ETV Bharat / sports

রোহিতদের বিশ্বকাপ জিতিয়ে এবার উইলিয়ামসনদের দায়িত্বে দ্রাবিড়ের সহকারি - VIKRAM RATHOUR

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 6, 2024, 12:55 PM IST

VIKRAM RATHOUR BECOMES NEW BATTING COACH OF NZ: টি-20 বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের মতই তাঁর সঙ্গেওব চুক্তি শেষ হয়েছিল বোর্ডের ৷ তাই ভারতের দায়িত্ব ছেড়ে এবার নয়া দায়িত্বে রোহিত-কোহলিদের প্রাক্তন ব্যাটিং কোচ ৷ ঘরের মাঠেই নয়া দায়িত্বে প্রথম পরীক্ষা প্রাক্তন ভারতীয় কোচের ৷

VIKRAM RATHOUR
নয়া দায়িত্বে বিক্রম রাঠোর (IANS Photo)

নয়ডা, 6 সেপ্টেম্বর: রাহুল দ্রাবিড়ের সহকারি ব্য়াটিং কোচ হিসেবে কয়েকমাস আগেই ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছেন ৷ যদিও 'দ্য ওয়ালে'র সঙ্গে সঙ্গেই মেয়াদ ফুরিয়েছিল তাঁর ৷ সেই বিক্রম রাঠোরকে এবার ব্য়াটিং কোচ হিসেবে নিযুক্ত করল করল নিউজিল্যান্ড ক্রিকেট ৷ ভারতের মাটিতে আগামী সোমবার থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে কিউয়িরা ৷ সেই ম্যাচের জন্য রাঠোরকে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করল নিউজিল্যান্ড ক্রিকেট ৷

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ব্যাটিং কোচ করার পাশাপাশি প্রাক্তন শ্রীলঙ্কা স্পিনার রঙ্গনা হেরাথকে বোলিং কোচ হিসেবে বেছে নিয়েছে কেন উইলিয়ামসনদের বোর্ড ৷ সাকলিন মুস্তাকের পদে বসানো হল তাঁকে ৷ ভারতকে সাফল্য এনে দেওয়া বিক্রম রাঠোরের এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে যথেষ্ট কদর রয়েছে ৷ নয়া ব্য়াটিং কোচের অন্তর্ভুক্তি প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন কিউয়িদের হেড কোচ গ্য়ারি স্টিড ৷ আইসিসি'কে তিনি বলেন, "টেস্ট দলে রঙ্গনা এবং রাঠোরের যোগদানের বিষয়ে আমরা উত্তেজিত ৷ বিশ্ব ক্রিকেটে দু'জনেরই এই মুহূর্তে চাহিদা তুঙ্গে ৷ আমি নিশ্চিত ছেলেরা তাঁদের থেকে শিখতে মুখিয়ে রয়েছে ৷"

আফগানদের বিরুদ্ধে কিউই স্কোয়াডে রয়েছেন আজাজ প্য়াটেল, মিচেল স্য়ান্টনার এবং রাচিন রবীন্দ্র ৷ ফলত হেরাথের যোগদান উপমহাদেশের মাটিতে দলের স্পিন বিভাগকে শক্তিশালী করবে বলে মনে করেন স্টিড ৷ আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁদের দেশে দু'টি টেস্ট খেলবে কিউয়িরা ৷ তারপর রয়েছে ভারতের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ ৷ তবে ভারতের বিরুদ্ধে কোচ হিসেবে রঙ্গনা থাকবেন কি না, তা হয়ত প্রথম দু'টি সিরিজে সাফল্যের উপরেই নির্ভর করবে ৷

একই কথা প্রযোজ্য বিক্রম রাঠোরের ক্ষেত্রেও ৷ তাঁকে যদিও আপাতত আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্যই অন্তর্ভুক্ত করানো হয়েছে ৷ গ্রেটার নয়ডার স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে আগামী 9-13 সেপ্টেম্বর আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে নিউজিল্যান্ড ৷ সেই ম্যাচ খেলতে বৃহস্পতিবারই নয়ডা পৌঁছে গিয়েছে টিম সাউদি ব্রিগেড ৷

নয়ডা, 6 সেপ্টেম্বর: রাহুল দ্রাবিড়ের সহকারি ব্য়াটিং কোচ হিসেবে কয়েকমাস আগেই ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছেন ৷ যদিও 'দ্য ওয়ালে'র সঙ্গে সঙ্গেই মেয়াদ ফুরিয়েছিল তাঁর ৷ সেই বিক্রম রাঠোরকে এবার ব্য়াটিং কোচ হিসেবে নিযুক্ত করল করল নিউজিল্যান্ড ক্রিকেট ৷ ভারতের মাটিতে আগামী সোমবার থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে কিউয়িরা ৷ সেই ম্যাচের জন্য রাঠোরকে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করল নিউজিল্যান্ড ক্রিকেট ৷

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ব্যাটিং কোচ করার পাশাপাশি প্রাক্তন শ্রীলঙ্কা স্পিনার রঙ্গনা হেরাথকে বোলিং কোচ হিসেবে বেছে নিয়েছে কেন উইলিয়ামসনদের বোর্ড ৷ সাকলিন মুস্তাকের পদে বসানো হল তাঁকে ৷ ভারতকে সাফল্য এনে দেওয়া বিক্রম রাঠোরের এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে যথেষ্ট কদর রয়েছে ৷ নয়া ব্য়াটিং কোচের অন্তর্ভুক্তি প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন কিউয়িদের হেড কোচ গ্য়ারি স্টিড ৷ আইসিসি'কে তিনি বলেন, "টেস্ট দলে রঙ্গনা এবং রাঠোরের যোগদানের বিষয়ে আমরা উত্তেজিত ৷ বিশ্ব ক্রিকেটে দু'জনেরই এই মুহূর্তে চাহিদা তুঙ্গে ৷ আমি নিশ্চিত ছেলেরা তাঁদের থেকে শিখতে মুখিয়ে রয়েছে ৷"

আফগানদের বিরুদ্ধে কিউই স্কোয়াডে রয়েছেন আজাজ প্য়াটেল, মিচেল স্য়ান্টনার এবং রাচিন রবীন্দ্র ৷ ফলত হেরাথের যোগদান উপমহাদেশের মাটিতে দলের স্পিন বিভাগকে শক্তিশালী করবে বলে মনে করেন স্টিড ৷ আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁদের দেশে দু'টি টেস্ট খেলবে কিউয়িরা ৷ তারপর রয়েছে ভারতের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ ৷ তবে ভারতের বিরুদ্ধে কোচ হিসেবে রঙ্গনা থাকবেন কি না, তা হয়ত প্রথম দু'টি সিরিজে সাফল্যের উপরেই নির্ভর করবে ৷

একই কথা প্রযোজ্য বিক্রম রাঠোরের ক্ষেত্রেও ৷ তাঁকে যদিও আপাতত আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্যই অন্তর্ভুক্ত করানো হয়েছে ৷ গ্রেটার নয়ডার স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে আগামী 9-13 সেপ্টেম্বর আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে নিউজিল্যান্ড ৷ সেই ম্যাচ খেলতে বৃহস্পতিবারই নয়ডা পৌঁছে গিয়েছে টিম সাউদি ব্রিগেড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.