প্যারিস, 6 অগস্ট: পদক নিশ্চিত করলেন ভিনেশ ফোগত ৷ প্রথম রাউন্ডে জাপানের ইউয়ুই সাকাই, তারপর কোয়ার্টারে ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিয়েছিলেন কমনওয়েলথে তিনবার এবং এশিয়াডে একবারের সোনাজয়ী ৷ মহিলাদের 50 কেজি ইভেন্টে সেমিফাইনালে কিউবার প্রতিদ্বন্দ্বীকে 5-0 পয়েন্টে উড়িয়ে দিয়ে পদক নিশ্চিত করলেন ‘দঙ্গল গার্ল’ ৷
সেই সঙ্গে ভারতীয় অলিম্পিক্সে ইতিহাস গড়লেন ভিনেশ ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে কুস্তিতে ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করেন 'হরিয়ানা গার্ল' ৷ এর আগে ভারতীয় হিসেবে অলিম্পিক্সে পুরুষদের কুস্তিতে ফাইনালে উঠেছিলেন সুশীল কুমার ও রবি কুমার দাহিয়া ৷ কিন্তু মহিলা হিসেবে ভিনেশই প্রথম ৷ সোনা জয়ের লক্ষ্যে বুধবার নামবেন ভিনেশ ৷ ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ হিলডেব্র্যান্ড ৷
🇮🇳🔥 𝗔 𝗛𝗜𝗦𝗧𝗢𝗥𝗜𝗖 𝗪𝗜𝗡! Vinesh Phogat defeated Yusneylis Lopez to become the first female Indian wrestler to reach the final at the Olympics.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 6, 2024
⏰ She will take on either Otgonjargal Dolgorjav or Sarah Ann Hildebrandt in the final on the 7th of August.
💪 Here's hoping… pic.twitter.com/h0pYCMBjrY
টোকিয়ো থেকে খালি হাতে ফিরতে হয়েছিল ৷ টোকিয়ো অলিম্পিকসে শৃঙ্খলাভঙ্গ, খারাপ আচরণের জন্য বিশ্ব কুস্তি ফেডারেশনের রোষের মুখে পড়েছিলেন ভিনেশ ৷ শুধু তাই নয়, আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের সাসপেন্ডও করেছিল তাঁকে ৷ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সরন সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহের মুখ এবার ভারতের মুখও ৷ একনও পর্যন্ত 3টি ব্রোঞ্জ জিতেছিল ভারত ৷ পদকের রং বদলে দিলেন বিতর্কিত কুস্তিগীর ৷ কাল সোনার জন্য নামবেন ফোগত সিস্টার্সের অন্যতম ৷
ফাইনালে ওঠার লড়াইয়ে ভিনেশের সামনে ছিলেন কিউবার গুজমান লোপেজ ৷ কিন্তু প্রতিদ্বন্দ্বীকে এদিন দাঁড়াতেই দেননি ভিনেশ ৷ মাত্র দেড় মিনিটেই চার পয়েন্ট তুলে নেন ‘দঙ্গল গার্ল’৷ তারপর 5-0 করে ফাইনালের ছাড়পত্র পেয়ে যান ভিনেশ ৷ পদক নিশ্চিত করে সাংবাদিকদের ভিনেশ বলেন, "আগামিকাল আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যা বলার, তারপর বলতে চাই ৷"
ভিনেশের এই জয়ের পর সোশাল মিডিয়ায় নিজের অভিব্যক্তি প্রকাশ করেন 2016 রিও অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় কুস্তিগীর সাক্ষী মালিক ৷ এক্স হ্যান্ডেলে সাক্ষী লেখেন, "আমার কাছে এটা অত্যন্ত আবেগঘন মুর্হূর্ত ৷ আগামিকালই ভিনেশ সোনার জন্য নামবে ৷ অনেক লড়াইয়ের পর ভিনেশের নিজের ও দেশবাসীর স্বপ্ন সত্যি করল ৷ ওকে অনেক অভিনন্দন ৷"
সেমিফাইনালের লড়াই সহজ ছিল না ভিনেশের ৷ কারণ লোপেজ আগের ম্যাচে 10-0 প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন ৷ এ কথা মাথায় রেখেই শুরু থেকেই রক্ষণাত্মক ছিলেন ভিনেশ ৷ বাকিটা ইতিহাস ! এবার শুধু দেশকে সোনা দেওয়ার অপেক্ষায় ভিনেশ ৷