ETV Bharat / sports

হাসিমুখে আলিঙ্গন ! বিরাট দর্শনে আর ‘গম্ভীর’ নন গৌতম - Kohli Gambhir Hug on Field - KOHLI GAMBHIR HUG ON FIELD

Indian Premier League: নিন্দুকেরা বলবেন, স্ক্রিপ্ডেট ৷ একঝলক দেখে দৃশ্যপট বিশ্বাস হওয়ারও নয় ৷ শুক্রবারে চিন্নস্বামী দেখল, বিরাটকে দেখে বুকে টেনে নিলেন গম্ভীর ৷ হাত বাড়িয়ে দিলেন কোহলিও ৷ সৌজন্যের আবহে তৈরি হল নয়া ক্রিকেটীয় কোলাজ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 10:28 PM IST

কলকাতা, 29 মার্চ: নাইট বনাম রয়্যাল । ক্রিকেটীয় বাইশ গজে মুখোমুখি হওয়া মানেই তাপমাত্রার পারদ থাকে টপ গিয়ারে । তারমধ্যে আবার মুখোমুখি বিরাট কোহলি ও গৌতম গম্ভীর ৷ গৌতি-বিরাটের হিমশীতল সম্পর্ক সর্বজনবিদিত ৷ ফলে দু’দলের ক্রিকেটীয় উত্তেজনার আঁচটা শুক্রবারের চিন্নস্বামীতে একই রকমভাবে ছড়িয়েছিল ।

কিন্তু জুম্মাবারের সন্ধ্যা এক বিরল সৌজন্যের সাক্ষী হয়ে রইল । স্ট্র্যাটেজিক টাইম আউটে এসে নাইটদের মেন্টর আলিঙ্গন করলেন রয়্যাল চ্যালেঞ্জার্সের তুরুপের তাসকে । দু’জনের মধ্যে অল্প কথা হল । দু’জনেই পরস্পরের প্রতি সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দিলেন । হাসিমুখে দুই তারকার কথোপকথন হাইভোল্টেজ ম্যাচের সেরা ছবি ।

এগারো বছর আগে এই চিন্নাস্বামীতে গম্ভীর বনাম কোহলি দ্বৈরথ চরমে পৌঁছছে । প্রথম জন তখন নাইট অধিনায়ক । গতবছরও কোহলি-গম্ভীর লড়াই চলেছে । গম্ভীর ছিলেন লখনউ সুপার জায়ান্টের মেন্টর । এবছর গম্ভীরের দলবদল হয়েছে । মেন্টরের ভূমিকায় নাইট ডাগ-আউটে তিনি । কিন্তু বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের সম্পর্কের বরফ গলেছে বলে খবর ছিল না । শুক্রবার তাঁদের সম্পর্কের উষ্ণতা চিন্নাস্বামীতে আগুন ধরালো না । বদলে সৌজন্যের আবহে নয়া ক্রিকেটীয় কোলাজ সামনে নিয়ে এল ।

প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তুলল 182 রান । কোহলি একাই করলেন 83 । চলতি আইপিএলে ব্যাটিং ম্যানুয়েলের নতুন অভিধান খুলে বসেছেন ‘মর্ডান ডে চেজ মাস্টার’ । সতীর্থরা যখন প্রতিপক্ষ বোলারদের সামলাতে নাস্তানাবুদ তখন কোহলি সাবলীল । স্টার্ক হোক বা হর্ষিত রানা, বরুন চক্রবর্তী কিংবা সুনীল নারিন- নাইট বোলিং আক্রমনকে দক্ষ শল্য চিকিৎসকের মতো অস্ত্রোপচার করলেন । যা দেখেই হয়তো মুগ্ধ গম্ভীর পুরনো তিক্ততা ভুলে বাড়িয়ে দিলেন সৌজন্যের হাত । একই রাজ্যে দিল্লিতে দু’জনেরই বেড়ে ওঠা । সৌজন্যের এই বাতাবরণে সিনিয়রের উষ্ণ আলিঙ্গনের আকর্ষণ কোহলিও অস্বীকার করতে পারলেন । আর তাতেই দুই কিংবদন্তিকে ঘিরে তৈরি হল মুগ্ধতার ক্যানভাস ।

আরও পড়ুন:

  1. ক্যাচ মিসের ফুলঝুরি, বিরাট-ব্যাটে বড় রান বেঙ্গালুরুর
  2. ডেভিড উইজের দাবিকে খারিজ করে পণ্ডিতের পাশে রাসেল, রেকর্ডের সামনে কোহলি
  3. রোহিতের নজিরের দিনেই লজ্জার রেকর্ড মুম্বইয়ের, হার্দিকের ‘হাতেই’ দলের সর্বনাশ ?

