ETV Bharat / sports

ম্যাচ শেষে গ্যালারিতে উরুগুয়ের ফুটবলারদের সঙ্গে দর্শকদের হাতাহাতি, দেখুন ভিডিয়ো... - COPA America 2024 - COPA AMERICA 2024

COPA America 2024: ফুটবল খেলা শেষ হওয়ার পর রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল গ্যালারিতে ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্টেডিয়ামে ৷ সেখানেই ছিল কোপা আমেরিকা 2024 এর দ্বিতীয় সেমিফাইনাল ৷ সেই সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া ও উরুগুয়ে ৷ কলম্বিয়ার কাছে উরুগুয়ে 0-1 গোলে হারে ৷ তার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়েন উরুগুয়ের কয়েকজন খেলোয়াড় ৷

COPA America 2024
কোপার সেমিফাইনালে ফুটবলার-দর্শক হাতিহাতি (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 12:11 PM IST

Updated : Jul 11, 2024, 1:04 PM IST

শার্লট (মার্কিন যুক্তরাষ্ট্র), 11 জুলাই: রণক্ষেত্র ফুটবল মাঠ ৷ গ্যালারি থেকে উড়ে আসা কটূক্তি শুনে দর্শকদের উদ্দেশেই তেড়ে গেলেন ফুটবলার ৷ এখানেই শেষ নয়, দর্শকদের একাংশের সঙ্গে কয়েকজন ফুটবলারের মধ্য়ে মারামারিও হল ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে এই পরিস্থিতি তৈরি হয় কোপা আমেরিকা 2024-এর দ্বিতীয় সেমিফাইনালের শেষে ৷

এই নিয়ে একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ সেই ভিডিয়োগুলোতে উরুগুয়ের বেশ কয়েকজন খেলোয়াড়কে কলম্বিয়ার সমর্থকদের একটি অংশের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে ৷ লিভারপুল তারকা তথা উরুগুয়ের খেলোয়াড় ডারভিন নুনেজকে কলম্বিয়ান সমর্থকদের দিকে ঘুষি ছুঁড়ছেন এবং সেই সময় কলম্বিয়ার দর্শকরাও পালটা আঘাত হানার চেষ্টা করছিল বলেও ভিডিয়োগুলি থেকে সামনে এসেছে ৷

উল্লেখ্য, কোপা আমেরিকার এবারের প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও কলম্বিয়া ৷ উরুগুয়ে কলম্বিয়ার কাছে 1 গোলে ম্যাচটি হেরে যায় ৷ ম্যাচের সময় থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম ৷ ম্যাচে রেফারি সাতজনকে হলুদ কার্ড ও একজনকে লাল কার্ড দেখান ৷

তার পর ম্যাচ শেষ হতেই গ্যালারিতেও গোলমাল লেগে যায় ৷ ম্যাচ শেষ হওয়ার পর উরুগুয়ের ফুটবলাররা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, সেই কলম্বিয়ার ফ্যানরা তাঁদের উদ্দেশ্যে টুপি ও ক্যান ছোড়েন ৷ নুনেজকে কলম্বিয়ার দর্শকরা বিরক্ত করতে শুরু করে ৷ সেই সময় তিনি ক্ষেপে যান ও ওই দর্শকদের দিকে তেড়ে যান ৷ দর্শকদের উদ্দেশ্যে ঘুঁষিও ছুঁড়তে দেখা যায় তাঁকে ৷

বার্সেলোনার রোনাল্ড আরাউজো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হোসে মারিয়া গিমেনেজকেও লড়াইয়ের সময় তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে । নুনেজকে পরে তাঁর সতীর্থ লুইস ডিয়াজ ও অভিজ্ঞ লুইস সুয়ারেজ শান্ত করেন । মাঠে থাকা নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন এবং কলম্বিয়ার সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের সরিয়ে দেন ।

