ETV Bharat / sports

'আর শক্তি নেই...' স্বপ্নভঙ্গের হতাশায় কুস্তিকে বিদায় জানালেন ফোগত - Vinesh Phogat Retirement

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 8, 2024, 6:44 AM IST

Updated : Aug 8, 2024, 7:24 AM IST

Vinesh Phogat quits wrestling: স্বপ্নভঙ্গের হতাশায় কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগত ৷ বৃহস্পতিবার সকালে মা প্রেমলতার উদ্দেশে ভিনেশ এক্স হ্যান্ডেলে লেখেন, "মা, কুস্তি জিতে গিয়েছে, আমি হেরে গেলাম । আমাকে ক্ষমা করে দিও ৷ তোমার স্বপ্ন ও আমার সাহস, সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ আমার আর শক্তি বাকি নেই ।"

Vinesh bids adieu to wrestling
কুস্তিকে বিদায় জানালেন ফোগত (এপি)

প্যারিস, 8 অগস্ট: প্যারিস অলিম্পিক্সে নিশ্চিত পদক হারানোর পর কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগত ৷ বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে কুস্তি থেকে অবসর ঘোষণা করেন তিনি ৷ ওজন বেশি থাকার কারণে সোনার পদকের ম্যাচের আগে 'অযোগ্য' ঘোষিত হন ফোগত ৷ এর 24 ঘণ্টার মধ্যেই কুস্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ভারতীয় এই কুস্তিগীর ৷

বৃহস্পতিবার সকালে মা প্রেমলতার উদ্দেশে ভিনেশ এক্স হ্যান্ডেলে লেখেন, "মা, কুস্তি জিতে গিয়েছে, আমি হেরে গেলাম । আমাকে ক্ষমা করে দিও ৷ তোমার স্বপ্ন ও আমার সাহস, সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ আমার আর শক্তি বাকি নেই । আলবিদা কুস্তি 2001-2024 । সবসময় তোমার ঋণী হয়ে থাকব । ক্ষমা করে দিও ৷"

রুপোর দাবি জানিয়ে বুধবার রাতেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন ভারতীয় এই কুস্তিগীর ৷ প্যারিস অলিম্পিক্স থেকে তাঁকে বাতিল করার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ফোগত । তবে, আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণার আগেই অবসর ঘোষণা করলেন তিনি ৷ মঙ্গলবার সেমিফাইনার কিউবার প্রতিদ্বন্দ্বীকে 5-0 উড়িয়ে দিয়ে কুস্তির 50 কেজি ইভেন্টের ফাইনালে পৌঁছে ছিলেন ভিনেশ ৷ বুধবার সোনার লড়াইয়ের দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ হিলডেব্র্যান্ড ৷ কিন্তু, ফাইনালের দিন সকালে ওজন পরীক্ষার পর ফোগতের স্বপ্ন শেষ হয়ে যায় ৷

তাঁর ওজন নির্ধারিত ওজনের থেকে 100 গ্রাম বেশি থাকায় ফোগতকে 'অযোগ্য' ঘোষিত করে অলিম্পিক্স কর্তৃপক্ষ ৷ আইওএ বিবৃতিতে জানিয়ে দেয়, সবরকম প্রচেষ্টা সত্ত্বেও বুধবার সকালে ফোগতের ওজন 50 কেজির সামান্য বেশি থাকায় তাঁকে 'বাতিল' ঘোষণা করা হয়েছে ৷ এর ফলে ফাইনালে পৌঁছেও কোনও পদক ছাড়াই প্যারিস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীরকে ৷ তবে কঠিন সময় ভিনেশের প্রাইভেসি রক্ষারও আবেদন করা হয় আইওএ'র তরফে ৷

প্যারিস, 8 অগস্ট: প্যারিস অলিম্পিক্সে নিশ্চিত পদক হারানোর পর কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগত ৷ বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে কুস্তি থেকে অবসর ঘোষণা করেন তিনি ৷ ওজন বেশি থাকার কারণে সোনার পদকের ম্যাচের আগে 'অযোগ্য' ঘোষিত হন ফোগত ৷ এর 24 ঘণ্টার মধ্যেই কুস্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ভারতীয় এই কুস্তিগীর ৷

বৃহস্পতিবার সকালে মা প্রেমলতার উদ্দেশে ভিনেশ এক্স হ্যান্ডেলে লেখেন, "মা, কুস্তি জিতে গিয়েছে, আমি হেরে গেলাম । আমাকে ক্ষমা করে দিও ৷ তোমার স্বপ্ন ও আমার সাহস, সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ আমার আর শক্তি বাকি নেই । আলবিদা কুস্তি 2001-2024 । সবসময় তোমার ঋণী হয়ে থাকব । ক্ষমা করে দিও ৷"

রুপোর দাবি জানিয়ে বুধবার রাতেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন ভারতীয় এই কুস্তিগীর ৷ প্যারিস অলিম্পিক্স থেকে তাঁকে বাতিল করার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ফোগত । তবে, আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণার আগেই অবসর ঘোষণা করলেন তিনি ৷ মঙ্গলবার সেমিফাইনার কিউবার প্রতিদ্বন্দ্বীকে 5-0 উড়িয়ে দিয়ে কুস্তির 50 কেজি ইভেন্টের ফাইনালে পৌঁছে ছিলেন ভিনেশ ৷ বুধবার সোনার লড়াইয়ের দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ হিলডেব্র্যান্ড ৷ কিন্তু, ফাইনালের দিন সকালে ওজন পরীক্ষার পর ফোগতের স্বপ্ন শেষ হয়ে যায় ৷

তাঁর ওজন নির্ধারিত ওজনের থেকে 100 গ্রাম বেশি থাকায় ফোগতকে 'অযোগ্য' ঘোষিত করে অলিম্পিক্স কর্তৃপক্ষ ৷ আইওএ বিবৃতিতে জানিয়ে দেয়, সবরকম প্রচেষ্টা সত্ত্বেও বুধবার সকালে ফোগতের ওজন 50 কেজির সামান্য বেশি থাকায় তাঁকে 'বাতিল' ঘোষণা করা হয়েছে ৷ এর ফলে ফাইনালে পৌঁছেও কোনও পদক ছাড়াই প্যারিস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীরকে ৷ তবে কঠিন সময় ভিনেশের প্রাইভেসি রক্ষারও আবেদন করা হয় আইওএ'র তরফে ৷

Last Updated : Aug 8, 2024, 7:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.