গুয়ানা, 6 জুন: 3 উইকেটে হারিয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপ অভিযানে নেমে জয়ের স্বাদ পেল উগান্ডা ৷ বিশ্বকাপের শুরুতেই নিজেদের হলুদ জার্সি প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছে উগান্ডা ক্রিকেট বোর্ড ৷ নজরে আসার কারণটা এই জার্সির রং একদম মিলে গিয়েছে ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে ৷
এদিন পাপুয়া নিউ গিনিকে 3 উইকেটে হারিয়ে খাতা যেমন খুুলল তেমনই বিরল রেকর্ড গড়ল উগান্ডা ৷ অবশ্য এর কারিগর উগান্ডার ক্রিকেটার ফ্র্যাঙ্ক সুবুগা। 4 ওভারে মাত্র 4 রান, যেমন জোড়া উইকেট তুলে নেন তেমনই সবথেকে ইকোনমিকাল বোলিং করলের বর্ষীয়ান এই অফস্পিনার ফ্র্যাঙ্ক সুবুগা ৷ এদিন টস জিতে প্রতিপক্ষকে অল্প রানে বাঁধতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা ৷ ব্যাট করতে নেমে শুরু থেকেই মুখ থুবড়ে পড়েন পাপুয়া নিউ গিনির টপ অর্ডাররা ৷ তবে যে শুধু তাঁরা এদিন ব্যর্থ হয়েছেন তা নয়, মিডল থেকে ট্যালেন্ডার সকলেই হতাশ করেন ৷
সর্বোচ্চ রান হিরি হিরি'র 15 ৷ তারপর 12 রান করে করেন লেগা সিয়াকা ও কিপ্লিন ডোরিগা ৷ আর কোনও ব্য়াটারই 5 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ 19.1 ওভারে 10 উইকেট হারিয়ে পাপুয়া নিউ গিনি সংগ্রহ করে মাত্র 77 রান ৷ এদিন হাত ঘুরিয়ে কামাল ডেলিভারি করেন উগান্ডার প্রত্যেক বোলারই ৷ ইতিহাসে নাম তোলা এই ক্রিকেট বোর্ডের কারিগর ফ্র্যাঙ্ক সুবুগা 4 ওভার বল করে 4 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ 2টি করে উইকেট নেন আলপেশ রামজানি, কসমাস কিউউটা ও জুমা মিয়াগ ৷ একটি উইকেট নেন অধিনায়ক মাসাবা ৷
পালটা রান তাড়া করতে নেমে একই অবস্থা হয় উগান্ডার ৷ তবে ক্রিজে নিজেকে টিকিয়ে রাখেন রিয়াজাত আলি শাহ ৷ 56 বলে 33 রানের ইনিংসেই দলকে পৌঁছে দেন জয়ের দোরগোড়ায় ৷ ইয়েলো ব্রিগেডের কোনও ব্যাটারই এদিন আর 13 রানের বেশি তুলতে পারেননি ৷ সাত উইকেট হারিয়েও 10 বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় উগান্ডা ৷ ম্যাচের সেরা ব্যাটার রিয়াজাত আলিই ৷