ETV Bharat / sports

ফের অধিনায়ক হচ্ছেন বিরাট ! পুরনো দায়িত্বে ফিরতে চান কোহলিও

ফের অধিনায়ক হওয়ার পথে বিরাট কোহলি ? বিভিন্ন রিপোর্ট বলছে, ফেলে আসা দায়িত্বে ফেরানো হতে পারে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ৷

Virat Kohli
পুরনো দায়িত্বে ফিরতে চান কোহলিও (Getty Images)
author img

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

হায়দরাবাদ, 30 অক্টোবর: ফর্মের ধারেকাছে নেই ৷ পুণেতে দ্বিতীয় টেস্টে স্যান্টনারের যে ডেলিভারিতে কোহলি উইকেট ছুড়ে দিয়ে এসেছেন, অনেকে বলছেন কেরিয়ারের সম্ভবত সবচেয়ে খারাপ শটটা খেলে আউট হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ আলোচনা শুরু হয়েছে তাঁর অবসরের ‘সঠিক সময়’ নিয়েও ৷ তারমধ্যেই এবার খবর, ফের অধিনায়কের দায়িত্ব পেতে পারেন বিরাট ৷

সম্প্রতি সংবাদমাধ্যমে বেশ কিছু রিপোর্ট প্রকাশ্যে এসেছে ৷ তাতে শোনা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু দলের অধিনায়ক পদে ফিরতে চেয়েছেন বিরাট কোহলি । ইএসপিএন ক্রিকইনফো’র রিপোর্ট বলছে, বিরাট কোহলি আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হতে চান । তবে, আরসিবি তাঁকে ফের অধিনায়ক হিসাবে ফেরাবে কি না, তা এখনও স্পষ্ট নয় ।

কোহলি তাঁর অভিপ্রায় স্পষ্ট করলেন, আইপিএল 2025 মেগা নিলামে আরসিবি ম্যানেজমেন্ট কী স্ট্র্যাটেজি নেবে তা এখনও সামনে আসেনি ৷ রিটেনশনের সিদ্ধান্ত নেওয়ার পরই অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট ।

বিরাট ফের দলের অধিনায়ক হলে, আরসিবি’র দলনেতা হিসেবে এটি হবে তাঁর দ্বিতীয় ইনিংস । 2013-2021, সাত বছর অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন কিং কোহলি । আইপিএল 2022 মেগা নিলামের আগে তিনি দায়িত্ব ছেড়ে দেন । তাঁর নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2016 আইপিএল ফাইনালে পৌঁছেছিল ৷ যদিও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারায় ট্রফি ছোঁয়া হয়নি ।

আরও পড়ুন

আরসিবি-ফ্যাফ দু’প্লেসি সম্পর্ক শেষ ?

বিরাট কোহলি অধিনায়কের পদে ফিরলে সরতে হবে ফ্যাফ দু’প্লেসিকে ৷ প্রোটিয়া ব্যাটারের নেতৃত্বে শেষ তিন বছরে দু’বার শেষ চারে জায়গা করে নিয়েছে আরসিবি । যদিও 40 বছর বয়সি ফ্যাফ’কে সম্ভবত ছেড়ে দিতে চাইছে ম্যানেজমেন্ট ৷ দক্ষিণ আফ্রিকান ব্যাটারের জন্য রাইট টু ম্যাচ (RTM) কার্ড ব্যবহার করতে পারে আরসিবি ।

আসতে পারেন কেএল রাহুল...

লখনউ সুপার জায়ান্টসের কেএল রাহুলকে ধরে রাখার সম্ভাবনা কম । অন্যদিকে দীনেশ কার্তিকের জায়গায় একজন স্টাম্পার-ব্যাটারের খোঁজে রয়েছে বেঙ্গালুরু ৷ ফলে আরসিবি রাহুলকে নিলে তাঁকেও অধিনায়ক হিসাবে নিয়োগ করা হতে পারে ।

আরও পড়ুন

হায়দরাবাদ, 30 অক্টোবর: ফর্মের ধারেকাছে নেই ৷ পুণেতে দ্বিতীয় টেস্টে স্যান্টনারের যে ডেলিভারিতে কোহলি উইকেট ছুড়ে দিয়ে এসেছেন, অনেকে বলছেন কেরিয়ারের সম্ভবত সবচেয়ে খারাপ শটটা খেলে আউট হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ আলোচনা শুরু হয়েছে তাঁর অবসরের ‘সঠিক সময়’ নিয়েও ৷ তারমধ্যেই এবার খবর, ফের অধিনায়কের দায়িত্ব পেতে পারেন বিরাট ৷

সম্প্রতি সংবাদমাধ্যমে বেশ কিছু রিপোর্ট প্রকাশ্যে এসেছে ৷ তাতে শোনা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু দলের অধিনায়ক পদে ফিরতে চেয়েছেন বিরাট কোহলি । ইএসপিএন ক্রিকইনফো’র রিপোর্ট বলছে, বিরাট কোহলি আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হতে চান । তবে, আরসিবি তাঁকে ফের অধিনায়ক হিসাবে ফেরাবে কি না, তা এখনও স্পষ্ট নয় ।

কোহলি তাঁর অভিপ্রায় স্পষ্ট করলেন, আইপিএল 2025 মেগা নিলামে আরসিবি ম্যানেজমেন্ট কী স্ট্র্যাটেজি নেবে তা এখনও সামনে আসেনি ৷ রিটেনশনের সিদ্ধান্ত নেওয়ার পরই অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট ।

বিরাট ফের দলের অধিনায়ক হলে, আরসিবি’র দলনেতা হিসেবে এটি হবে তাঁর দ্বিতীয় ইনিংস । 2013-2021, সাত বছর অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন কিং কোহলি । আইপিএল 2022 মেগা নিলামের আগে তিনি দায়িত্ব ছেড়ে দেন । তাঁর নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2016 আইপিএল ফাইনালে পৌঁছেছিল ৷ যদিও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারায় ট্রফি ছোঁয়া হয়নি ।

আরও পড়ুন

আরসিবি-ফ্যাফ দু’প্লেসি সম্পর্ক শেষ ?

বিরাট কোহলি অধিনায়কের পদে ফিরলে সরতে হবে ফ্যাফ দু’প্লেসিকে ৷ প্রোটিয়া ব্যাটারের নেতৃত্বে শেষ তিন বছরে দু’বার শেষ চারে জায়গা করে নিয়েছে আরসিবি । যদিও 40 বছর বয়সি ফ্যাফ’কে সম্ভবত ছেড়ে দিতে চাইছে ম্যানেজমেন্ট ৷ দক্ষিণ আফ্রিকান ব্যাটারের জন্য রাইট টু ম্যাচ (RTM) কার্ড ব্যবহার করতে পারে আরসিবি ।

আসতে পারেন কেএল রাহুল...

লখনউ সুপার জায়ান্টসের কেএল রাহুলকে ধরে রাখার সম্ভাবনা কম । অন্যদিকে দীনেশ কার্তিকের জায়গায় একজন স্টাম্পার-ব্যাটারের খোঁজে রয়েছে বেঙ্গালুরু ৷ ফলে আরসিবি রাহুলকে নিলে তাঁকেও অধিনায়ক হিসাবে নিয়োগ করা হতে পারে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.