ETV Bharat / sports

দৌড়েছিলেন প্য়ারিস অলিম্পিক্সে, সঙ্গী পুড়িয়ে মারল উগান্ডার অ্যাথলিটকে - REBECCA CHEPTEGEI DIES

UGANDA ATHLETE BURN TO DEATH: সঙ্গীর আক্রমণে মৃত্যু হল উগান্ডার দৌড়বিদ রেবেকা চেপতেগেইয়ের ৷ দৌড়েছিলেন সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে ৷ জমি নিয়ে বচসার জেরে অ্যাথলিটের গায়ে তাঁর সঙ্গী গ্য়াসোলিন ঢেলে দেয় বলে জানিয়েছে পুলিশ ৷

REBECCA CHEPTEGEI
রেবেকা চেপতেগেই (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 5, 2024, 5:44 PM IST

নাইরোবি, 5 সেপ্টেম্বর: পদক জিততে পারেননি ঠিকই, কিন্তু গত মাসে অংশ নিয়েছিলেন প্য়ারিস অলিম্পিক্সের ম্যারাথনে ৷ মাস ঘুরতে না-ঘুরতেই সব শেষ ৷ উগান্ডার মহিলা দৌড়বিদ রেবেকা চেপতেগেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী ৷ মাত্র 33 বছরে মৃত্যু হল উগান্ডার ম্য়ারাথন রানারের ৷

বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রেবেকার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে সঙ্গীর আক্রমণে শরীরের 80 শতাংশই পুড়ে গিয়েছিল অলিম্পিয়ানের ৷ প্য়ারিসে সদ্য সমাপ্ত অলিম্পিক্সে মহিলাদের ম্য়ারাথনে অংশ নিয়েছিলেন রেবেকা, যেখান 44তম স্থানে শেষ করেছিলেন তিনি ৷ জমি নিয়ে বচসার জেরেই এই মৃত্যু বলে জানা গিয়েছে পুলিশের তরফে ৷ পুলিশ জানিয়েছে, গত সোমবার ঝগড়ার পর রেবেকার সঙ্গী ডিকসন এন্ডিমা গ্য়াসোলিন ঢেলে দেন অ্যাথলিটের গায়ে ৷

ঘটনায় দু'জনেই আহত হয় ৷ রেবেকার মৃত্যু হলেও আইসিইউ'তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর সঙ্গী ৷ এন্ডিমার শরীরেরও 30 শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তবে সে সুস্থ হচ্ছে বলে জানানো হয়েছে ৷ অ্য়াথলিটের পরিবারের তরফে জানানো হয়েছে, ট্রেনিং সেন্টারের নিকটে ট্রান্স এনজোইয়া অঞ্চলে একটি জমি কিনেছিলেন রেবেকা এবং সেখানে বাড়িও তৈরি করেছিলেন ৷ সেই জমি নিয়েই সঙ্গীর সঙ্গে তাঁর অশান্তি চলছিল ৷ যার পরিণতি হল ভয়ঙ্কর ৷ অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন রেবেকার বাবা-মা ৷

উগান্ডা অ্য়াথলেটিক্স ফেডারেশন এক্সে শোকপ্রকাশ করে লিখেছে, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে অ্যাথলিট রেবেকা চেপতেগেইয়ের মৃত্যুর খবর জানাচ্ছি ৷ আজ সকালে তিনি গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন ৷ আমরা ঘটনার নিন্দা করছি এবং ন্য়ায়বিচারের দাবি জানাচ্ছি ৷ ওঁর আত্মার শান্তি কামনা করি ৷" সেদেশের অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারে ঘটনাটিকে 'কাপুরুষোচিত আক্রমণ' বলে বর্ণনা করেছেন ৷

নাইরোবি, 5 সেপ্টেম্বর: পদক জিততে পারেননি ঠিকই, কিন্তু গত মাসে অংশ নিয়েছিলেন প্য়ারিস অলিম্পিক্সের ম্যারাথনে ৷ মাস ঘুরতে না-ঘুরতেই সব শেষ ৷ উগান্ডার মহিলা দৌড়বিদ রেবেকা চেপতেগেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী ৷ মাত্র 33 বছরে মৃত্যু হল উগান্ডার ম্য়ারাথন রানারের ৷

বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রেবেকার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে সঙ্গীর আক্রমণে শরীরের 80 শতাংশই পুড়ে গিয়েছিল অলিম্পিয়ানের ৷ প্য়ারিসে সদ্য সমাপ্ত অলিম্পিক্সে মহিলাদের ম্য়ারাথনে অংশ নিয়েছিলেন রেবেকা, যেখান 44তম স্থানে শেষ করেছিলেন তিনি ৷ জমি নিয়ে বচসার জেরেই এই মৃত্যু বলে জানা গিয়েছে পুলিশের তরফে ৷ পুলিশ জানিয়েছে, গত সোমবার ঝগড়ার পর রেবেকার সঙ্গী ডিকসন এন্ডিমা গ্য়াসোলিন ঢেলে দেন অ্যাথলিটের গায়ে ৷

ঘটনায় দু'জনেই আহত হয় ৷ রেবেকার মৃত্যু হলেও আইসিইউ'তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর সঙ্গী ৷ এন্ডিমার শরীরেরও 30 শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তবে সে সুস্থ হচ্ছে বলে জানানো হয়েছে ৷ অ্য়াথলিটের পরিবারের তরফে জানানো হয়েছে, ট্রেনিং সেন্টারের নিকটে ট্রান্স এনজোইয়া অঞ্চলে একটি জমি কিনেছিলেন রেবেকা এবং সেখানে বাড়িও তৈরি করেছিলেন ৷ সেই জমি নিয়েই সঙ্গীর সঙ্গে তাঁর অশান্তি চলছিল ৷ যার পরিণতি হল ভয়ঙ্কর ৷ অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন রেবেকার বাবা-মা ৷

উগান্ডা অ্য়াথলেটিক্স ফেডারেশন এক্সে শোকপ্রকাশ করে লিখেছে, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে অ্যাথলিট রেবেকা চেপতেগেইয়ের মৃত্যুর খবর জানাচ্ছি ৷ আজ সকালে তিনি গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন ৷ আমরা ঘটনার নিন্দা করছি এবং ন্য়ায়বিচারের দাবি জানাচ্ছি ৷ ওঁর আত্মার শান্তি কামনা করি ৷" সেদেশের অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারে ঘটনাটিকে 'কাপুরুষোচিত আক্রমণ' বলে বর্ণনা করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.