ETV Bharat / sports

'বিরাট' জ্বরে কাবু অজি মিডিয়া, হিন্দিতে ছাপা হল হেডলাইন - BORDER GAVASKAR TROPHY

কোহলি সেদেশে পা রাখতেই 'বিরাট' জ্বরে কাবু অজি মিডিয়া ৷ একাধিক ভারতীয় ভাষায় লেখা হল হেডলাইন ৷ কী বলা হল সেখানে?

VIRAT KOHLI
বিরাট কোহলি (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 12, 2024, 3:32 PM IST

পারথ, 12 নভেম্বর: অল্প অল্প করে হলেও অজিভূমে আঁচ চড়ছে বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে ৷ আর সেই আঁচটা যেন কয়েকগুণ বেড়ে বিরাট কোহলি ক্যাঙারুর দেশে পা রাখতেই ৷ রবিবার সন্ধেয় অ্যালান বর্ডারের দেশে পা রেখেছেন 'দ্য রানমেশিন' ৷ আর তারপর দিনই দ্য টেলিগ্রাফ-সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদপত্রে ছয়লাপ বিরাটের ছবি এবং কেরিয়ার পরিসংখ্য়ান ৷ যেখানে একটি সম্পূর্ণ পাতা ব্যবহৃত হয়েছে বিরাট কোহলির পোস্টার হিসেবে ৷

পারথে আগামী 22 নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৷ তার সপ্তাহদু'য়েক আগেই রবি সন্ধেয় ক্য়াঙারুর দেশে পা রেখেছেন বিরাট ৷ তারপর থেকেই গনগনে আঁচে গা-সেঁকতে শুরু করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ৷ 'দ্য অ্যাডভার্টাইজর', 'দ্য টেলিগ্রাফ'-এর মত একাধিক সংবাদপত্রে বর্ডার-গাভাসকর ট্রফিকে 'দ্বিতীয় অ্যাশেজ' হিসেবে বর্ণনা করা হয়েছে ৷ এমনকী প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে 'যুগের লড়াই' ৷ সবচেয়ে মজার ব্যাপার শিরোনামের ক্ষেত্রে ব্য়বহার করা হয়েছে হিন্দি হরফ ৷

তবে কেবল বিরাট কোহলি একা নন ৷ অজি সংবাদমাধ্যমের উন্মাদনা রয়েছে দুই তরুণ তুর্কি ঋষভ পন্ত এবং যশস্বী জয়সওয়ালকে নিয়েও ৷ বাঁ-হাতি ওপেনার জয়সওয়ালকে তো 'নতুন রাজা' হিসেবে বর্ণনা করেছে ক্য়াঙারুর দেশের সংবাদগুলি ৷ আর শিরোনামে ব্য়বহার করা হয়েছে পঞ্জাবি শব্দবন্ধ ৷ সবমিলিয়ে অজি সংবাদমাদধ্যমে ভারতীয় ক্রিকেটারদের স্তুতি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে লড়াইয়ের উন্মাদনা ৷ যা বেশ কিছু ক্ষেত্রে অবাক করেছে সেদেশের ক্রীড়া সাংবাদিকদেরও ৷

সম্প্রতি দেশের মাটিতে পাকিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে ৷ অজি সংবাদমাধ্যম সেই বিষয়টিতে এড়িয়ে গিয়ে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে মেতে রয়েছে ৷ পাকিস্তানের কোচ হিসেবে সিরিজ জয়ের পর সম্প্রতি এমনই অভিযোগ সামনে এনেছেন প্রাক্তন অজি পেসার জেসন গিলেসপি ৷ বড় পরিসরে সেদেশের সংবাদমাধ্যমগুলিতে বিরাট কিংবা পন্ত স্তুতি সেই অভিযোগকে আরও প্রকট করল বৈকি ৷

আগামী 22-26 নভেম্বর প্রথম টেস্টের আগে মঙ্গলবার অনুশীলন শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ যদিও খবর, বন্ধ দরজার আড়ালেই মূলত অনুশীলন সারবে ভারতীয় দল ৷ প্রাথমিকভাবে ভারতীয়-এ দলের বিরুদ্ধে একটি অনুশীলন ম্য়াচ খেলার কথা ছিল সিনিয়র দলের ৷ কিন্তু চোট উদ্বেগে বাতিল করা হয়েছে সেই ম্য়াচ ৷