কলকাতা, 29 মার্চ: নাইট বনাম রয়্যাল । ক্রিকেটীয় বাইশ গজে মুখোমুখি হওয়া মানেই তাপমাত্রার পারদ থাকে টপ গিয়ারে । তারমধ্যে আবার মুখোমুখি বিরাট কোহলি ও গৌতম গম্ভীর ৷ গৌতি-বিরাটের হিমশীতল সম্পর্ক সর্বজনবিদিত ৷ ফলে দু’দলের ক্রিকেটীয় উত্তেজনার আঁচটা শুক্রবারের চিন্নস্বামীতে একই রকমভাবে ছড়িয়েছিল ।

কিন্তু জুম্মাবারের সন্ধ্যা এক বিরল সৌজন্যের সাক্ষী হয়ে রইল । স্ট্র্যাটেজিক টাইম আউটে এসে নাইটদের মেন্টর আলিঙ্গন করলেন রয়্যাল চ্যালেঞ্জার্সের তুরুপের তাসকে । দু’জনের মধ্যে অল্প কথা হল । দু’জনেই পরস্পরের প্রতি সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দিলেন । হাসিমুখে দুই তারকার কথোপকথন হাইভোল্টেজ ম্যাচের সেরা ছবি ।

এগারো বছর আগে এই চিন্নাস্বামীতে গম্ভীর বনাম কোহলি দ্বৈরথ চরমে পৌঁছছে । প্রথম জন তখন নাইট অধিনায়ক । গতবছরও কোহলি-গম্ভীর লড়াই চলেছে । গম্ভীর ছিলেন লখনউ সুপার জায়ান্টের মেন্টর । এবছর গম্ভীরের দলবদল হয়েছে । মেন্টরের ভূমিকায় নাইট ডাগ-আউটে তিনি । কিন্তু বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের সম্পর্কের বরফ গলেছে বলে খবর ছিল না । শুক্রবার তাঁদের সম্পর্কের উষ্ণতা চিন্নাস্বামীতে আগুন ধরালো না । বদলে সৌজন্যের আবহে নয়া ক্রিকেটীয় কোলাজ সামনে নিয়ে এল ।

প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তুলল 182 রান । কোহলি একাই করলেন 83 । চলতি আইপিএলে ব্যাটিং ম্যানুয়েলের নতুন অভিধান খুলে বসেছেন ‘মর্ডান ডে চেজ মাস্টার’ । সতীর্থরা যখন প্রতিপক্ষ বোলারদের সামলাতে নাস্তানাবুদ তখন কোহলি সাবলীল । স্টার্ক হোক বা হর্ষিত রানা, বরুন চক্রবর্তী কিংবা সুনীল নারিন- নাইট বোলিং আক্রমনকে দক্ষ শল্য চিকিৎসকের মতো অস্ত্রোপচার করলেন । যা দেখেই হয়তো মুগ্ধ গম্ভীর পুরনো তিক্ততা ভুলে বাড়িয়ে দিলেন সৌজন্যের হাত । একই রাজ্যে দিল্লিতে দু’জনেরই বেড়ে ওঠা । সৌজন্যের এই বাতাবরণে সিনিয়রের উষ্ণ আলিঙ্গনের আকর্ষণ কোহলিও অস্বীকার করতে পারলেন । আর তাতেই দুই কিংবদন্তিকে ঘিরে তৈরি হল মুগ্ধতার ক্যানভাস ।

আরও পড়ুন:

  1. ক্যাচ মিসের ফুলঝুরি, বিরাট-ব্যাটে বড় রান বেঙ্গালুরুর
  2. ডেভিড উইজের দাবিকে খারিজ করে পণ্ডিতের পাশে রাসেল, রেকর্ডের সামনে কোহলি
  3. রোহিতের নজিরের দিনেই লজ্জার রেকর্ড মুম্বইয়ের, হার্দিকের ‘হাতেই’ দলের সর্বনাশ ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.