পারথ, 12 নভেম্বর: অল্প অল্প করে হলেও অজিভূমে আঁচ চড়ছে বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে ৷ আর সেই আঁচটা যেন কয়েকগুণ বেড়ে বিরাট কোহলি ক্যাঙারুর দেশে পা রাখতেই ৷ রবিবার সন্ধেয় অ্যালান বর্ডারের দেশে পা রেখেছেন 'দ্য রানমেশিন' ৷ আর তারপর দিনই দ্য টেলিগ্রাফ-সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদপত্রে ছয়লাপ বিরাটের ছবি এবং কেরিয়ার পরিসংখ্য়ান ৷ যেখানে একটি সম্পূর্ণ পাতা ব্যবহৃত হয়েছে বিরাট কোহলির পোস্টার হিসেবে ৷
পারথে আগামী 22 নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৷ তার সপ্তাহদু'য়েক আগেই রবি সন্ধেয় ক্য়াঙারুর দেশে পা রেখেছেন বিরাট ৷ তারপর থেকেই গনগনে আঁচে গা-সেঁকতে শুরু করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ৷ 'দ্য অ্যাডভার্টাইজর', 'দ্য টেলিগ্রাফ'-এর মত একাধিক সংবাদপত্রে বর্ডার-গাভাসকর ট্রফিকে 'দ্বিতীয় অ্যাশেজ' হিসেবে বর্ণনা করা হয়েছে ৷ এমনকী প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে 'যুগের লড়াই' ৷ সবচেয়ে মজার ব্যাপার শিরোনামের ক্ষেত্রে ব্য়বহার করা হয়েছে হিন্দি হরফ ৷
A lot of @imVkohli in the Australian papers this morning as is the norm whenever India are in town but never expected to see Hindi and Punjabi appearing in the Adelaide Advertiser. Tells you about the magnitude of the #AusvInd series for Australia & cricket in this country pic.twitter.com/I5B2ogPvEJ
— Bharat Sundaresan (@beastieboy07) November 12, 2024
তবে কেবল বিরাট কোহলি একা নন ৷ অজি সংবাদমাধ্যমের উন্মাদনা রয়েছে দুই তরুণ তুর্কি ঋষভ পন্ত এবং যশস্বী জয়সওয়ালকে নিয়েও ৷ বাঁ-হাতি ওপেনার জয়সওয়ালকে তো 'নতুন রাজা' হিসেবে বর্ণনা করেছে ক্য়াঙারুর দেশের সংবাদগুলি ৷ আর শিরোনামে ব্য়বহার করা হয়েছে পঞ্জাবি শব্দবন্ধ ৷ সবমিলিয়ে অজি সংবাদমাদধ্যমে ভারতীয় ক্রিকেটারদের স্তুতি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে লড়াইয়ের উন্মাদনা ৷ যা বেশ কিছু ক্ষেত্রে অবাক করেছে সেদেশের ক্রীড়া সাংবাদিকদেরও ৷
সম্প্রতি দেশের মাটিতে পাকিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে ৷ অজি সংবাদমাধ্যম সেই বিষয়টিতে এড়িয়ে গিয়ে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে মেতে রয়েছে ৷ পাকিস্তানের কোচ হিসেবে সিরিজ জয়ের পর সম্প্রতি এমনই অভিযোগ সামনে এনেছেন প্রাক্তন অজি পেসার জেসন গিলেসপি ৷ বড় পরিসরে সেদেশের সংবাদমাধ্যমগুলিতে বিরাট কিংবা পন্ত স্তুতি সেই অভিযোগকে আরও প্রকট করল বৈকি ৷
আগামী 22-26 নভেম্বর প্রথম টেস্টের আগে মঙ্গলবার অনুশীলন শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ যদিও খবর, বন্ধ দরজার আড়ালেই মূলত অনুশীলন সারবে ভারতীয় দল ৷ প্রাথমিকভাবে ভারতীয়-এ দলের বিরুদ্ধে একটি অনুশীলন ম্য়াচ খেলার কথা ছিল সিনিয়র দলের ৷ কিন্তু চোট উদ্বেগে বাতিল করা হয়েছে সেই ম্য়াচ ৷