মুম্বই, 5 জুন: নিউইয়র্কে পাকিস্তানের গ্রুপ লিগের ম্যাচ হোক, অথবা সুপার এইটে অস্ট্রেলিয়া, এমনকি ফাইনাল ম্যাচে 16 নম্বর ওভারে রান আটকানো ৷ জসপ্রীত বুমরার হাতে যখনই বল তুলে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, তিনি হতাশ করেননি ৷ প্রতিবার উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছেন ৷ ভারতীয় ক্রিকেটে এমন নির্ভরযোগ্য পেসার হালফিলে খুব একটা দেখা যায়নি ৷ বৃহস্পতিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে 'বিরাট' ঘোষণা কোহলির ৷
বৃহস্পতিতে দিনভর ভারতীয় দলের টি20 বিশ্বকাপ জয়ের উদযাপন হয়েছে ৷ যার শুরুটা হয়েছিল দিল্লিতে প্রধানমন্ত্রী বাসভবন থেকে ৷ আর শেষটা হয়, ভারতীয় ক্রিকেটের আঁতুড় ঘর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ এই ওয়াংখেড়ের মাঠেই আইপিএল মঞ্চে 19 বছরের তরুণ বুমরাকে আবিষ্কার করেছিল ভারতীয় ক্রিকেট ৷ আর সেই মাঠেই জসপ্রীত বুমরাকে 'জাতীয় সম্পদ'-এর তকমা দিয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷
Watch out for those moves 🕺🏻
— BCCI (@BCCI) July 5, 2024
Wankhede was a vibe last night 🥳#T20WorldCup | #TeamIndia | #Champions pic.twitter.com/hRBTcu9bXc
বিশ্বকাপ জয়ের সেলিব্রিশনের সঞ্চালক গৌরব কাপূর বিরাটকে প্রশ্ন করেছিলেন, "তাহলে কি আপনি জসপ্রীত বুমরাকে 'অষ্টম আশ্চর্য' এবং 'জাতীয় সম্পদ' ঘোষণার জন্য পিটিশনে সই করবেন ?" মুহূর্তের মধ্যে বিরাটের জবাব ছিল, 'হ্যাঁ' ৷ বিরাট বলেন, "অবশ্যই আমি জসপ্রীত বুমরার জন্য পিটিশন সই করব ৷ ওর মতো বলার প্রজন্মে একবারই আসে ৷" যদিও, বুমরার কৃতিত্ব নিয়ে বলার শুরুটা করেছিলেন বিরাট নিজেই ৷
ভারতের অতীত সাফল্য এবং এই টি20 বিশ্বকাপ জয়ে জসপ্রীত বুমরার অবদানের জন্য জসপ্রীত বুমরার প্রশংসা করেন বিরাট ৷ তিনি বলেন, "আমি একজনের নাম নিতে যাই, যে এই টি20 বিশ্বকাপে প্রতিটি কঠিন পরিস্থিতিতে আমাদের বারবার ম্যাচে ফিরিয়ে এনেছে ৷ সেটা হল জসপ্রীত বুমরা ৷ জসপ্রীত বুমরার মতো বোলার একটা প্রজন্মে একবারই আসে ৷ আমরা ভাগ্যবান ও আমাদের হয়ে খেলে ৷"
This Day. This Celebration. This Reception 💙#TeamIndia | #T20WorldCup | #Champions pic.twitter.com/nhdoqqVUzU
— BCCI (@BCCI) July 4, 2024
উল্লেখ্য, এই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রায় হেরে যাওয়া ম্যাচে ভারতে ফিরিয়ে এনেছিলেন বুমরা ৷ ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা মহম্মদ রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন তিনি ৷ এরপর সুপার এইটে অস্ট্রেলিয়াকে প্রায় একার হাতে জিতিয়ে দিচ্ছিলেন ট্রাভিস হেড ৷ কিন্তু, সেখানেও ভারতের ত্রাতা হিসেবে আবির্ভাব হয় বুমরার ৷ এমনকি ফাইনালে 15 নম্বর ওভারে অক্ষর প্যাটেলকে 24 রান নেন হেনরিক ক্লাসেন ৷ যারপর 30 বলে মাত্র 30 রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার ৷ সেখানেও রোহিত বুমরার উপর ভরসা রাখেন এবং তিনি ওই ওভারে মাত্র 4 রান দেন ৷ যা ভারতকে ম্যাচে ফিরতে সাহায্য করেছিল ৷