ETV Bharat / sports

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্টে নেই বিরাট, ব্যক্তিগত কারণ বলে জানাল বোর্ড - বিরাট কোহলি

Virat Kohli withdraws from First Two Tests: আবারও ব্যক্তিগত কারণে ভারতীয় দল থেকে নাম তুলে নিলেন বিরাট কোহলি ৷ ঘরের মাঠে শুরু হতে চলা 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু’টি ম্যাচে ব্যক্তিগত কারণে খেলবেন না তিনি ৷ আজ বিসিসিআই-এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 3:24 PM IST

Updated : Jan 22, 2024, 4:07 PM IST

মুম্বই, 22 জানুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট ম্যাচে খেলবেন না বিরাট কোহলি ৷ ব্যক্তিগত কারণের কথা জানিয়ে প্রথম দুই টেস্ট থেকে অব্যাহতি চেয়েছেন ৷ আজ বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে ৷ অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটির অনুমতি নিয়েই নিজেকে প্রথম দুই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন বিরাট ৷ খুব শীঘ্রই নির্বাচক কমিটি প্রথম দুই ম্যাচে বিরাটের পরিবর্ত ঘোষণা করবে বলে ৷

বোর্ডের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "ব্যক্তিগত কারণে বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে তাঁর নাম প্রত্যাহারের অনুরোধ করেছিলেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে আবেদন করেছিলেন ৷ "এই আবেদন করার আগে অবশ্য বিরাট রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছিলেন বলে জানিয়েছে বিসিসিআই ৷ সেখানে বলা হয়েছে, "বিরাট, অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেন ৷ বিরাট জানিয়েছেন, দেশের প্রতিনিধিত্ব করার তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ কিন্তু, ব্যক্তিগত এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য তাঁকে সেখানে উপস্থিত থাকতে হচ্ছে ৷"

বোর্ডরে তরফে বিরাটের সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ৷ বোর্ড জানিয়েছে, "বিসিসিআই তাঁর সিদ্ধান্তকে সম্মান জানায় এবং বোর্ড ও টিম ম্যানেজমেন্ট বিরাটের সঙ্গে রয়েছে ৷ দলের বাকি সদস্যরা টেস্ট সিরিজে নিজেদের সেরাটা দেবেন ও দলকে জেতাবেন, সেই বিশ্বাস আমাদের রয়েছে ৷" বোর্ডের তরফে সংবাদমাধ্যম ও অনুরাগীদের উদ্দেশ্যে এও অনুরোধ করা হয়েছে, এই মুহূর্তে বিরাট কোহলির ব্যক্তিগত জীবনে কোনও উঁকিঝুকি না দেওয়া হয় ৷ সঙ্গে কোনও রকম গুজব যাতে না ছড়ানো হয়, তা খেয়াল রাখতে অনুরোধ করেছে বোর্ড ৷ খুব দ্রুত নির্বাচক কমিটি প্রথম দুই টেস্টে বিরাটের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বলে জানানো হয়েছে ৷

উল্লেখ্য, এটা প্রথমবার নয় ৷ এর আগেও একাধিকবার বিরাট ব্যক্তিগত কারণে সিরিজের শুরু ও মাঝে দল থেকে বেরিয়ে গিয়েছিলেন ৷ বিশ্বকাপের আগে বিশেষ অনুমতি নিয়ে মুম্বইয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি ৷ যদিও, সেবার কোনও ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেননি ৷ এর পর দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট শুরুর 3 দিন আগে ভারতে ফিরে এসেছিলেন ৷ আবার ম্যাচের একদিন আগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে যান ৷ আর ঘরের মাঠে সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে ব্যক্তিগত কারণে খেলেননি ৷ আর এবার ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন না তিনি ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকতে অযোধ্যায় কুম্বলে-সাইনা-মিতালি
  2. নয়া কীর্তি, সচিন-গাভাসকরদের সঙ্গে এলিট ক্লাবে পূজারা
  3. জয় দূরের কথা, ছত্তিশগড়ের বিরুদ্ধে 3 পয়েন্ট পেতে বাংলার পথের কাঁটা আবহাওয়া

মুম্বই, 22 জানুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট ম্যাচে খেলবেন না বিরাট কোহলি ৷ ব্যক্তিগত কারণের কথা জানিয়ে প্রথম দুই টেস্ট থেকে অব্যাহতি চেয়েছেন ৷ আজ বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে ৷ অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটির অনুমতি নিয়েই নিজেকে প্রথম দুই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন বিরাট ৷ খুব শীঘ্রই নির্বাচক কমিটি প্রথম দুই ম্যাচে বিরাটের পরিবর্ত ঘোষণা করবে বলে ৷

বোর্ডের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "ব্যক্তিগত কারণে বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে তাঁর নাম প্রত্যাহারের অনুরোধ করেছিলেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে আবেদন করেছিলেন ৷ "এই আবেদন করার আগে অবশ্য বিরাট রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছিলেন বলে জানিয়েছে বিসিসিআই ৷ সেখানে বলা হয়েছে, "বিরাট, অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেন ৷ বিরাট জানিয়েছেন, দেশের প্রতিনিধিত্ব করার তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ কিন্তু, ব্যক্তিগত এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য তাঁকে সেখানে উপস্থিত থাকতে হচ্ছে ৷"

বোর্ডরে তরফে বিরাটের সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ৷ বোর্ড জানিয়েছে, "বিসিসিআই তাঁর সিদ্ধান্তকে সম্মান জানায় এবং বোর্ড ও টিম ম্যানেজমেন্ট বিরাটের সঙ্গে রয়েছে ৷ দলের বাকি সদস্যরা টেস্ট সিরিজে নিজেদের সেরাটা দেবেন ও দলকে জেতাবেন, সেই বিশ্বাস আমাদের রয়েছে ৷" বোর্ডের তরফে সংবাদমাধ্যম ও অনুরাগীদের উদ্দেশ্যে এও অনুরোধ করা হয়েছে, এই মুহূর্তে বিরাট কোহলির ব্যক্তিগত জীবনে কোনও উঁকিঝুকি না দেওয়া হয় ৷ সঙ্গে কোনও রকম গুজব যাতে না ছড়ানো হয়, তা খেয়াল রাখতে অনুরোধ করেছে বোর্ড ৷ খুব দ্রুত নির্বাচক কমিটি প্রথম দুই টেস্টে বিরাটের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বলে জানানো হয়েছে ৷

উল্লেখ্য, এটা প্রথমবার নয় ৷ এর আগেও একাধিকবার বিরাট ব্যক্তিগত কারণে সিরিজের শুরু ও মাঝে দল থেকে বেরিয়ে গিয়েছিলেন ৷ বিশ্বকাপের আগে বিশেষ অনুমতি নিয়ে মুম্বইয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি ৷ যদিও, সেবার কোনও ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেননি ৷ এর পর দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট শুরুর 3 দিন আগে ভারতে ফিরে এসেছিলেন ৷ আবার ম্যাচের একদিন আগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে যান ৷ আর ঘরের মাঠে সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে ব্যক্তিগত কারণে খেলেননি ৷ আর এবার ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন না তিনি ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকতে অযোধ্যায় কুম্বলে-সাইনা-মিতালি
  2. নয়া কীর্তি, সচিন-গাভাসকরদের সঙ্গে এলিট ক্লাবে পূজারা
  3. জয় দূরের কথা, ছত্তিশগড়ের বিরুদ্ধে 3 পয়েন্ট পেতে বাংলার পথের কাঁটা আবহাওয়া
Last Updated : Jan 22, 2024, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.