ETV Bharat / sports

রুপো পাবেন ভিনেশ ! কী জানাল আরবিট্রেশন কোর্ট ? - Paris Olympics 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 9, 2024, 4:46 PM IST

Updated : Aug 10, 2024, 11:02 AM IST

Vinesh Phogat Plea: ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন ভিনেশ ও তাঁর টিমের ৷ উত্তরে কী জানাল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ? আদৌ রুপো পাবেন ভারতীয় পালোয়ান ?

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

প্যারিস, 9 অগস্ট: ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে (Court of Arbitration for Sport) আবেদন জানিয়েছেন ভিনেশ ফোগত ও তাঁর টিম ৷ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে ভিনেশে আবেদন জানিয়েছেন, তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক ৷ তার প্রেক্ষিতেই এবার আরবিট্রেশন কোর্ট জানাল, অলিম্পিক্স শেষ হওয়ার আগে ভিনেশ ফোগতের আবেদনে সিদ্ধান্ত জানানো হবে ৷

একটি বিবৃতিতে সিএএস বলেছে, ‘‘ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ) এর গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগত (আবেদনকারী) 7 অগস্ট, 2024 অ্যাডহক বিভাগে একটি আবেদন করেছেন । প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ফ্রিস্টাইল 50 কেজি প্রতিযোগিতার ফাইনাল (স্বর্ণপদক) ম্যাচের আগে তাঁর দ্বিতীয় ওজনের পরীক্ষায় ব্যর্থতার কারণে তাঁকে বাতিল করা হয় ৷

Vinesh Phogat
কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের বিবৃতি (এএনআই)

আবেদনকারী প্রাথমিকভাবে অ্যাডহক ডিভিশনের কাছ থেকে সিদ্ধান্ত বাতিল এবং ফাইনাল ম্যাচের আগে আরেকটি ওজন করার প্রক্রিয়ার পাশাপাশি ফাইনালে অংশগ্রহণের জন্য তাঁকে যোগ্য ঘোষণা করার আর্জি জানিয়েছিলেন । জরুরি অন্তর্বর্তী ব্যবস্থার জন্য অনুরোধের পরেও সিএএস অ্যাডহকের এক ঘন্টার মধ্যে যোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না ৷ তারপরে আবেদনকারী সিদ্ধান্তটি বাতিল এবং যুগ্মভাবে রুপো পাওয়ার জন্য আর্জি জানিয়েছেন ৷ বিষয়টি ডক্টর অ্যানাবেল বেনেটের কাছে পাঠানো হয়েছে ৷ যিনি শুক্রবার সমস্ত সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য শুনবেন ৷ অলিম্পিক্স শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত জানানো হবে ৷’’

মঙ্গলে প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন এশিয়াড, কমনওয়েলথে সোনাজয়ী ফোগত ৷ 140 কোটি দেশবাসী চলতি অলিম্পিক্সে প্রথম সোনার প্রত্যাশা করেছিল তাঁরই কুস্তির প্যাঁচে ৷ এবার অন্তত রুপো পাক ভিনেশ, সেই আশাতেই বুক বেঁধেছে দেশবাসী ৷

প্যারিস, 9 অগস্ট: ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে (Court of Arbitration for Sport) আবেদন জানিয়েছেন ভিনেশ ফোগত ও তাঁর টিম ৷ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে ভিনেশে আবেদন জানিয়েছেন, তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক ৷ তার প্রেক্ষিতেই এবার আরবিট্রেশন কোর্ট জানাল, অলিম্পিক্স শেষ হওয়ার আগে ভিনেশ ফোগতের আবেদনে সিদ্ধান্ত জানানো হবে ৷

একটি বিবৃতিতে সিএএস বলেছে, ‘‘ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ) এর গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগত (আবেদনকারী) 7 অগস্ট, 2024 অ্যাডহক বিভাগে একটি আবেদন করেছেন । প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ফ্রিস্টাইল 50 কেজি প্রতিযোগিতার ফাইনাল (স্বর্ণপদক) ম্যাচের আগে তাঁর দ্বিতীয় ওজনের পরীক্ষায় ব্যর্থতার কারণে তাঁকে বাতিল করা হয় ৷

Vinesh Phogat
কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের বিবৃতি (এএনআই)

আবেদনকারী প্রাথমিকভাবে অ্যাডহক ডিভিশনের কাছ থেকে সিদ্ধান্ত বাতিল এবং ফাইনাল ম্যাচের আগে আরেকটি ওজন করার প্রক্রিয়ার পাশাপাশি ফাইনালে অংশগ্রহণের জন্য তাঁকে যোগ্য ঘোষণা করার আর্জি জানিয়েছিলেন । জরুরি অন্তর্বর্তী ব্যবস্থার জন্য অনুরোধের পরেও সিএএস অ্যাডহকের এক ঘন্টার মধ্যে যোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না ৷ তারপরে আবেদনকারী সিদ্ধান্তটি বাতিল এবং যুগ্মভাবে রুপো পাওয়ার জন্য আর্জি জানিয়েছেন ৷ বিষয়টি ডক্টর অ্যানাবেল বেনেটের কাছে পাঠানো হয়েছে ৷ যিনি শুক্রবার সমস্ত সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য শুনবেন ৷ অলিম্পিক্স শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত জানানো হবে ৷’’

মঙ্গলে প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন এশিয়াড, কমনওয়েলথে সোনাজয়ী ফোগত ৷ 140 কোটি দেশবাসী চলতি অলিম্পিক্সে প্রথম সোনার প্রত্যাশা করেছিল তাঁরই কুস্তির প্যাঁচে ৷ এবার অন্তত রুপো পাক ভিনেশ, সেই আশাতেই বুক বেঁধেছে দেশবাসী ৷

Last Updated : Aug 10, 2024, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.