ম্যাচ শেষে উরুগুয়ের অধিনায়ক গিমেনেজ সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "এটা একটা সম্পূর্ণ বিপর্যয় । সেখানে একজন পুলিশ অফিসারও ছিলেন না । আধঘণ্টা পর তাঁরা হাজির হন ।’’ তিনিও সহ-খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছিলেন বলেও জানান ৷ কলম্বিয়ার সমর্থকরা শিশুসুলভ আচরণ করেছেন বলেও জানিয়েছেন তিনি ৷

ব্যর্থ সুয়ারেজ ! ভাগ্য ও লারমার হেডে 23 বছর পর কোপা ফাইনালে কলম্বিয়া

শার্লট (মার্কিন যুক্তরাষ্ট্র), 11 জুলাই: রণক্ষেত্র ফুটবল মাঠ ৷ গ্যালারি থেকে উড়ে আসা কটূক্তি শুনে দর্শকদের উদ্দেশেই তেড়ে গেলেন ফুটবলার ৷ এখানেই শেষ নয়, দর্শকদের একাংশের সঙ্গে কয়েকজন ফুটবলারের মধ্য়ে মারামারিও হল ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে এই পরিস্থিতি তৈরি হয় কোপা আমেরিকা 2024-এর দ্বিতীয় সেমিফাইনালের শেষে ৷

এই নিয়ে একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ সেই ভিডিয়োগুলোতে উরুগুয়ের বেশ কয়েকজন খেলোয়াড়কে কলম্বিয়ার সমর্থকদের একটি অংশের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে ৷ লিভারপুল তারকা তথা উরুগুয়ের খেলোয়াড় ডারভিন নুনেজকে কলম্বিয়ান সমর্থকদের দিকে ঘুষি ছুঁড়ছেন এবং সেই সময় কলম্বিয়ার দর্শকরাও পালটা আঘাত হানার চেষ্টা করছিল বলেও ভিডিয়োগুলি থেকে সামনে এসেছে ৷

উল্লেখ্য, কোপা আমেরিকার এবারের প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও কলম্বিয়া ৷ উরুগুয়ে কলম্বিয়ার কাছে 1 গোলে ম্যাচটি হেরে যায় ৷ ম্যাচের সময় থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম ৷ ম্যাচে রেফারি সাতজনকে হলুদ কার্ড ও একজনকে লাল কার্ড দেখান ৷

তার পর ম্যাচ শেষ হতেই গ্যালারিতেও গোলমাল লেগে যায় ৷ ম্যাচ শেষ হওয়ার পর উরুগুয়ের ফুটবলাররা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, সেই কলম্বিয়ার ফ্যানরা তাঁদের উদ্দেশ্যে টুপি ও ক্যান ছোড়েন ৷ নুনেজকে কলম্বিয়ার দর্শকরা বিরক্ত করতে শুরু করে ৷ সেই সময় তিনি ক্ষেপে যান ও ওই দর্শকদের দিকে তেড়ে যান ৷ দর্শকদের উদ্দেশ্যে ঘুঁষিও ছুঁড়তে দেখা যায় তাঁকে ৷

বার্সেলোনার রোনাল্ড আরাউজো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হোসে মারিয়া গিমেনেজকেও লড়াইয়ের সময় তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে । নুনেজকে পরে তাঁর সতীর্থ লুইস ডিয়াজ ও অভিজ্ঞ লুইস সুয়ারেজ শান্ত করেন । মাঠে থাকা নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন এবং কলম্বিয়ার সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের সরিয়ে দেন ।

ম্যাচ শেষে উরুগুয়ের অধিনায়ক গিমেনেজ সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "এটা একটা সম্পূর্ণ বিপর্যয় । সেখানে একজন পুলিশ অফিসারও ছিলেন না । আধঘণ্টা পর তাঁরা হাজির হন ।’’ তিনিও সহ-খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছিলেন বলেও জানান ৷ কলম্বিয়ার সমর্থকরা শিশুসুলভ আচরণ করেছেন বলেও জানিয়েছেন তিনি ৷

ব্যর্থ সুয়ারেজ ! ভাগ্য ও লারমার হেডে 23 বছর পর কোপা ফাইনালে কলম্বিয়া

Last Updated : Jul 11, 2024, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.