ETV Bharat / sports

যন্তর মন্তরের প্রতিবাদ প্রভাব ফেলেছে পারফর্ম্যান্সে, ভিনেশকেই কাঠগড়ায় তুললেন ফেডারেশন সভাপতি - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Vinesh Phogat Controversy: ওজন বাড়ানো-কমানো খেলোয়াড়ের হাতে ৷ ভিনেশকে যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল ৷ যন্তর মন্তরে প্রতিবাদ করতে গিয়েই পারফর্ম্যান্স খারাপ করেছেন কুস্তিগীররা ৷ বিস্ফোরক ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ট কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং ৷

Vinesh Phogat Controversy
ভিনেশকেই কাঠগড়ায় তুললেন ফেডারেশন সচিব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 14, 2024, 5:30 PM IST

Updated : Aug 14, 2024, 5:37 PM IST

হায়দরাবাদ, 14 অগস্ট: ক্রমশ উজ্জ্বল হচ্ছে ভিনেশ ফোগতের রুপো পাওয়ার সম্ভাবনা ৷ কুস্তিতে পোডিয়াম ফিনিশ করে এসেছেন আমন শেরাওয়াত ৷ মোক্ষম সময়ে চোট না-পেলে নিশা দাহিয়াও পদক আনার মতো ছন্দে ছিলেন ৷ যদিও কুস্তি ফেডারেশনের সভাপতি বলছেন, যন্তর মন্তরে প্রতিবাদ করাই কাল হয়েছে কুস্তিগীরদের ৷ তা না-হলে আরও 6টি মেডেল আসত ভারতের ঝুলিতে ৷

ডব্লিউএফআই সভাপতি সঞ্জয় সিং বলেন, ‘‘ভারত কুস্তিতে আরও 6টি পদক জিততে পারত ৷ কিন্তু গত 15-16 মাসে বিশৃঙ্খলার কারণে আমরা অনেক পদক হারিয়েছি ৷ আমরা আশাবাদী যে ভিনেশের বিষয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের রায় আমাদের পক্ষে হবে ৷ ফেডারেশনের এই চাওয়ার কারণ এটি দেশের পদক, কারও ব্যক্তিগত পদক নয় ৷ এটি ভারতের পদক তালিকায় যুক্ত হবে ।’’

ভিনেশ বিতর্কেও মুখ খুলেছেন ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ট সঞ্জয় সিং ৷ দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন ফোগত ৷ যদিও নির্দিষ্ট ওজনের চেয়ে 100 গ্রাম ওজন বেশি হওয়ায় তাঁকে অযোগ্য ঘোষণা করেন অলিম্পিক্স কমিটি ৷ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে ভিনেশে আবেদন জানিয়েছেন, তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক ৷ 16 তারিখ প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় চূড়ান্ত রায় জানাবে সিএএস ৷

ওই বিষয়েই সঞ্জয় সিং বলেন, ‘‘খেলার কোন ক্যাটাগরিতে খেলবেন তা খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ ওজন বাড়ানো এবং কমানোও খেলোয়াড়ের উপর নির্ভর করে ৷ তাঁকে প্রয়োজনীয় সমস্ত সুবিধা দেওয়া হয়েছিল ।৷ হাঙ্গেরিতে একজন বিদেশী কোচের কাছে প্রশিক্ষণও নেন ভিনেশ ৷’’

হায়দরাবাদ, 14 অগস্ট: ক্রমশ উজ্জ্বল হচ্ছে ভিনেশ ফোগতের রুপো পাওয়ার সম্ভাবনা ৷ কুস্তিতে পোডিয়াম ফিনিশ করে এসেছেন আমন শেরাওয়াত ৷ মোক্ষম সময়ে চোট না-পেলে নিশা দাহিয়াও পদক আনার মতো ছন্দে ছিলেন ৷ যদিও কুস্তি ফেডারেশনের সভাপতি বলছেন, যন্তর মন্তরে প্রতিবাদ করাই কাল হয়েছে কুস্তিগীরদের ৷ তা না-হলে আরও 6টি মেডেল আসত ভারতের ঝুলিতে ৷

ডব্লিউএফআই সভাপতি সঞ্জয় সিং বলেন, ‘‘ভারত কুস্তিতে আরও 6টি পদক জিততে পারত ৷ কিন্তু গত 15-16 মাসে বিশৃঙ্খলার কারণে আমরা অনেক পদক হারিয়েছি ৷ আমরা আশাবাদী যে ভিনেশের বিষয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের রায় আমাদের পক্ষে হবে ৷ ফেডারেশনের এই চাওয়ার কারণ এটি দেশের পদক, কারও ব্যক্তিগত পদক নয় ৷ এটি ভারতের পদক তালিকায় যুক্ত হবে ।’’

ভিনেশ বিতর্কেও মুখ খুলেছেন ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ট সঞ্জয় সিং ৷ দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন ফোগত ৷ যদিও নির্দিষ্ট ওজনের চেয়ে 100 গ্রাম ওজন বেশি হওয়ায় তাঁকে অযোগ্য ঘোষণা করেন অলিম্পিক্স কমিটি ৷ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে ভিনেশে আবেদন জানিয়েছেন, তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক ৷ 16 তারিখ প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় চূড়ান্ত রায় জানাবে সিএএস ৷

ওই বিষয়েই সঞ্জয় সিং বলেন, ‘‘খেলার কোন ক্যাটাগরিতে খেলবেন তা খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ ওজন বাড়ানো এবং কমানোও খেলোয়াড়ের উপর নির্ভর করে ৷ তাঁকে প্রয়োজনীয় সমস্ত সুবিধা দেওয়া হয়েছিল ।৷ হাঙ্গেরিতে একজন বিদেশী কোচের কাছে প্রশিক্ষণও নেন ভিনেশ ৷’’

Last Updated : Aug 14, 2024, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.