ETV Bharat / sports

কাপটা রোহিতের প্রাপ্য ছিল, ‘অধিনায়ক’কে প্রশংসায় ভরালেন কোহলি - Virat Kohli lauds Rohit Sharma - VIRAT KOHLI LAUDS ROHIT SHARMA

Virat Kohli lauds Rohit Sharma: রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসেবে দু’জনেরই ট্র্যাক রেকর্ড ঈর্ষনীয়, ব্যাটার হিসেবে সর্বকালের সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন ৷ বিশ্বজয়ের দিন সতীর্থকে প্রশংসায় ভরালেন রানমেশিন ৷

Virat Kohli lauds Rohit Sharma
বিরাট কোহলি ও রোহিত শর্মা (বিসিসিআই এক্স পোস্ট)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 2:39 AM IST

কলকাতা, 29 জুন: আইসিসি ট্রফি-খরা কাটার দিনেই অবসরের বিস্বাদ ভারত তথা বিশ্ব ক্রিকেটে । মহেন্দ্র সিংহ ধোনির পর ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বকাপ হাতে তোলার কৃতিত্ব দেখালেন অধিনায়ক রোহিত শর্মা । দেশের ভুবনসেরা হওয়ার দিনে ‘অধিনায়ক’কে প্রশংসায় ভরালেন বিরাট কোহলি ৷ একই সঙ্গে আনন্দে আত্মহারা হওয়ার মুহূর্তে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঘোষণা করলেন, টি-20 ক্রিকেটে আর নয় ।

এগারো বছর পরে আইসিসি ট্রফি জিতল ভারত । ধোনির নেতৃত্বে শেষবার টি-20 বিশ্বকাপ এসেছিল 2007 সালে । মাঝের 17 বছরে ক্রমশ বেড়েছে কাপ আর ঠোঁটের দূরত্বটা । কোহলি বলেন, “একটা আইসিসি ট্রফি জয়ের জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হল । রোহিত শর্মার মত ক্রিকেটারকে 9টি টি-20 বিশ্বকাপ অপেক্ষা করতে হল । আমি 6টি টি-20 বিশ্বকাপ খেললাম । রোহিত এই কাপটা পাওয়ার যোগ্য ।”

বিরাট কোহলি সেই সব বিরল ক্রিকেটারদের মধ্যে অন্যতম যাঁর ট্রফি ক্যাবিনেটে একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপের পদক রয়েছে । 2010 সালে প্রথমবার দেশের জার্সিতে টি-20 বিশ্বকাপ খেলেছিলেন । অধিনায়ক হিসেবে অনুর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে ।

গোটা টুর্নামেন্টে রানের খরায় দগ্ধ হতে থাকা কোহলি ফাইনালে করলেন 76 রান । ম্যাচের সেরার পুরস্কার মঞ্চে নিজের সিদ্ধান্তের কারণ হিসেবে কোহলি বলেন, “এটাই ছিল আমার শেষ টি-20 বিশ্বকাপ । এই কৃতিত্বটা আমরা সবাই মিলে অর্জন করতে চেয়েছিলাম ।” দেশের হয়ে 125 ম্যাচে 4188 রানের মালিকের এইভাবে অবসর ঘোষণায় চমক রয়েছে । কোহলি স্বয়ং অবশ্য কোনও চমক দেখছেন না । বরং পূর্ব পরিকল্পনা কথা বলছেন । রানমেশিনের কথায়, “অবসর ঘোষণা ছিল ওপেন সিক্রেট । এটা এমন কোনও ঘটনা নয় যা কেউ জানত না । আজ হারলেও আমি অবসরই নিতাম । টি-20 ক্রিকেটে দেশকে খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন নতুন প্রজন্মের ৷”

কলকাতা, 29 জুন: আইসিসি ট্রফি-খরা কাটার দিনেই অবসরের বিস্বাদ ভারত তথা বিশ্ব ক্রিকেটে । মহেন্দ্র সিংহ ধোনির পর ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বকাপ হাতে তোলার কৃতিত্ব দেখালেন অধিনায়ক রোহিত শর্মা । দেশের ভুবনসেরা হওয়ার দিনে ‘অধিনায়ক’কে প্রশংসায় ভরালেন বিরাট কোহলি ৷ একই সঙ্গে আনন্দে আত্মহারা হওয়ার মুহূর্তে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঘোষণা করলেন, টি-20 ক্রিকেটে আর নয় ।

এগারো বছর পরে আইসিসি ট্রফি জিতল ভারত । ধোনির নেতৃত্বে শেষবার টি-20 বিশ্বকাপ এসেছিল 2007 সালে । মাঝের 17 বছরে ক্রমশ বেড়েছে কাপ আর ঠোঁটের দূরত্বটা । কোহলি বলেন, “একটা আইসিসি ট্রফি জয়ের জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হল । রোহিত শর্মার মত ক্রিকেটারকে 9টি টি-20 বিশ্বকাপ অপেক্ষা করতে হল । আমি 6টি টি-20 বিশ্বকাপ খেললাম । রোহিত এই কাপটা পাওয়ার যোগ্য ।”

বিরাট কোহলি সেই সব বিরল ক্রিকেটারদের মধ্যে অন্যতম যাঁর ট্রফি ক্যাবিনেটে একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপের পদক রয়েছে । 2010 সালে প্রথমবার দেশের জার্সিতে টি-20 বিশ্বকাপ খেলেছিলেন । অধিনায়ক হিসেবে অনুর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে ।

গোটা টুর্নামেন্টে রানের খরায় দগ্ধ হতে থাকা কোহলি ফাইনালে করলেন 76 রান । ম্যাচের সেরার পুরস্কার মঞ্চে নিজের সিদ্ধান্তের কারণ হিসেবে কোহলি বলেন, “এটাই ছিল আমার শেষ টি-20 বিশ্বকাপ । এই কৃতিত্বটা আমরা সবাই মিলে অর্জন করতে চেয়েছিলাম ।” দেশের হয়ে 125 ম্যাচে 4188 রানের মালিকের এইভাবে অবসর ঘোষণায় চমক রয়েছে । কোহলি স্বয়ং অবশ্য কোনও চমক দেখছেন না । বরং পূর্ব পরিকল্পনা কথা বলছেন । রানমেশিনের কথায়, “অবসর ঘোষণা ছিল ওপেন সিক্রেট । এটা এমন কোনও ঘটনা নয় যা কেউ জানত না । আজ হারলেও আমি অবসরই নিতাম । টি-20 ক্রিকেটে দেশকে খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন নতুন প্রজন্মের ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.