজারের কাছাকাছি রান করা ধাওয়ান শেষমেশ ব্য়াট তুলে রাখার ঘোষণা করলেন এদিন ৷
Congratulations Shiki on a fantastic career! I know you will spread the same joy through everything you take up in the future! @SDhawan25 pic.twitter.com/yE3mQjKXj5
— Gautam Gambhir (@GautamGambhir) August 24, 2024
ধাওয়ানের অবসরে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ তথা বর্তমান জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর ৷ তিনি লেখেন, "শিখি তোমায় অভিনন্দন দুর্ধর্ষ একটা কেরিয়ারের জন্য ৷ আমি জানি যাই কর না কেন, ভবিষ্যতেও তুমি একইভাবে আনন্দ দিয়ে যাবে ৷" ভারতীয় ক্রিকেটের 'গব্বর'কে ঈর্ষনীয় কেরিয়ারের জন্য অভিনন্দন জানিয়েছেন সঈদ আনোয়ার, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়াররাও ৷