ETV Bharat / sports

'প্যাথেটিক পারফর্ম্যান্স', যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানের হারে ক্ষুব্ধ ওয়াসিম - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্ট খেলা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানের লজ্জাজনক হারে ক্ষুব্ধ ওয়াসিম আক্রম ৷ যার পরেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মন্তব্য চলতি টি-20 বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে ওঠা কঠিন হয়ে গিয়েছে বাবর আজমের দলের ৷

T20 World Cup 2024
পাকিস্তান দলের পারফর্ম্যান্সে ক্ষুব্ধ ওয়াসিম আক্রম ৷ (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jun 8, 2024, 6:40 AM IST

ডালাস, 8 জুন: টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লজ্জাজনক হারে ফের একবার আলোচনার কেন্দ্রে পাকিস্তান ক্রিকেট ৷ বাবর আজমদের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এবার পাকিস্তান দলের এই কুৎসিত পারফর্ম্যান্স নিয়ে সরব হলেন সেদেশের প্রাক্তন পেসার তথা অধিনায়ক ওয়াসিম আক্রম ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সম্প্রচারকারী চ্যানেলে আক্রম মন্তব্য করেছেন, "হার বা জিৎ খেলার অঙ্গ ৷ কিন্তু, পাকিস্তান দলের পারফর্ম্যান্স 'কুৎসিত' ছিল ৷"

ওয়াসিমের আরও সংযোজন, "খুবই 'কুৎসিত' পারফর্ম্যান্স ৷ হার বা জিৎ খেলার একটা অঙ্গ ৷ কিন্তু, একটা দলকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে ৷ এটা পাকিস্তান ক্রিকেটের পক্ষ খুবই খারাপ বিষয় ৷" তবে, শুধু ম্যাচের পারফর্ম্যান্স নিয়ে নয় ৷ আইসিসি টি-20 বিশ্বকাপে পাকিস্তানের পরবর্তী অর্থাৎ, সুপার এইটে ওঠা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি ৷ আক্রমের কথায়, "এবার এখান থেকে পাকিস্তানের সুপার এইটে ওঠার লড়াইটা আরও কঠিন হয়ে গেল ৷ কারণ, এবার ওদের ভারতের বিরুদ্ধে খেলতে হবে এবং আরও দু'টো ভালো দলের বিরুদ্ধেও (আয়ারল্যান্ড এবং কানাডা) ৷"

1992 বিশ্বকাপ জয়ী দলের সদস্য আক্রমের কথায়, পাকিস্তান শুরুতেই ম্যাচে পিছিয়ে পড়েছিল ৷ পাওয়ার-প্লে'র মধ্যে 3 উইকেট হারিয়ে মাত্র 30 রান তুলে কখনই আইসিসি টুর্নামেন্টে জেতা যায় না-বলে মন্তব্য করেন তিনি ৷ চতুর্থ উইকেটে অধিনায়ক বাবর আজম এবং শাদাব খান 72 রানের পার্টনারশিপ গড়লেও, তা খুবই ধীর গতিতে এসেছিল ৷ উল্লেখ্য, পাওয়ার-প্লে'তে 3 উইকেট হারিয়ে মোমেন্টামের খোঁজে বল নষ্ট করেন বাবর এবং শাদাব ৷ ফলে 20 ওভারে 7 উইকেট হারিয়ে মাত্র 159 রান তুলে ম্যাচ জেতার আশা করা খুবই কঠিন বলে মনে করেন ওয়াসিম ৷

বিশেষত, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাটিংয়ের সামনে মহম্মদ আমের, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের বোলিং কোনও তৃতীয় ডিভিশনের ক্লাব ম্যাচের থেকে খারাপ ছিল ৷ ফলে ওয়াসিম প্রশ্ন তুলেছেন, রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামনে কীভাবে মাথা তুলে দাঁড়াবেন বাবররা ? এমনকী, 20 ওভারে 159 রানে যুক্তরাষ্ট্রকে আটকে ম্যাচ সুপার-ওভারে নিয়ে যাওয়ার পরেও, হার মানতে পারছেন না তিনি ৷

ওয়াসিম আক্রমের কথা, "যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দল খেলছে, তখন আমি আত্মবিশ্বাসী, প্রত্যেক পাকিস্তানি সমর্থক আত্মবিশ্বাসী যে, আমরা জিতব ৷ কিন্তু, প্রথম ইনিংসে যেভাবে ওরা খেলল, আর দ্বিতীয় ইনিংসে অর্থাৎ, সুপার ওভারে 18 রান খরচ করা পাকিস্তানের আশায় জল ঢেলে দিয়েছিল ৷ কারণ, ওটা 1 ওভারে 36 রানের সমান সুপার ওভারে ৷ অসাধারণ খেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র !" আগামিকাল, রবিবার নিউইয়র্কে ভারতের মুখোমুখি পাকিস্তান ৷ যে ম্যাচে নামার আগে রোহিত শর্মার দল, যতটা আত্মবিশ্বাসী থাকবে ৷ তার থেকে দ্বিগুন চাপ নিয়ে খেলতে নামবে পাকিস্তান ৷

