বার্বাডোজ, 29 জুন: বিশ্বসেরার তাজ মাথায় নিয়ে টি-20 ফর্ম্যাটকে বিদায় জানালেন বিরাট কোহলি ৷ দেশকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের কনিষ্ঠ সংস্করণ থেকে সরে দাঁড়ালেন দেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ৷ ব্যাটন ছেড়ে গেলেন ‘মেন ইন ব্লু’র আগামী প্রজন্মের জন্য ৷
সাত মাস 10 দিন আগে হাতছাড়া হয়েছিল ওডিআই বিশ্বকাপ ৷ পোডিয়ামের দিকে বিরাটের শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকার ছবি এখনও ক্রিকেট ফ্যানদের চোখে জল আনে ৷ আজও চোখে জল আনলেন কোহলি ৷ দেশকে কুড়ি-বিশের ফর্ম্যাটে বিশ্বসেরা করে ৷ নিজের কাজটা করেই টি-20 ফর্ম্যাটে ভারতীয় জার্সিকে বিদায় জানালেন দেশের সবচেয়ে বন্দিত ক্রিকেটার ৷
এদিন চাপের মুখে রানমেশিনের 76 রানের ইনিংসই ভারতের লড়াইয়ের ভিত গড়ে দেয় ৷ 2010 সাল থেকে দেশের জার্সিতে টি-20 ম্যাচ খেলছেন বিরাট ৷ 6টি বিশ্বকাপ, 14 বছর অধ্যবসায়ের পর দেশকে বিশ্বসেরা করলেন ‘কিং কোহলি’ ৷ ম্যাচের সেরা হয়ে ঘোষণা করলেন, লক্ষ্যে পৌঁছে গিয়েছেন ৷ এবার তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার পালা ৷ ফলে দেশের জার্সিতে টি-20 ফর্ম্যাট থেকে সরে দাঁড়াচ্ছেন ৷
T20 World Champion, Virat Kohli. 🥹🇮🇳 pic.twitter.com/gdVdkZXNTB
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 29, 2024
একনজরে কোহলিয়ানা...
- ভারতের হয়ে খেলেছেন 125টি টি-20 ম্যাচ
- 117 ইনিংসে 4188 রান করেছেন
- গড় 48.69
- স্ট্রাইক রেট 137.04
- সর্বোচ্চ রান 122 নট-আউট
- করেছেন 1টি শতরান, অর্ধ-শতরানের সংখ্যা 38
- দেশের জার্সিতে খেলেছেন 6টি বিশ্বকাপ
- 2024 বিশ্বকাপ ফাইনালে ‘ম্যান অব দ্য ম্যাচ’
2011 সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য বিরাটের উপরই ভরসা করেছিল দল ৷ গোটা টুর্নামেন্টে ব্যর্থ ব্যাটারের পাশেই দাঁড়িয়েছিলেন অধিনায়ক রোহিত ৷ ফাইনালে এসে কোহলি বোঝালেন কেন তিনি ‘মডার্ন ডে গ্রেট’ ৷ গিয়ার বদলে খেললেন, কখনও অক্ষর, কখনও শিবম দুবেকে সঙ্গী করে দেশকে বিশ্বজয়ের তাজ পরানোর সলতেটা পাকালেন ৷ ঘরে তুললেন নিজের দু’নম্বর বিশ্বজয়ের খেতাব ৷
বিরাটের ক্যাবিনেটে কী কী রয়েছে ?
- ওডিআই বিশ্বকাপ
- টি-20 বিশ্বকাপ
- চ্যাম্পিয়ন্স ট্রফি
- দু’বার টি-20 বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা খেলোয়াড়
- ওডিআই বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট
- আইসিসি বর্ষসেরা ক্রিকেটার
- আইসিসি বর্ষসেরা ওডিআই ক্রিকেটার