ETV Bharat / sports

রাহুল সাক্ষাতে ভিনেশ-বজরং ! হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়তে পারেন ‘দঙ্গল গার্ল’ - Vinesh Likely to Join Politics

Vinesh Phogat Likely to Join Politics: রাজনীতিতে যোগ দেবেন ভিনেশ ফোগত ? আগেই জল্পনা শুরু হয়েছিল, হরিয়ানা বিধানসভা নির্বাচনে বোন ববিতা ফোগতের বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে লড়বেন তিনি ৷ এবার কংগ্রেসের পোস্ট করা একটি এক্স পোস্টে দেখা যাচ্ছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছেন তিনি ৷

Vinesh Phogat
রাহুল সাক্ষাতে ভিনেশ-বজরং (Congress X Post)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 4, 2024, 1:14 PM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: রাজনীতির ময়দানে নামছেন কুস্তিগীর ভিনেশ ফোগত ? আগেই জল্পনা ছড়িয়েছিল, আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি ৷ আলোচনায় উঠে এসেছিল কংগ্রেসের নামও ৷ এবার জল্পনা আরও বাড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করলেন তিনি ৷ কংগ্রেসের পক্ষ থেকে একটি এক্স পোস্টে জানানো হয়েছে, ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছেন ৷

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, রাজনীতিতে যোগ দিচ্ছেন ‘দঙ্গল গার্ল’ ৷ কোন দলের প্রতীকে তিনি ভোটে দাঁড়াবেন তা স্পষ্ট না-হলেও, মনে করা হচ্ছিল বিজেপি বিরোধী কোনও দলে তিনি যোগ দেবেন ৷ বিজেপির ববিতা ফোগতের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন তিনি ৷ এবার রাহুলের সঙ্গে সাক্ষাতে সেই জল্পনাই আরও বেড়েছে ৷

প্যারিসে ভাগ্যের ফেরে পোডিয়াম ফিনিশ করে আসতে পারেননি ভিনেশ ৷ মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় ফাইনালের আগে ‘অযোগ্য’ ঘোষণা করা হয় ৷ আবেদন সত্ত্বেও অলিম্পিক্স কমিটির সিদ্ধান্তই বহাল রাখে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ ফলে রুপো নিশ্চিত হয়ে গেলেও পোডিয়ামে ওঠা হয়নি ৷ যদিও দেশে ফিরে বিজয়ীর সম্মান পাচ্ছেন তিনি ৷ সোনার পদক উপহার দিয়েছেন গ্রামবাসীরা ৷ সম্মান জানিয়েছে খাপ পঞ্চায়েতও ৷

জানা গিয়েছে, এবার বিজেপি প্রার্থী ববিতার বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন ভিনেশ ৷ অন্যদিকে, আরেক কুস্তিগীর যোগেশ্বর দত্তের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন বজরং পুনিয়া ৷ 2019 সালে বরোদা থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন 2012 লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী যোগেশ্বর ৷ যদিও কংগ্রেসের শ্রীকৃষাণ হুডার কাছে হেরে যান ৷ 2020 টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন বজরং ৷ এবার রাজনীতির ময়দানে দুই অলিম্পিক পদকজয়ী সম্মুখসমরে নামেন কি না, তা অবশ্য সময় বলবে ৷

Vinesh Phogat Likely to Join Politics
হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়তে পারেন ‘দঙ্গল গার্ল’ (ইটিভি ভারত)

প্রসঙ্গত, হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনবদল করেছে নির্বাচন কমিশন ৷ একই সঙ্গে, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা, দু’রাজ্যের ভোট গণনার দিনও বদলেছে ৷ হরিয়ানায় 1 অক্টোবর বদলে ভোটগ্রহণ হবে 5 অক্টোবর ৷ ফলে দু’রাজ্যের ভোট গণনার দিন 4 অক্টোবরের বদলে 8 অক্টোবর হবে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, গুরু জাম্বেশ্বরের স্মরণে অসোজ অমাবস্যা উৎসব উদযাপনে অংশ নেবে বিষ্ণোই সম্প্রদায় ৷ তাঁদের ঐতিহ্য এবং ভোটদানের গুরুত্বকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: রাজনীতির ময়দানে নামছেন কুস্তিগীর ভিনেশ ফোগত ? আগেই জল্পনা ছড়িয়েছিল, আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি ৷ আলোচনায় উঠে এসেছিল কংগ্রেসের নামও ৷ এবার জল্পনা আরও বাড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করলেন তিনি ৷ কংগ্রেসের পক্ষ থেকে একটি এক্স পোস্টে জানানো হয়েছে, ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছেন ৷

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, রাজনীতিতে যোগ দিচ্ছেন ‘দঙ্গল গার্ল’ ৷ কোন দলের প্রতীকে তিনি ভোটে দাঁড়াবেন তা স্পষ্ট না-হলেও, মনে করা হচ্ছিল বিজেপি বিরোধী কোনও দলে তিনি যোগ দেবেন ৷ বিজেপির ববিতা ফোগতের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন তিনি ৷ এবার রাহুলের সঙ্গে সাক্ষাতে সেই জল্পনাই আরও বেড়েছে ৷

প্যারিসে ভাগ্যের ফেরে পোডিয়াম ফিনিশ করে আসতে পারেননি ভিনেশ ৷ মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় ফাইনালের আগে ‘অযোগ্য’ ঘোষণা করা হয় ৷ আবেদন সত্ত্বেও অলিম্পিক্স কমিটির সিদ্ধান্তই বহাল রাখে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ ফলে রুপো নিশ্চিত হয়ে গেলেও পোডিয়ামে ওঠা হয়নি ৷ যদিও দেশে ফিরে বিজয়ীর সম্মান পাচ্ছেন তিনি ৷ সোনার পদক উপহার দিয়েছেন গ্রামবাসীরা ৷ সম্মান জানিয়েছে খাপ পঞ্চায়েতও ৷

জানা গিয়েছে, এবার বিজেপি প্রার্থী ববিতার বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন ভিনেশ ৷ অন্যদিকে, আরেক কুস্তিগীর যোগেশ্বর দত্তের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন বজরং পুনিয়া ৷ 2019 সালে বরোদা থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন 2012 লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী যোগেশ্বর ৷ যদিও কংগ্রেসের শ্রীকৃষাণ হুডার কাছে হেরে যান ৷ 2020 টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন বজরং ৷ এবার রাজনীতির ময়দানে দুই অলিম্পিক পদকজয়ী সম্মুখসমরে নামেন কি না, তা অবশ্য সময় বলবে ৷

Vinesh Phogat Likely to Join Politics
হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়তে পারেন ‘দঙ্গল গার্ল’ (ইটিভি ভারত)

প্রসঙ্গত, হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনবদল করেছে নির্বাচন কমিশন ৷ একই সঙ্গে, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা, দু’রাজ্যের ভোট গণনার দিনও বদলেছে ৷ হরিয়ানায় 1 অক্টোবর বদলে ভোটগ্রহণ হবে 5 অক্টোবর ৷ ফলে দু’রাজ্যের ভোট গণনার দিন 4 অক্টোবরের বদলে 8 অক্টোবর হবে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, গুরু জাম্বেশ্বরের স্মরণে অসোজ অমাবস্যা উৎসব উদযাপনে অংশ নেবে বিষ্ণোই সম্প্রদায় ৷ তাঁদের ঐতিহ্য এবং ভোটদানের গুরুত্বকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.