পারথ, 12 নভেম্বর: অল্প অল্প করে হলেও অজিভূমে আঁচ চড়ছে বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে ৷ আর সেই আঁচটা যেন কয়েকগুণ বেড়ে বিরাট কোহলি ক্যাঙারুর দেশে পা রাখতেই ৷ রবিবার সন্ধেয় অ্যালান বর্ডারের দেশে পা রেখেছেন 'দ্য রানমেশিন' ৷ আর তারপর দিনই দ্য টেলিগ্রাফ-সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদপত্রে ছয়লাপ বিরাটের ছবি এবং কেরিয়ার পরিসংখ্য়ান ৷ যেখানে একটি সম্পূর্ণ পাতা ব্যবহৃত হয়েছে বিরাট কোহলির পোস্টার হিসেবে ৷

পারথে আগামী 22 নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৷ তার সপ্তাহদু'য়েক আগেই রবি সন্ধেয় ক্য়াঙারুর দেশে পা রেখেছেন বিরাট ৷ তারপর থেকেই গনগনে আঁচে গা-সেঁকতে শুরু করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ৷ 'দ্য অ্যাডভার্টাইজর', 'দ্য টেলিগ্রাফ'-এর মত একাধিক সংবাদপত্রে বর্ডার-গাভাসকর ট্রফিকে 'দ্বিতীয় অ্যাশেজ' হিসেবে বর্ণনা করা হয়েছে ৷ এমনকী প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে 'যুগের লড়াই' ৷ সবচেয়ে মজার ব্যাপার শিরোনামের ক্ষেত্রে ব্য়বহার করা হয়েছে হিন্দি হরফ ৷

তবে কেবল বিরাট কোহলি একা নন ৷ অজি সংবাদমাধ্যমের উন্মাদনা রয়েছে দুই তরুণ তুর্কি ঋষভ পন্ত এবং যশস্বী জয়সওয়ালকে নিয়েও ৷ বাঁ-হাতি ওপেনার জয়সওয়ালকে তো 'নতুন রাজা' হিসেবে বর্ণনা করেছে ক্য়াঙারুর দেশের সংবাদগুলি ৷ আর শিরোনামে ব্য়বহার করা হয়েছে পঞ্জাবি শব্দবন্ধ ৷ সবমিলিয়ে অজি সংবাদমাদধ্যমে ভারতীয় ক্রিকেটারদের স্তুতি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে লড়াইয়ের উন্মাদনা ৷ যা বেশ কিছু ক্ষেত্রে অবাক করেছে সেদেশের ক্রীড়া সাংবাদিকদেরও ৷

সম্প্রতি দেশের মাটিতে পাকিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে ৷ অজি সংবাদমাধ্যম সেই বিষয়টিতে এড়িয়ে গিয়ে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে মেতে রয়েছে ৷ পাকিস্তানের কোচ হিসেবে সিরিজ জয়ের পর সম্প্রতি এমনই অভিযোগ সামনে এনেছেন প্রাক্তন অজি পেসার জেসন গিলেসপি ৷ বড় পরিসরে সেদেশের সংবাদমাধ্যমগুলিতে বিরাট কিংবা পন্ত স্তুতি সেই অভিযোগকে আরও প্রকট করল বৈকি ৷

আগামী 22-26 নভেম্বর প্রথম টেস্টের আগে মঙ্গলবার অনুশীলন শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ যদিও খবর, বন্ধ দরজার আড়ালেই মূলত অনুশীলন সারবে ভারতীয় দল ৷ প্রাথমিকভাবে ভারতীয়-এ দলের বিরুদ্ধে একটি অনুশীলন ম্য়াচ খেলার কথা ছিল সিনিয়র দলের ৷ কিন্তু চোট উদ্বেগে বাতিল করা হয়েছে সেই ম্য়াচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.