ডালাস, 8 জুন: টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লজ্জাজনক হারে ফের একবার আলোচনার কেন্দ্রে পাকিস্তান ক্রিকেট ৷ বাবর আজমদের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এবার পাকিস্তান দলের এই কুৎসিত পারফর্ম্যান্স নিয়ে সরব হলেন সেদেশের প্রাক্তন পেসার তথা অধিনায়ক ওয়াসিম আক্রম ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সম্প্রচারকারী চ্যানেলে আক্রম মন্তব্য করেছেন, "হার বা জিৎ খেলার অঙ্গ ৷ কিন্তু, পাকিস্তান দলের পারফর্ম্যান্স 'কুৎসিত' ছিল ৷"

ওয়াসিমের আরও সংযোজন, "খুবই 'কুৎসিত' পারফর্ম্যান্স ৷ হার বা জিৎ খেলার একটা অঙ্গ ৷ কিন্তু, একটা দলকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে ৷ এটা পাকিস্তান ক্রিকেটের পক্ষ খুবই খারাপ বিষয় ৷" তবে, শুধু ম্যাচের পারফর্ম্যান্স নিয়ে নয় ৷ আইসিসি টি-20 বিশ্বকাপে পাকিস্তানের পরবর্তী অর্থাৎ, সুপার এইটে ওঠা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি ৷ আক্রমের কথায়, "এবার এখান থেকে পাকিস্তানের সুপার এইটে ওঠার লড়াইটা আরও কঠিন হয়ে গেল ৷ কারণ, এবার ওদের ভারতের বিরুদ্ধে খেলতে হবে এবং আরও দু'টো ভালো দলের বিরুদ্ধেও (আয়ারল্যান্ড এবং কানাডা) ৷"

1992 বিশ্বকাপ জয়ী দলের সদস্য আক্রমের কথায়, পাকিস্তান শুরুতেই ম্যাচে পিছিয়ে পড়েছিল ৷ পাওয়ার-প্লে'র মধ্যে 3 উইকেট হারিয়ে মাত্র 30 রান তুলে কখনই আইসিসি টুর্নামেন্টে জেতা যায় না-বলে মন্তব্য করেন তিনি ৷ চতুর্থ উইকেটে অধিনায়ক বাবর আজম এবং শাদাব খান 72 রানের পার্টনারশিপ গড়লেও, তা খুবই ধীর গতিতে এসেছিল ৷ উল্লেখ্য, পাওয়ার-প্লে'তে 3 উইকেট হারিয়ে মোমেন্টামের খোঁজে বল নষ্ট করেন বাবর এবং শাদাব ৷ ফলে 20 ওভারে 7 উইকেট হারিয়ে মাত্র 159 রান তুলে ম্যাচ জেতার আশা করা খুবই কঠিন বলে মনে করেন ওয়াসিম ৷

বিশেষত, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাটিংয়ের সামনে মহম্মদ আমের, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের বোলিং কোনও তৃতীয় ডিভিশনের ক্লাব ম্যাচের থেকে খারাপ ছিল ৷ ফলে ওয়াসিম প্রশ্ন তুলেছেন, রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামনে কীভাবে মাথা তুলে দাঁড়াবেন বাবররা ? এমনকী, 20 ওভারে 159 রানে যুক্তরাষ্ট্রকে আটকে ম্যাচ সুপার-ওভারে নিয়ে যাওয়ার পরেও, হার মানতে পারছেন না তিনি ৷

ওয়াসিম আক্রমের কথা, "যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দল খেলছে, তখন আমি আত্মবিশ্বাসী, প্রত্যেক পাকিস্তানি সমর্থক আত্মবিশ্বাসী যে, আমরা জিতব ৷ কিন্তু, প্রথম ইনিংসে যেভাবে ওরা খেলল, আর দ্বিতীয় ইনিংসে অর্থাৎ, সুপার ওভারে 18 রান খরচ করা পাকিস্তানের আশায় জল ঢেলে দিয়েছিল ৷ কারণ, ওটা 1 ওভারে 36 রানের সমান সুপার ওভারে ৷ অসাধারণ খেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র !" আগামিকাল, রবিবার নিউইয়র্কে ভারতের মুখোমুখি পাকিস্তান ৷ যে ম্যাচে নামার আগে রোহিত শর্মার দল, যতটা আত্মবিশ্বাসী থাকবে ৷ তার থেকে দ্বিগুন চাপ নিয়ে খেলতে নামবে পাকিস্তান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.