প্যারিস, 9 অগস্ট: ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে (Court of Arbitration for Sport) আবেদন জানিয়েছেন ভিনেশ ফোগত ও তাঁর টিম ৷ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে ভিনেশে আবেদন জানিয়েছেন, তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক ৷ তার প্রেক্ষিতেই এবার আরবিট্রেশন কোর্ট জানাল, অলিম্পিক্স শেষ হওয়ার আগে ভিনেশ ফোগতের আবেদনে সিদ্ধান্ত জানানো হবে ৷
একটি বিবৃতিতে সিএএস বলেছে, ‘‘ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ) এর গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগত (আবেদনকারী) 7 অগস্ট, 2024 অ্যাডহক বিভাগে একটি আবেদন করেছেন । প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ফ্রিস্টাইল 50 কেজি প্রতিযোগিতার ফাইনাল (স্বর্ণপদক) ম্যাচের আগে তাঁর দ্বিতীয় ওজনের পরীক্ষায় ব্যর্থতার কারণে তাঁকে বাতিল করা হয় ৷
![Vinesh Phogat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-08-2024/whatsapp-image-2024-08-09-at-153353_0908newsroom_1723197873_960.jpeg)
আবেদনকারী প্রাথমিকভাবে অ্যাডহক ডিভিশনের কাছ থেকে সিদ্ধান্ত বাতিল এবং ফাইনাল ম্যাচের আগে আরেকটি ওজন করার প্রক্রিয়ার পাশাপাশি ফাইনালে অংশগ্রহণের জন্য তাঁকে যোগ্য ঘোষণা করার আর্জি জানিয়েছিলেন । জরুরি অন্তর্বর্তী ব্যবস্থার জন্য অনুরোধের পরেও সিএএস অ্যাডহকের এক ঘন্টার মধ্যে যোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না ৷ তারপরে আবেদনকারী সিদ্ধান্তটি বাতিল এবং যুগ্মভাবে রুপো পাওয়ার জন্য আর্জি জানিয়েছেন ৷ বিষয়টি ডক্টর অ্যানাবেল বেনেটের কাছে পাঠানো হয়েছে ৷ যিনি শুক্রবার সমস্ত সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য শুনবেন ৷ অলিম্পিক্স শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত জানানো হবে ৷’’
মঙ্গলে প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন এশিয়াড, কমনওয়েলথে সোনাজয়ী ফোগত ৷ 140 কোটি দেশবাসী চলতি অলিম্পিক্সে প্রথম সোনার প্রত্যাশা করেছিল তাঁরই কুস্তির প্যাঁচে ৷ এবার অন্তত রুপো পাক ভিনেশ, সেই আশাতেই বুক বেঁধেছে দেশবাসী ৷