ETV Bharat / sports

বিশ্বকাপ অভিযান শুরুর আগেই কোহলিকে সেরার শিরোপা দিল আইসিসি - Virat Kohli - VIRAT KOHLI

ICC Men's ODI Cricketer of the Year 2023: 5 জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ শুরু করবে টিম ইন্ডিয়া ৷ তার আগে একমাত্র বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া ৷ এখনও বিশ্বকাপের আসল পর্বে পা-দেয়নি মেন ইন ব্লু ৷ এর আগেই কোহলির মাথায় উঠল আরও এক মুকুট ৷ দেশের নয়া জার্সি পরে আইসিসি-র এই নতুন তকমায় কেমন লাগছে চেজ মাস্টারকে?

ICC Men's ODI Cricketer of the Year 2023
কোহলিকে সেরার শিরোপা দিল আইসিসি (আইসিসি এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 2:57 PM IST

নিউইয়র্ক, 3 জুন: 2023 ওয়ান ডে ক্রিকেটে আইসিসি-র সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন বিরাট কোহলি। সেরা প্লেয়ারকে দেখা হাতে দেখা গেল ট্রফি হাতে ও নীল টুপি পরে ৷ আইসিসি-র তরফে সোমবার এক্স হ্যান্ডেলে কিং কোহলির কিছু ছবি পোস্ট করা হয়েছে ৷ বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে না-নামলেও টুর্নামেন্টের ফটোশুটের জন্য দেখা গেল কোহলিকে। নয়া জার্সিতে দেশের প্রাক্তন অধিনায়ককে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে ৷

2023 সালে ওয়ান ডে-র আইসিসি-র পুরস্কার মঞ্চের অনুষ্ঠানে ছিল কড়া নিরাপত্তা। সামনে ছিল ঘোড়সওয়ার পুলিশ। চারদিকে ছিলেন নিরাপত্তারক্ষীরা। এত নিরাপত্তার কারণ, আগামী 9 জুন ভারত-পাকিস্তান মহারণ ৷ কিছুদিন আগেই ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি এসেছে। আর সেকথায় আইসিসি মান্যতা-না দিলেও মার্কিন পুলিশ ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার ছকের অভিযোগ নিশ্চিত করেছে ৷ যদিও আইসিসি-র থেকে নিরাপত্তা বিষয়ে সমস্ত রকম আশ্বাস দেওয়া হয়েছে ৷

এরই মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় বাংলাদেশ ম্যাচের সময় অধিনায়ক রোহিত শর্মাকে এক ভক্তর জড়িয়ে ধরার ছবি ৷ ওই ভক্তকে মাঠের নিরাপত্তাকারীরা মাটিতে ফেলে মারধর করেন ৷ এদিকে পুলিশদের রোহিত অনুরোধ করেন, যাতে তাঁকে আঘাত না-করা হয়। তাই ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের এত নিরাপত্তা দেওয়া হচ্ছে ৷

উল্লেখ্য, বর্তমানে 'কিং কোহলি' সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে সবথেকে বেশি রান করেছেন রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি ৷ সবথেকে বেশি 741 রান করে অরেঞ্জ ক্যাপ শিরোপাধারী ছিলেন তিনিই ৷ 15টি ম্যাচে 42টি চার ও 38টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে ৷ পাশাপাশি অর্ধশতরান 5টি ও 100টি শতরান করেছেন সদ্যসমাপ্ত হওয়া কোটিপতি লিগে ৷

নিউইয়র্ক, 3 জুন: 2023 ওয়ান ডে ক্রিকেটে আইসিসি-র সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন বিরাট কোহলি। সেরা প্লেয়ারকে দেখা হাতে দেখা গেল ট্রফি হাতে ও নীল টুপি পরে ৷ আইসিসি-র তরফে সোমবার এক্স হ্যান্ডেলে কিং কোহলির কিছু ছবি পোস্ট করা হয়েছে ৷ বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে না-নামলেও টুর্নামেন্টের ফটোশুটের জন্য দেখা গেল কোহলিকে। নয়া জার্সিতে দেশের প্রাক্তন অধিনায়ককে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে ৷

2023 সালে ওয়ান ডে-র আইসিসি-র পুরস্কার মঞ্চের অনুষ্ঠানে ছিল কড়া নিরাপত্তা। সামনে ছিল ঘোড়সওয়ার পুলিশ। চারদিকে ছিলেন নিরাপত্তারক্ষীরা। এত নিরাপত্তার কারণ, আগামী 9 জুন ভারত-পাকিস্তান মহারণ ৷ কিছুদিন আগেই ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি এসেছে। আর সেকথায় আইসিসি মান্যতা-না দিলেও মার্কিন পুলিশ ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার ছকের অভিযোগ নিশ্চিত করেছে ৷ যদিও আইসিসি-র থেকে নিরাপত্তা বিষয়ে সমস্ত রকম আশ্বাস দেওয়া হয়েছে ৷

এরই মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় বাংলাদেশ ম্যাচের সময় অধিনায়ক রোহিত শর্মাকে এক ভক্তর জড়িয়ে ধরার ছবি ৷ ওই ভক্তকে মাঠের নিরাপত্তাকারীরা মাটিতে ফেলে মারধর করেন ৷ এদিকে পুলিশদের রোহিত অনুরোধ করেন, যাতে তাঁকে আঘাত না-করা হয়। তাই ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের এত নিরাপত্তা দেওয়া হচ্ছে ৷

উল্লেখ্য, বর্তমানে 'কিং কোহলি' সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে সবথেকে বেশি রান করেছেন রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি ৷ সবথেকে বেশি 741 রান করে অরেঞ্জ ক্যাপ শিরোপাধারী ছিলেন তিনিই ৷ 15টি ম্যাচে 42টি চার ও 38টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে ৷ পাশাপাশি অর্ধশতরান 5টি ও 100টি শতরান করেছেন সদ্যসমাপ্ত হওয়া কোটিপতি লিগে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.