ETV Bharat / sports

মাঠেই হৃদরোগে আক্রান্ত, মাত্র সাতাশে মৃত্যুর কোলে উরুগুয়ে ফুটবলার - Uruguayan footballer Dies

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 28, 2024, 4:27 PM IST

FOOTBALLER JUAN IZQUIERDO DIES DUE TO HEART ATTACK: ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে ৷ 2021 ইউরোয় ক্রিশ্চিয়ান এরিকসেনের ঘটনা এখনও টাটকা অনুরাগীদের হৃদয়ে ৷ যদিও পরবর্তীতে ফুটবলের মূলস্রোতে ফিরেছেন ড্যানিশ ফুটবলার ৷ কিন্তু এবার হৃদরোগ কেড়ে নিল উরুগুয়ে ডিফেন্ডারকে ৷

FOOTBALLER JUAN IZQUIERDO DIES
মাঠেই লুটিয়ে পড়েছিলেন ইকুয়ের্দো (AP Photo)

সাও পাওলো, 28 অগস্ট: গত 22 অগস্ট সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে খেলতে খেলতেই লুটিয়ে পড়েছিলেন ৷ দিনছ'য়েক যমে-মানুষে টানাটানির পর বুধবার মৃ্ত্যু হল উরুগুয়ে ফুটবলারের ৷ হৃদরোগ মাত্র সাতাশেই কেড়ে নিল জুয়ান ইকুয়ের্দোর প্রাণ ৷

গত বৃহস্পতিবার কোপা লিবার্তাদোরেসের ম্যাচে ইকুয়ের্দোর ক্লাব ন্যাশিওনাল মুখোমুখি হয়েছিল ব্রাজিলের সাও পাওলো ক্লাবের ৷ সেই ম্যাচের 84 মিনিটে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন ন্যাশিওনাল ডিফেন্ডার জুয়ান ইকুয়ের্দো ৷ মাঠে তাঁর প্রাথমিক চিকিৎসা চললেও উঠে দাঁড়াতে পারেননি তিনি ৷ পরবর্তীতে তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ৷ সেখানে গত রবিবার থেকে ভেন্টিলেশনে ছিলেন ইকুয়ের্দো ৷ বুধবার সকালে ডিফেন্ডারের মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় জানানো হয় তাঁর ক্লাব ন্যাশিওনালের তরফে ৷

এক্সে ন্যাশিওনাল ক্লাব লেখে, "ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে ন্যাশিওনাল ক্লাব প্রিয় ফুটবলার জুয়ান ইকুয়ের্দোর মৃত্যুর খবর জানাচ্ছে ৷ ওঁর পরিবার, প্রিয়জন ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা রইল ৷ এই অপূরনীয় ক্ষতির জন্য ন্যাশিওনাল শোকাহত ৷" সাও পাওলো ক্লাবের তরফে ইকুয়ের্দোর মৃত্যুকে 'ফুটবলের দুঃখের দিন' তকমা দিয়েছে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে নিউরোলজিক্যাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভরতি ছিলেন ৷ সেখানেই এদিন মৃত্যু হয় ফুটবলারের ৷

ইকুয়ের্দোর মাটিতে লুটিয়ে পড়ার ঘটনার পর থেকে উরুগুয়েতে বন্ধ রয়েছে প্রথম এবং দ্বিতীয় ডিভিশনের সমস্ত খেলা ৷ অন্যদিকে সাও পাওলো গত রবিবার ভিটোরিয়ার বিরুদ্ধে লিগের ম্যাচে ইকুয়ের্দোর সমর্থনে জার্সি পড়ে ফুটবলারের সুস্থতা কামনা করে ৷ কিন্তু বুধবার থেমে গেল ইকুয়ের্দোর সমস্ত লড়াই ৷

সাও পাওলো, 28 অগস্ট: গত 22 অগস্ট সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে খেলতে খেলতেই লুটিয়ে পড়েছিলেন ৷ দিনছ'য়েক যমে-মানুষে টানাটানির পর বুধবার মৃ্ত্যু হল উরুগুয়ে ফুটবলারের ৷ হৃদরোগ মাত্র সাতাশেই কেড়ে নিল জুয়ান ইকুয়ের্দোর প্রাণ ৷

গত বৃহস্পতিবার কোপা লিবার্তাদোরেসের ম্যাচে ইকুয়ের্দোর ক্লাব ন্যাশিওনাল মুখোমুখি হয়েছিল ব্রাজিলের সাও পাওলো ক্লাবের ৷ সেই ম্যাচের 84 মিনিটে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন ন্যাশিওনাল ডিফেন্ডার জুয়ান ইকুয়ের্দো ৷ মাঠে তাঁর প্রাথমিক চিকিৎসা চললেও উঠে দাঁড়াতে পারেননি তিনি ৷ পরবর্তীতে তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ৷ সেখানে গত রবিবার থেকে ভেন্টিলেশনে ছিলেন ইকুয়ের্দো ৷ বুধবার সকালে ডিফেন্ডারের মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় জানানো হয় তাঁর ক্লাব ন্যাশিওনালের তরফে ৷

এক্সে ন্যাশিওনাল ক্লাব লেখে, "ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে ন্যাশিওনাল ক্লাব প্রিয় ফুটবলার জুয়ান ইকুয়ের্দোর মৃত্যুর খবর জানাচ্ছে ৷ ওঁর পরিবার, প্রিয়জন ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা রইল ৷ এই অপূরনীয় ক্ষতির জন্য ন্যাশিওনাল শোকাহত ৷" সাও পাওলো ক্লাবের তরফে ইকুয়ের্দোর মৃত্যুকে 'ফুটবলের দুঃখের দিন' তকমা দিয়েছে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে নিউরোলজিক্যাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভরতি ছিলেন ৷ সেখানেই এদিন মৃত্যু হয় ফুটবলারের ৷

ইকুয়ের্দোর মাটিতে লুটিয়ে পড়ার ঘটনার পর থেকে উরুগুয়েতে বন্ধ রয়েছে প্রথম এবং দ্বিতীয় ডিভিশনের সমস্ত খেলা ৷ অন্যদিকে সাও পাওলো গত রবিবার ভিটোরিয়ার বিরুদ্ধে লিগের ম্যাচে ইকুয়ের্দোর সমর্থনে জার্সি পড়ে ফুটবলারের সুস্থতা কামনা করে ৷ কিন্তু বুধবার থেমে গেল ইকুয়ের্দোর সমস্ত লড়াই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.