ETV Bharat / sports

বিশ্বকাপ ফাইনাল, ট্রাভিস হেড ও বৈভবের বিষাক্ত ডেলিভারি - Vaibhav Arora

Vaibhav Arora in IPL 2024: বৈভব অরোরা ৷ বিষাক্ত ডেলিভারিতে ফেরত পাঠিয়েছেন ট্রাভিস হেডকে ৷ যার ব্যাট ভারতের বিশ্বজয়ের স্বপ্ন মুছে দিয়েছিল, তাঁকে উঠতি তারকার বলে আউট হতে দেখা ক্রিকেটপ্রেমিদের আনন্দ বাড়িয়েছে ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 11:59 PM IST

চেন্নাই, 26 মে: গত বছরের 19 নভেম্বর ৷ এক অজি ব্য়াটারের হাতে স্বপ্নভঙ্গ হতে দেখেছিল ক্রিকেটপ্রেমিরা ৷ ট্রাভিস হেডের 120 বলে খেলা 137 রানের ইনিংসের জেরেই কাপ নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া ৷ তীরে এসেও তরী ডোবার সেই ক্ষত এখনও বয়ে চলেছে ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ ছ’মাস পর দেশবাসীর সেই জ্বালা খানিক জুড়োলেন হিমাচল প্রদেশের বছর ছাব্বিশের তরুণ-তুর্কি ৷ ঘটনাচক্রে তাঁর মাথায় এখনও ‘মেন ইন ব্লু’র ক্যাপ ওঠেনি ৷

কোয়ালিফায়ারে ট্রাভিস হেডের উইকেট ছিটকে দিয়েছিলেন মিচেল স্টার্ক ৷ ফাইনালে এসে সেই বলটাই বেরল বৈভবের হাত থেকে ৷ যাতে ব্যাট এগিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ফর্মে থাকা হেডের ৷ ব্যাটের কানা ছুইয়ে বল রহমানুল্লাহ গুরবাজের দস্তানায় জমা পড়তেই ম্যাচে ভাগ্য খানিক ঠিক হয়ে গিয়েছিল ৷

চলতি আইপিএলে 10 ম্যাচে মোট 30 ওভার বল করেছেন বৈভব ৷ 25.09 গড়ে খরচ করেছেন 276 রান ৷ উইকেটে সংখ্যা 11 ৷ নাইটদের আইপিএল সেরা হওয়ার পিছনে যাঁদের অবদান অনেকখানি, বৈভব সেখানে প্রথম বেঞ্চের ছাত্র ৷ ভরত অরুণের হাতে পড়ে যার হাবভাবই বদলে গিয়েছে ৷ টুর্নামেন্টের পাওয়ার-প্লে’তে তাবড় ব্যাটারদের নাজেহাল করে ছেড়েছেন বৈভব ৷

আরও পড়ুন

চেন্নাই, 26 মে: গত বছরের 19 নভেম্বর ৷ এক অজি ব্য়াটারের হাতে স্বপ্নভঙ্গ হতে দেখেছিল ক্রিকেটপ্রেমিরা ৷ ট্রাভিস হেডের 120 বলে খেলা 137 রানের ইনিংসের জেরেই কাপ নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া ৷ তীরে এসেও তরী ডোবার সেই ক্ষত এখনও বয়ে চলেছে ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ ছ’মাস পর দেশবাসীর সেই জ্বালা খানিক জুড়োলেন হিমাচল প্রদেশের বছর ছাব্বিশের তরুণ-তুর্কি ৷ ঘটনাচক্রে তাঁর মাথায় এখনও ‘মেন ইন ব্লু’র ক্যাপ ওঠেনি ৷

কোয়ালিফায়ারে ট্রাভিস হেডের উইকেট ছিটকে দিয়েছিলেন মিচেল স্টার্ক ৷ ফাইনালে এসে সেই বলটাই বেরল বৈভবের হাত থেকে ৷ যাতে ব্যাট এগিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ফর্মে থাকা হেডের ৷ ব্যাটের কানা ছুইয়ে বল রহমানুল্লাহ গুরবাজের দস্তানায় জমা পড়তেই ম্যাচে ভাগ্য খানিক ঠিক হয়ে গিয়েছিল ৷

চলতি আইপিএলে 10 ম্যাচে মোট 30 ওভার বল করেছেন বৈভব ৷ 25.09 গড়ে খরচ করেছেন 276 রান ৷ উইকেটে সংখ্যা 11 ৷ নাইটদের আইপিএল সেরা হওয়ার পিছনে যাঁদের অবদান অনেকখানি, বৈভব সেখানে প্রথম বেঞ্চের ছাত্র ৷ ভরত অরুণের হাতে পড়ে যার হাবভাবই বদলে গিয়েছে ৷ টুর্নামেন্টের পাওয়ার-প্লে’তে তাবড় ব্যাটারদের নাজেহাল করে ছেড়েছেন বৈভব ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.